এ্যাপেক্স ফুটওয়ারের ক্রেডিট রেটিং সম্পন্ন
Date: 26-12-2023
Source: dailysharebazar.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
| |
বুধবার এনার্জিপ্যাক পাওয়ারের লেনদেন বন্ধ
Date: 26-12-2023
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার লেনদেন ঘোষিত রেকর্ড ডেটের কারণে আগামীকাল বুধবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর থেকে কোম্পানিটি আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে।
|
বিনিয়োগের সামাজিক প্রভাব নিশ্চিত করতে হবে
Date: 13-11-2023
Source: samakal.com
Show Detais
ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ থেকে শুধু মুনাফার চিন্তা করলে হবে না। বিনিয়োগের মাধ্যমে সমাজ ও পরিবেশের ওপর তাদের ইতিবাচক প্রভাব নিশ্চিত করতে হবে। কেননা বিনিয়োগের অবশ্যই একটি সামাজিক গুরুত্ব রয়েছে। রাজধানীতে গতকাল অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট’ সম্মেলনে বক্তারা এমন মত দেন।
বাংলাদেশে ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট’ বা বিনিয়োগের মাধ্যমে সামাজিক প্রভাববিষয়ক ন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ড (এনএবি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করে। এনএবির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মেলনের আয়োজন করে ১০ নভেম্বর ‘ন্যাশনাল ইমপ্যাক্ট ইনভেস্ট দিবস’ আনুষ্ঠানিকভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মেলনে এনএবি ট্রাস্টের চেয়ার আরাস্তু খান বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো যত বেশি সম্ভব মুনাফা অর্জনের চেষ্টা করে এবং তার জন্য ঝুঁকি নেয়। এখন সময় এসেছে মুনাফা করার পাশাপাশি ব্যবসার মাধ্যমে সামাজিক প্রভাব তৈরির। এনএবির কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।
এনএবির চেয়ার এবং বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, বিনিয়োগ-সংক্রান্ত নীতিকৌশল উন্নয়ন এবং সহায়ক সেবার মান উন্নয়নের ফলে বাংলাদেশ এখন আকর্ষণীয় গন্তব্য। বিভিন্ন সেবার তথ্য তুলে ধরেন তিনি। তিনি বলেন, মূলধনী যন্ত্র আমদানিতে নামমাত্র আমদানি শুল্ক এবং রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধায় এ দেশে বিনিয়োগ লাভজনক। অন্যান্য সুবিধা প্রসঙ্গে লোকমান হোসেন মিয়া বলেন, ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানের ফলে বাংলাদেশে উৎপাদিত পণ্য চীন, ভারতসহ উদীয়মান এশিয়ার বিভিন্ন দেশে সহজে রপ্তানি করা সম্ভব। এ ছাড়া ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারও বেশ বড়। বিনিয়োগের জন্য প্রস্তুত ১০০ অর্থনৈতিক অঞ্চল শিল্প প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হচ্ছে। এসব সুবিধা নিতে বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে এনএবির জাতীয় উপদেষ্টা বোর্ডের প্রধান নির্বাহী স্থপতি ফরহাদুর রেজা প্রবাল বলেন, উদ্ভাবনী বিনিয়োগের মাধ্যমে মূলধারার বিনিয়োগকে পরিবেশ সহায়ক করার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন তারা, যা টেকসই সামাজিক উন্নয়নকে নিশ্চিত করবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মুনাফার চিন্তার পাশাপাশি বিনিয়োগের মাধ্যমে সমাজ এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মূলত জলবায়ুর পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনাকেই উৎসাহিত করতে চান তারা।
সম্মেলনে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় বক্তারা বিনিয়োগ পরিস্থিতির ধারাবাহিক মনিটরিংয়ের কথা বলেন। দক্ষ মানবসম্পদ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ওপর জোর দেন তারা। আর্থিক মুনাফার পাশাপাশি সামাজিক উন্নয়নে সহায়ক এবং উদ্ভাবনী বিনিয়োগ প্রস্তাবে পুঁজির জোগানের বিষয়েও গুরুত্ব দেন তারা। শিল্প পণ্য মোড়কীকরণে পরিবেশ সহায়ক পলিথিন ব্যবহারের উদ্ভাবনী একটি প্রস্তাবনা উপস্থাপনা করা হয়। পরিবেশ সুরক্ষা এবং শিল্পের মুনাফা প্রসঙ্গে প্রস্তাবের ওপর সংক্ষিপ্ত একটি বিতর্ক অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের প্রতিনিধি, উন্নয়ন অংশীদার, শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন।
|
আরো ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
Date: 13-11-2023
Source: sharenews24.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।
কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইল লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ও শনিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এইচ আর টেক্সটাইল: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৫৪ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৩৩ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
লিগ্যাসি ফুটওয়্যার: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৬ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.১৯ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
ইউসুফ ফ্লাওয়ার মিলস: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪.৭৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.৫৩ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৭৪ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
কুইন সাউথ টেক্সটাইল: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৬৮ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
|
রহিমা ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
Date: 13-11-2023
Source: sharenews24.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রবিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ১৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৮ পয়সা।
|
তথ্য গোপন করে দুই কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি !
Date: 13-11-2023
Source: sharenews24.com
Show Detais
নিয়ম অনুযায়ি প্রায় প্রতি মাসেই শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ধারণ বাড়ে ও কমে। বিশেষ করে কোম্পানির শেয়ারদর যখন বেশি ওঠা-নামা করে, তখন কোম্পানির প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ধারণের পরিমাণ বেশি করে ওঠা-নামা করে। শেয়ারদর যখন বেশি ওঠা-নামা করে, তখন কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ধারণেও বেশ হেরফের দেখা যায়।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাসভিত্তিক শেয়ার ধারণের তথ্য বিশ্লেষণে করে এমন তথ্য পাওয়া গেছে।
কিন্তু গত কয়েক মাসে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কোম্পানি দুটি এই সময়ে ডিভিডেন্ড এবং মুনাফার তথ্য প্রকাশের উদ্যোগ নিলেও শেয়ার ধারণের তথ্য হালনাগাদ করেনি।
অভিযোগ রয়েছে, কারসাজি করার কৌশল হিসাবেই কোম্পানি দুটির শেয়ার ধারণের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি। কোম্পানি দুটি হলো-খান ব্রাদার্স পিপি ব্যাগে ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও বীচ হ্যাচারি লিমিটেড
৩১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত শেয়ার ধারণের তথ্য প্রকাশ করেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। আগের মাসে ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩০.১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩৮.০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৩১.৮৫ শতাংশ।
পরের মাসে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার পরিবর্তন না হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারে বড় পরিবর্তন এসেছে। যার ফলে ৩১ জুলাই, ২০২৩ তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ১৮.৯২ শতাংশে। পক্ষান্তরে, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৩১.৮৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০.৯৫ শতাংশে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসে কোম্পানিটির শেয়ার সাড়ে ১২ টাকায় লেনদেন হয়েছে। যা জুলাই মাসে ৩৯ টাকায় উঠে যায়। এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার থেকে মুনাফা তুলেছে। এই কারণেই জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ১৯.১০ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে।
এরপর কোম্পানিটির শেয়ারদর ব্যাপক ওঠা-নামা করেছে। সর্বশেষ আজ রোববার (১২ নভেম্বর) কোম্পানিটির শেয়ার ৬২ টাকায় ক্লোজিং হয়েছে। এরমধ্যে কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণার জন্য দুবার তারিখও জানিয়েছে। কিন্তু গত তিন মাস যাবত শেয়ার ধারণের হালনাগাদ তথ্য প্রকাশ করেনি।
জানা গেছে, কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। সহযোগি একটি কোম্পানির পণ্য উৎপাদন করে কোনো রকমে টিকে রয়েছে। সমাপ্ত অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ০১ পয়সা লোকসান, দ্বিতীয় প্রান্তিকে ০১ পয়সা লোকসান এবং তৃতীয় প্রান্তিকে ০১ পয়সা লোকসান দিয়েছে কোম্পানিটি। তিন প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। তারপরও মতিঝিল পাড়ায় ডিভিডেন্ড ঘোষণার গুঞ্জন জোরেসোরে প্রচার হচ্ছে। যার কারণে কোম্পানিটির শেয়ারদর কেবল উড়ছেই উড়ছে।
উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন নিয়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১৪টি কোম্পানির উৎপাদন কার্যক্রম খতিয়ে দেখতে মাঠে নেমেছে। এরমধ্যে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজও রয়েছে।
৩১ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত শেয়ার ধারণের তথ্য প্রকাশ করেছে আলোচিত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড। আগের মাসে ৩১ মে, ২০২৩ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩৪.৯৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৪.৬২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৫০.৪১ শতাংশ।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার পরিবর্তন না হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারে কমেছে। এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১২.৩২ শতাংশে। পক্ষান্তরে, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৫০.৪১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫২.৭১ শতাংশে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাসে কোম্পানিটির শেয়ার ৪১ টাকার নিচে লেনদেন হয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ার ৫৩ টাকার ওপরে লেনদেন হচ্ছে।
কোম্পানিটি ইতেমধ্যে মুনাফা প্রকাশ করেছে এবং ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং শেয়ারপ্রতি মুনাফা প্রকাশ করেছে ৯৩ পয়সা।
অথচ কোম্পানিটি দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। কারণ এর প্রজেক্টের জমি সরকার অধিগ্রহণ করেছে। কোম্পানিটি অধিগ্রহণের জন্য নির্ধারিত অর্থও পেয়েছে। কিন্তু তা বিনিয়োগকারীদের জানায়নি।
আবার মুনাফা কোথা থেকে এসেছে, সেই বিষয়েও খোলাসা করেনি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের সাথে কোম্পানিটি রীতিমতো লুকোচুরি খেলছে বলছে বিনিয়োগকারীরা কোম্পানিটির বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। কোম্পানিটির জমি অধিগ্রহণ এবং উৎপাদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের দাবি করেছেন বিনিয়োগকারীরা।
|
ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির গোলটেবিল বৈঠক ।
Date: 13-11-2023
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতীয় উপদেষ্টা বোর্ড (এনএবি) এর যৌথ আয়োজনে ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট; ব্রিজিং দ্যা গ্যাপ (Impact Investment; Bridging the Gap) শির্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এনএবির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুর রেজার নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
রোববার (১২ নভেম্বর) বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পাশাপাশি জাতীয় ও বৈশ্বিক সংস্থার বিভিন্ন প্রতিনিধিগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্মশালায় ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের তাত্ত্বিক ও বৈশ্বিক কাঠামো এবং বাংলাদেশে তা বাস্তবায়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে এনএবির নির্বাহী কর্মকর্তা ফরহাদুর রেজা, বাংলাদেশে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এবং এটি নিয়ে কাজ করার জন্য যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণাগত নোট প্রদান করেন। এরপর তিনি অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব পরিচালনা করেন।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বাংলাদেশে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টকে জনপ্রিয় করতে বিএসইসির উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বিএসইসি কর্তৃক সাম্প্রতিক টেকসই বন্ডের কথা উল্লেখ করেন। তিনি বিএসইসি দ্বারা অনুসরণ করা ইএসজি অগ্রাধিকার ইস্যু সম্পর্কে কথা বলেন এবং তহবিল সংগ্রহের ক্ষেত্রে প্রকল্পগুলির স্থায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিএসইসির প্রচেষ্টা পুনর্ব্যক্ত করেন। তিনি ভবিষ্যতে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের জন্য বিএসইসি থেকে অব্যাহত সমর্থন নিশ্চিত করেন এবং এই বিষয়ে যৌথ সহযোগিতার আমন্ত্রণ জানান।
এনএবি ট্রাস্টের চেয়ারম্যান আরাস্তু খান, জিএসজির হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট ফাই ওয়েচায়াচাই, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম নেদারল্যান্ডের সামাজিক অর্থায়ন বিষয়ক ব্যবস্থাপক লরা ব্রাউনার এবং বিল্ড বাংলাদেশের নির্বাহী পরিচালক এরাদ কাওসার তাদের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সংক্রান্ত্র তাদের উপস্থাপনা তুলে ধরেন।
উপস্থাপকরা ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের জাতীয় কৌশল, দেশ ও বাংলাদেশের উদাহরণ সহ ইমপ্যাক্ট ইকোনমিক্সকে ত্বরান্বিত করা, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের জন্য ইন্সট্রুমেন্টস, ইমপ্যাক্ট মেজারিং অ্যান্ড রিপোর্টিং, বিএসইসির বাস্তবায়িত ও চলমান উদ্যোগ এবং এটিকে বাংলাদেশে জনপ্রিয় করে তোলার চ্যালেঞ্জ এবং উপায় নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারীরা বাংলাদেশে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টকে ব্যবহারকারী বান্ধব করার জন্য সমস্ত জড়িত পক্ষের সমন্বিত পদ্ধতির এবং নীতিগত সীমাবদ্ধতা দূর করার উপর জোর প্রদাণ করেন।
সমাপনী বক্তব্যে ড. শেখ শামসুদ্দিন আহমেদ সকলকে একত্রে মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের বিষয়ে বিএসইসির উদ্বেগ ও উদ্যোগের কথা উল্লেখ করেন এবং প্রকল্পটি নিয়ে কাজ করার জন্য বিএসইসির প্রতি আইএফসি এবং ইউএনডিপির সাম্প্রতিক যৌথ সহযোগিতার কথা উল্লেখ করেন।
|
মিডল্যান্ড ব্যাংকের আইপিওতে আবেদন শুরু আজ
Date: 16-02-2023
Source: sharebazarnews.com
Show Detais
পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা মিডল্যান্ড ব্যাংক লিমিটেডর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আজ (১৬ ফেব্রুয়ারি,২৩)। চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৯তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।
জানা গেছে, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ৭ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে।পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের করে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিওর ব্যয় নির্বাহ করবে।
কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকায়। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা।
|
ইসলামীসহ চার ব্যাংকের টাকা ধারের সুকুক বন্ডও ফুরিয়ে গেল
Date: 01-02-2023
Source: prothomalo.com
Show Detais
হাতে থাকা সব সুকুক বন্ড জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করেছে চার ইসলামি ধারার ব্যাংক। ফলে ব্যাংক চারটির কাছে নতুন করে টাকা ধার নেওয়ার মতো আর কোনো ইসলামি বন্ড নেই।
ব্যাংক চারটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিলাম কমিটি গতকাল মঙ্গলবার এই চারটিসহ মোট পাঁচটি ইসলামি ধারার ব্যাংককে ৪ হাজার ৭৬৫ কোটি টাকা ধার দেয়। অন্য ব্যাংকটি হলো সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকটির কাছে টাকা ধার করার মতো এখনো কিছু ইসলামি বন্ড হাতে রয়েছে।
জানা গেছে, ইসলামি ধারার ব্যাংকগুলোর তারল্যসংকট নিরসনে গত ৪ ডিসেম্বর বিশেষ ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার নাম ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি। এ সুবিধার আওতায় শুধু সুকুক বন্ড জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৪ দিন মেয়াদে তারল্য সহায়তা নেওয়া যায়।
তিন মাস মেয়াদি আমানতে সংশ্লিষ্ট ব্যাংকের যে মুনাফার হার, এ ক্ষেত্রেও একই মুনাফা দিতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের অকশন কমিটি তারল্য-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব থেকে ধারের টাকা মুনাফাসহ ফেরত নেয় বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের লিয়েনে রাখা বন্ড থেকে তা সমন্বয় করা হয়।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ট্রেজার বিভাগ সূত্র জানায়, গতকাল ইসলামী ব্যাংক দুই হাজার কোটি টাকার তারল্য–সুবিধা চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে। এতে মুনাফার হার ধরা হয় ৬ দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১ হাজার ৫০ কোটি টাকা ধার চেয়ে আবেদন করে। এতে মুনাফার হার ধরা হয় ৭ শতাংশ
একইভাবে ইউনিয়ন ব্যাংক ১২২ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক ৮২৫ কোটি টাকা ও সোশ্যাল ইসলামী ব্যাংক ৭৬৮ কোটি টাকা ধার নেয় কেন্দ্রীয় ব্যাংক থেকে। গতকালের পর সোশ্যাল ইসলামী ব্যাংক ছাড়া অন্য চারটি ব্যাংকের হাতে নতুন করে আর টাকা ধার করার মতো কোনো সুকুক বন্ড নেই।
টাকা ধার নেওয়া একাধিক ইসলামি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইসলামী ব্যাংকের সংকটের কারণে অন্য ইসলামি ধারার ব্যাংকগুলোও তারল্যসংকটে পড়ে গেছে। সময় গড়ালেও এ সংকট কাটছে না। এ জন্য আগে যে টাকা ধার নেওয়া হয়েছে, তার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আবার ধার নেওয়া হচ্ছে। শুধু বাড়তি মুনাফার অর্থ কেন্দ্রীয় ব্যাংককে পরিশোধ করতে হচ্ছে।
এদিকে গত নভেম্বর ও ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের চাহিদামতো বাধ্যতামূলক নগদ জমার (সিআরআর) অর্থ সংরক্ষণে ব্যর্থ হয়েছে উল্লেখিত পাঁচটি ইসলামি ধারা ব্যাংক। এ জন্য কোনো সুকুক বন্ড ছাড়াই বছরের শেষ দিনে বিরল ব্যবস্থায় এই পাঁচ ব্যাংককে এক দিনের জন্য টাকা ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক। যার মুনাফার হার ছিল ৮ দশমিক ৭৫ শতাংশ।
নতুন করে আবার টাকা ধারের বিষয়ে জানতে ব্যাংক পাঁচটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি।
২০১৭ সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংক ও এসআইবিএল থেকে নামে-বেনামে অনেক টাকা বের করে নেয় একটি পক্ষ। অন্য তিনটি ব্যাংকের আর্থিক পরিস্থিতিও খারাপ। মালিকানা পরিবর্তনের আগে ইসলামী ব্যাংকের ঋণ ও বিনিয়োগ বিবেচনায় সবচেয়ে বড় শাখা ছিল মতিঝিলের স্থানীয় শাখা। এখন সবচেয়ে বড় শাখা চট্টগ্রামের খাতুনগঞ্জ।
ঋণ অনিয়মের কারণে তারল্যসংকটে পড়া এসব ব্যাংক এখন উচ্চ সুদে আমানত সংগ্রহের প্রতি ঝুঁকছে। ৯ শতাংশ সুদেও টাকা ধার করছে। কেন্দ্রীয় ব্যাংক গত ডিসেম্বরের মাঝামাঝিতে এই ৫ ব্যাংকের ১০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ ও আদায়ের তথ্য সংগ্রহ করা শুরু করেছে। পাশাপাশি ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে।
|
আড়াই কোটি টাকার বেশি শাস্তির মুখে এসএস স্টিল
Date: 01-02-2023
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও এসএস স্টিলের পরিচালনা পর্ষদ আগের বছরের ন্যায় এবারও নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে প্রায় আড়াই কোটি টাকার বেশি কর প্রদান করতে হবে।
২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।
এই বিধান সত্ত্বেও গতকাল (৩১ জানুয়ারি) এসএস স্টিলের পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ ও সবার জন্য ৮% বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ২৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৫৬০ টাকার বোনাস শেয়ার দেবে। যেখানে মাত্র ৪ কোটি ৪৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।
বিধান অনুযায়ি, নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার ঘোষণা করায় এসএস স্টিলকে ২৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৫৬০ টাকার উপরে ১০ শতাংশ হারে ২ লাখ ৬২ লাখ ৯০ হাজার ৬৫৬ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।
বোনাস শেয়ারের বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এজন্য মুনাফা রেখে দিয়ে বোনাস শেয়ার দিতে হয়েছে।
|
পাট খাতে উত্থান
Date: 01-02-2023
Source: sharebiz.net
Show Detais
দেশের পুঁজিবাজারে সব সূচক কমার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। তবে গতকাল মঙ্গলবারে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল।
গতকাল মাত্র চার খাতের শেয়ারদর বেড়েছে। সূচকের পতনেও বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল পাট খাতের শেয়ারে। ফলে এ খাতের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এরপর দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিমা খাতের শেয়ার। দর বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ার। অপরদিকে ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল পাট খাতের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৩০ শতাংশ। এদিন খাতটিতে মোট তিনটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে একটির দর বেড়েছে এবং দুটি কোম্পানির শেয়ারদর কমেছে। এর পরের অবস্থানে থাকা বিমা খাতের শেয়ারদর বেড়েছে শূন্য দশমিক ৩০ শতাংশ। এদিন বিমা খাতে মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১১টির দর বেড়েছে, ৪০টির দর কমেছে ও বাকিগুলো অপরিবর্তিত ছিল। তৃতীয় স্থানে থাকা খাদ্য খাতের দর বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশ। খাদ্য খাতে লেনদেন হওয়া ২১টি কোম্পানির মধ্যে দুটির দর বেড়েছে এবং ১১টির দর কমেছে। এছাড়া টেলিকমিউনিকেশন, মিউচুয়াল ফান্ড, আর্থিক, প্রকৌশলী, ব্যাংক, সিরামিক এবং সিমেন্ট খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।
এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় ভ্রমণ খাতে শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে শেয়ারদর কমেছে ৩ দশমিক ২০ শতাংশ। এরপর স্থানে থাকা কাগজ ও মুদ্রণ খাতে ১ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর কমেছে। তৃতীয় স্থানে থাকা আইটি খাতে ১ দশমিক ২০ শতাংশ শেয়ারদর কমেছে।
অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৯০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিমা খাতে ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ভ্রমণ খাতে ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ২০ শতাংশ লেনদেন হয়েছে। ৮ দশমিক ৭০ শতাংশ লেনদেন হওয়া ওষুধ ও রসায়ন খাত রয়েছে চতুর্থ স্থানে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২২০ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৫৭৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার। এ হিসাবে ৬৩ কোটি ৬২ লাখ টাকার বা ১২ দশমিক ৪৯ শতাংশ লেনদেন কমেছে। ডিএসইতে ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৩১টির বা ৯ দশমিক ৪৮ শতাংশের, শেয়ারদর কমেছে ১৩৫টির বা ৪১ দশমিক ২৮ শতাংশের এবং ১৬১টির বা ৪৯ দশমিক ২৪ শতাংশের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫১৪ পয়েন্টে। সিএসইতে ১৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ৬৫টির এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
|
শেয়ারবাজারের উন্নতি করা গেলে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব: আইএমএফ
Date: 01-02-2023
Source: sharenews24.com
Show Detais
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে। বাংলাদেশের আর্থিক খাতের দুর্বলতা কমলে, নিয়ন্ত্রণব্যবস্থা উন্নত করা হলে ও শেয়ারবাজারের উন্নতি করা গেলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় অর্থায়ন করা সম্ভব হবে বলে জানান সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ।
আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।
তিনি বলেন, প্রবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি করতে কাঠামোগত সংস্কার প্রয়োজন। সে জন্য দরকার বাণিজ্য ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সহায়ক পরিবেশ তৈরি, মানবসম্পদ উন্নয়ন ও শাসনব্যবস্থার উন্নয়ন। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন করতে সরকারকে তার উচ্চাভিলাষী সংস্কার কার্যক্রমের গতি বাড়াতে হবে।
২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ হতে গেলে মানবসম্পদ ও অবকাঠামো খাতে আরও বিপুল বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও তা জরুরি। বাংলাদেশ সরকার এসব চ্যালেঞ্জ সম্পর্কে ওয়াকিবহাল এবং একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার প্রয়োজনীয়তা সম্পর্কেও বাংলাদেশ অবগত।
রাজস্ব খাতে সংস্কার করলে বাংলাদেশ সামাজিক খাত, উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় বৃদ্ধি করতে পারবে। তবে সে জন্য কর নীতি ও রাজস্ব প্রশাসন—উভয় খাতেই হাত দিতে হবে। রাজস্ব সংস্কার হলে সরকারি অর্থায়ন, বিনিয়োগ ও ঋণ ব্যবস্থাপনা উন্নত হবে। এতে সরকারের ব্যয় সক্ষমতা ও স্বচ্ছতা বাড়বে এবং শাসনব্যবস্থা উন্নত হবে বলে তিনি জানান।
৪৭০ কোটি ডলারের ঋণ পেতে ও চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার কয়েক মাস ধরেই সংস্কার কর্মসূচি পরিচালনা করছে। জানুয়ারি মাসে যখন আইএমএফের ডিএমডি বাংলাদেশ সফরে আসেন, তখন এসব সংস্কারে সন্তোষ প্রকাশ করেন তিনি। মৌলিক এসব সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিও তখন আইএমএফের ডিএমডি গুরুত্বারোপ করেন।
ঋণ আলোচনা চূড়ান্ত করতে ১৪ জানুয়ারি পাঁচ দিনের সফরে দেশে আসেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ। তখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন।
|
ডলার সংকটে ডিভিডেন্ড পাঠাতে পারছেনা বহুজাতিক কোম্পানিগুলো
Date: 01-02-2023
Source: sharenews24.com
Show Detais
বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানির সংখ্যা ১৩টি। এই কোম্পানিগুলোতে বেশিরভাগ মালিকনায়ই রয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। এর মধ্যে বেশকিছু কোম্পানি ডলার সংকটের কারণে ডিভিডেন্ড পাঠাতে বৈদেশিক মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে দেশে ব্যবসারত আরও অনেক বহুজাতিক কোম্পানিকেই।
জানা গেছে, তালিকাভুক্ত যেসব কোম্পানির ডলার সংকটের কারণে বিদেশে অর্থ পাঠাতে সমস্যায় পড়েছে তাদের মধ্যে রয়েছে বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড, রেকিট বেনকিজার (বিডি) লিমিটেড ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।
বহুজাতিক জুতা উৎপাদক বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে নয় মাসের আর্থিক প্রতিবেদন ও ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির সংরক্ষিত আয়ের ভিত্তিতে বিনিয়োগকারীদের জন্য ২৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ ক্যাশ, ম্যারিকো বাংলাদেশ ২০২১-২২ হিসাব বছরের ঘোষিত ২০০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড এবং ২০২২-২৩ হিসাব বছরের জন্য প্রথম দফায় ঘোষিত ৪৫০ শতাংশ ও দ্বিতীয় দফায় ঘোষিত ৩০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড, তামাক খাতের বহুজাতিক জায়ান্ট বিএটিবিসি গত বছরের ৩০ সেপ্টেম্বর সময়ে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড রেকিট বেনকিজার (বিডি) লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ হাজার ৬৫০ শতাংশ ক্যাশ এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেন।
এরই মধ্যে কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানিয়েছে, তারা ঘোষিত অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়ে দিয়েছে।
কিন্তু কোম্পানিগুলোর কর্মকর্তারা বলছেন, বাংলাদেশী বিনিয়োগকারীরা গত বছরের ডিসেম্বরে ডিভিডেন্ডে টাকা পেয়েছেন। তবে ডলার সংকটের কারণে তারা বিদেশী বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড পাঠাতে পারছেন না। সংকট কমে এলে কিংবা যখনই তারা প্রয়োজনীয় ডলারের ব্যবস্থা করতে পারলে তখন বিদেশীদের ডিভিডেন্ডের টাকা পাঠাবেন।
|
ডিএসইর খাম খেয়ালী তথ্যে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা!
Date: 01-02-2023
Source: sharenews24.com
Show Detais
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে একের এক ভুল তথ্য দিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হচ্ছে। ডিএসইর এমন খাম খেয়ালীপনা তথ্যের কারণে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে যায়। এতে করে অনেকেই লোকসানে শেয়ার বিক্রি করে দেয়। অর্থাৎ ডিএসইর এমন খাম খেয়ালীর কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে বিনিয়োগকারীরা।
সর্বশেষ গত ৩০ জানুয়ারি শতাধিক কোম্পানির বোর্ড সভা ছিল। যার তথ্য পরের দিন ৩১ জানুয়ারি ডিএসইর ওয়েভ সাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ২৮ পয়সা লোকসান দিয়েছে এমন তথ্য দেওয়া হয়। অথচ কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। অর্থাৎ আয়কে লোকসান হিসেবে দেখানো হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এতে করে বিনিয়োগকারীরা বিভ্রান্তিতে পরে।
পরবর্তীতে প্রায় দুই ঘণ্টা পর কোম্পানিটির এই তথ্য সংশোধন করে ডিএসই কর্তৃপক্ষ। এর আগেও এসিআই লিমিটেডের আর্থিক প্রতিবেদনের তথ্য ভুল উপস্থাপন করা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে।
ইস্টার্ন ক্যাবলস থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট অপারেশন ডিপার্টমেন্টে সঠিক তথ্য দেওয়া হয়েছে। তবে মার্কেট অপারেশন ডিপার্টমেন্ট থেকে ইচ্ছাকৃতভাবেই ভুল তথ্য দেওয়া হয়েছে। মার্কেট অপারেশন বিভাগ কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি করা চক্রের ইন্ধনেই এ ভুল তথ্য প্রকাশ করেছে বলে অভিযোগ উঠেছে করছে বিনিয়োগকারী ও শেয়ারবাজার সংশ্লিষ্টরা।
|
কনফিডেন্স সিমেন্টের স্টক ডিভিডেন্ডে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা!
Date: 30-01-2023
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। কোম্পানিটির এই ডিভিডেন্ড ঘোষণার পর এজিএমে পাসও করা হয়েছে। এজিএমে পাস করার পর বাজারে কোম্পানিটির শেয়ারদর সমন্বয় করা হয়েছে। কিন্তু আইন লঙ্গন হওয়ায় কোম্পানিটির ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড বিওতে পাঠানোর ছারপত্র দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে করে শেয়ারদর আরও কমে গেলে ক্ষতিগ্রস্থ হবে বিনিয়োগকারীরা।
ডিএসই বলছে, কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার না থাকায় শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে শেয়ার জমা করার আবেদন গ্রহণ করা হয়নি। কারণ উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার না থাকলে ২০১৯ সালের ২১ মে এবং ২০২১ সালের ১৪ জানুয়ারির দুই নির্দেশনার কারণে কোনো কোম্পানি স্টক শেয়ার ইস্যু করেও মূলধন বাড়াতে পারবে না।
কিন্তু গত অক্টোবর থেকে কনফিডেন্স সিমেন্টের উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ ২৬ দশমিক ৩১ শতাংশ। এ কারণে স্টক এক্সচেঞ্জ স্টক শেয়ার ইস্যুর অনুমোদনে ছাড়পত্র দেয়নি।
ডিএসই স্টক শেয়ার ইস্যুর অনুমোদন না দিলেও গত ৫ ডিসেম্বরের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর কনফিডেন্স সিমেন্টের শেয়ারদর ৫ শতাংশ স্টক শেয়ারের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এ কারণে শেয়ারটির দর সাড়ে ৯৩ টাকা থেকে কমে ৮৯ টাকায় নামে। এখন স্টক শেয়ার না পেলে ক্ষতিগ্রস্ত হবেন শেয়ারহোল্ডাররা। বিএসইসির নির্দেশনা লঙ্ঘন করে গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ ক্যাশের পাশাপাশি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করে পর্ষদ। এ সুপারিশের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে তা পাসও হয়।
এজিএম শেষে গত ১২ জানুয়ারি ডিএসইর কাছে স্টক শেয়ার শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে পাঠাতে ছাড়পত্র পেতে আবেদন করেন কনফিডেন্স সিমেন্ট। তবে বিএসইসির নির্দেশনা লঙ্ঘন হওয়ায় গত ২৪ জানুয়ারি কোম্পানিটিকে বোনাস শেয়ার ইস্যুর বিষয়ে ছাড়পত্র প্রদানে অপারগতা জানিয়ে ফিরতি চিঠি দেয় ডিএসই।
গত বছরের অক্টোবর পর্যন্ত কনফিডেন্স সিমেন্টের উদ্যোক্তা-পরিচালকদের মোট শেয়ার ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ ছিল। সাবেক উদ্যোক্তা-পরিচালক শাহ মোহাম্মদ হাসান গত বছরের ফেব্রুয়ারিতে মুত্যুর পর পর্ষদ থেকে তাঁকে বাদ দেওয়ায় এর পরিমাণ কমে ২৬ দশমিক ৩১ শতাংশে নামে। শাহ মোহাম্মদ হাসানের শেয়ার ছিল ৩ দশমিক ৭২ শতাংশ। কথা ছিল শাহ মোহাম্মদ হাসানের উত্তরাধিকারীদের একজন সব শেয়ার নিয়ে পরিচালক হবেন। প্রক্রিয়াটি শেষ করতে তাঁরা দেরি করায় এ সমস্যা হয়েছে।
প্রয়াত শাহ মোহাম্মদ হাসানের ২৯ লাখ ১২ হাজার ৫৮৭টি শেয়ার তাঁর উত্তরসূরি স্ত্রী, ছেলে ও মেয়ে পেয়েছেন। এখন তাঁর স্ত্রী এবং মেয়ে তাঁদের ভাগে পাওয়া সব শেয়ার ছেলের নামে হস্তান্তর করছেন। ওই ছেলেকে কনফিডেন্স সিমেন্ট পরিচালক পদে নিয়ে আসতে চাচ্ছে। এ জন্য ৩০ জানুয়ারি পর্ষদ সভা আহ্বান করেছে।
|
এগারো ব্যাংকের বিরুদ্ধে আগ্রাসী ঋণের অভিযোগ
Date: 30-01-2023
Source: sharenews24.com
Show Detais
এগারো ব্যাংকের বিরুদ্ধে আগ্রাসী ঋণের অভিযোগ ওঠেছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমা লঙ্ঘন করে আগ্রাসীভাবে ঋণ দিয়েছে। এর মধ্যে ৬টি শরিয়াহভিত্তিক এবং ৫টি প্রচলিত ধারার ব্যাংক।
জানা গেছে, শরিয়াহ ব্যাংকের অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) বা ঋণ-আমানত অনুপাতসীমা ৯২ শতাংশ। তবে এই ধারার ব্যাংক হিসাবে ১০৩ দশমিক ৪৫ শতাংশ ঋণ বিতরণ করে রেকর্ড গড়েছে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক। ব্যাংকটি সীমার চেয়ে ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি ঋণ দিয়েছে, যা আমানতকারীদের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। তবে প্রচলতি ধারার ব্যাংকের এডিআর সীমা ৮৭ শতাংশের স্থলে ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) ঋণ বিতরণ করেছে ৯৫ দশমিক ৬৬ শতাংশ।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ডিসেম্বরভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
প্রতিবেদন থেকে জানা যায়, ইসলামি শরিয়াহ পরিচালিত এক্সিম ব্যাংকের ডিসেম্বরে এডিআর ৯৬ দশমিক ৫৩ শতাংশ। একই মাসে স্ট্যান্ডার্ড ব্যাংকের এডিআর ৯৩ দশমিক ৭১ শতাংশ। এ সময় একই ধারার আরও তিনটি ব্যাংকের এডিআর যথাক্রমে ৯৯ দশমিক ৯৭ শতাংশ, ৯৯ দশমিক ৬৪ শতাংশ ও ৯৩ দশমিক ৯৩ শতাংশ।
আগ্রাসী ঋণের বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘আমানতের বিপরীতে সীমার বাইরে ঋণ দিলে ঋণ শৃঙ্খলা বিঘ্নিত হয়। এছাড়া ব্যাংকের ঋণ আদায়ের চিত্রও এখন খুব একটা সন্তোষজনক নয়। এমন অবস্থায় অতিরিক্ত ঋণ দিয়ে যদি খেলাপি ঋণ আরও বেড়ে যায়, তাহলে ব্যাংকের পাশাপাশি আমানতকারীরাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যথাযথ হস্তক্ষেপ দরকার।’
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও দেখা যায়, প্রচলিত ধারার ব্যাংকের ঋণ-আমানত অনুপাত ৮৭ শতাংশ নির্ধারিত থাকলেও গত ডিসেম্বরে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) ঋণ বিতরণ করেছে ৯৫ দশমিক ৬৬ শতাংশ। এটি এডিআর সীমার সুস্পষ্ট লঙ্ঘন, যা প্রচলিত সব ব্যাংকের মধ্যে সর্বোচ্চ। এর পরই রয়েছে অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক লিমিটেড। ডিসেম্বরে ব্যাংকটির এডিআর ৮৮ দশমিক ৫৮ শতাংশ। একইভাবে
আইএফআইসি ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৪৭ শতাংশে। তবে প্রচলিত ধারার বাংলাদেশ কমার্স ব্যাংকের এডিআর রেশিও ঠিক রাখতে পারলেও ইসলামি উইন্ডোতে নিয়ম ভঙ্গ করে ব্যাংকটি ঋণ বিতরণ করেছে ৯৩ দশমিক ৯৬ শতাংশ।
এছাড়া আরও একটি বেসরকারি ব্যাংক প্রচলিত এবং ইসলামি উইন্ডো-উভয় ক্ষেত্রে এডিআরসীমা অতিক্রম করেছে, যা যথাক্রমে ৯২ দশমিক ২৬ শতাংশ এবং ৯৭ দশমিক ৫৬ শতাংশ।
ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোকে নির্ধারিত সীমায় ঋণ বা বিনিয়োগ নিশ্চিত করতে টানা পাঁচবার এডিআর সমন্বয়ের সময়সীমা বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপরও অনেক ব্যাংক এটি সমন্বয় করতে পারেনি। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহে গতি এবং তারল্য পরিস্থিতির উন্নয়নে এডিআর ২ শতাংশ বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপরও সীমা লঙ্ঘন করেছে এসব ব্যাংক।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ ব্যাংকের এডিআরসীমা নিঃসন্দেহে অনেক হিসাবনিকাশ করে দিয়েছে এবং তা যথেষ্ট বৈশ্বিক মানের। সেই সীমা অতিক্রম করা ঠিক নয়। এতে ব্যাংক খাতে ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে আমানতকারীরা বেশি ঝুঁকিতে পড়বেন।
তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আমানতের বিপরীতে কত টাকা ঋণ দিতে পারবে, এর একটি সীমা নির্ধারণ করে দেওয়া আছে। তবে ব্যাংকগুলোর এ অনুপাত বিভিন্ন সময় ওঠানামা করে। কারণ, কোনো ব্যাংকের যদি বড় একটি আমানত আসে, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা বাড়ে।
যদি গ্রাহক আমানত তুলে নেয় তখন ঋণ দেওয়ার সক্ষমতা কমে। তখন ব্যাংক তার এডিআরসীমার বাইরে চলে যায়। এটা সাময়িকও হতে পারে। তবে দীর্ঘদিন ধরে কোনো ব্যাংক এডিআরসীমার বাইরে থাকলে সেই ব্যাংককে অবশ্যই চিঠি দিয়ে সতর্ক করা হবে। অস্বাভাবিক কিছু ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।
|
মেঘনা সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
Date: 30-01-2023
Source: sharebazarnews.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৫০ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৯২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৩৫ পয়সা।
|
স্টক বিওতে পাঠিয়েছে জিপিএইচ ইস্পাত
Date: 11-01-2023
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড ডিভিডেন্ডের স্টক শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের স্টক শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
প্রসঙ্গত, ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে জিপিএইচ ইস্পাত ১১ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫.৫০ শতাংশ স্টক।
|
ঝুঁকিপূর্ণ কোম্পানিতে জিএসপি ফাইন্যান্সের বিনিয়োগ : ফেরত অনিশ্চিত
Date: 08-01-2023
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স থেকে ধ্বংসের পথে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ও ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে বিনিয়োগ করা ১৫ কোটি ২৩ লাখ টাকা ফেরত পাওয়া নিয়ে ঝুঁকি তৈরী হয়েছে। এছাড়াও কোম্পানিটির আয়কর নিয়ে জটিলতা রয়েছে।
কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক হিসাব নিয়ে এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, জিএসপি ফাইন্যান্স থেকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে ১৩ কোটি ৮৭ লাখ টাকা ও ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১ কোটি ৩৬ টাকা টার্ম ডিপোজিট রিসিপ্ট (টিডিআর) করেছে। যা কোম্পানিটির সমন্বিত মোট সম্পদের ১.৫৫% এবং আর্থিক অবস্থার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ঝুঁকিপূর্ণ ওই দুই কোম্পানি থেকে চলতি বছরে কোন সুদ পায়নি জিএসপি ফাইন্যান্স। যা কোম্পানির আর্থিক অবস্থার যথেষ্ট ঝুঁকি তৈরী করেছে।
জিএসপি ফাইন্যান্সের সাবসিডিয়ারি জিএসপি ইনভেস্টমেন্ট মার্জিন ঋণ নিয়ে ঝুঁকিতে রয়েছে বলে নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এসেছে। সাবসিডিয়ারি এই কোম্পানিটির ৩৩৬ কোটি ২৮ লাখ টাকার মার্জিন ঋণ রয়েছে। যার বিপরীতে ৪৪ কোটি ১১ লাখ টাকার সঞ্চিতি গঠন করেছে। অর্থাৎ ওই সঞ্চিতির কারনে আর্থিক হিসাবে লোকসান তৈরী করেছে।
নিরীক্ষক জানিয়েছেন, জিএসপি ফাইন্যান্সে আয়কর সঞ্চিতি হিসাবে ৭ কোটি ৪০ লাখ টাকার দায় রয়েছে। কিন্তু এর বিপরীতে মাত্র অগ্রিম আয়কর আছে ১৪ লাখ টাকা। এর অর্থ কোম্পানি কর্তৃপক্ষ আয়কর পরিশোধ বা সমন্বয় না করার কারনে প্রতিবছর এ সংক্রান্ত দায় বাড়ছে।
উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জিএসপি ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬৮ কোটি ৮৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৪.৪৯ শতাংশ। কোম্পানিটির শনিবার (০৭ জানুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ৩০.৩০ টাকায়।
|
শেয়ারপ্রতি দায় ছাড়িয়েছে ১৫৭ টাকা!
Date: 08-01-2023
Source: sharebusiness24.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে আরো বেড়ে ১৫৭ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময় শেষে এ দায় ছিল ১৫২ টাকা ৬৪ পয়সায়। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, সদ্যসমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ৬০ কোটি ৬৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ১৬৮ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাব এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট লোকসান কমেছে ১০৮ কোটি ৮ লাখ টাকা বা ৬৪ দশমিক শূন্য ৬ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৫২ পয়সা।
সদ্যসমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে লোকসান কমার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে তাদের সুদ বাবদ আয় ৫ কোটি ৭৬ লাখ টাকা কমলেও সুদ বাবদ ব্যয় কমেছে ১২৮ কোটি ৬০ লাখ টাকা। এর পাশাপাশি আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন ব্যয় কমেছে ২ কোটি ৪০ লাখ টাকা। এসব কারণে গত বছরের তিন প্রান্তিকে তাদের লোকসান অনেক কমে এসেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে লোকসানের কারণে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ইন্টারন্যাশনাল লিজিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২০৫ কোটি ৪৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৬৯৪ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত লোকসান কমেছে ৪৮৮ কোটি ৭৮ লাখ টাকা বা ৭০ দশমিক ৪১ শতাংশ। ২০২১ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৩১ টাকা ৩০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১৫৪ টাকায়। আগের হিসাব বছর শেষে এ দায় ছিল ১৪৪ টাকা ৯৩ পয়সায়।
সর্বশেষ ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ইন্টারন্যাশনাল লিজিং। ২০১৭ হিসাব বছরে ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি।
|
দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা
Date: 08-01-2023
Source: orthosongbad.com
Show Detais
সপ্তাহের প্রথম কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য পতনে চলছে লেনদেন। তবে লেনদেন শুরুর দেড় ঘণ্টায় টাকার অংশে লেনদেন ছাড়িয়েছে ১০০ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (০৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ২৬ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৩ ও ২১৯২ পয়েন্টে।
এসময় ডিএসইতে ১০২ কোটি ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ারের।
|
মঙ্গলবার স্পট মার্কেট যাচ্ছে সমতা লেদার
Date: 12-12-2022
Source: orthosongbad.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৪ ডিসেম্বর, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার।
কোম্পানিটির রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
|
বিক্রেতার অভাব দুই কোম্পানিতে
Date: 12-12-2022
Source: businesshour24.com
Show Detais
ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারে। সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : মনোস্পুল পেপার এবং সোনালী আঁশ।
জানা গেছে, মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ২৮৬.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৯৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১২ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২৫.১০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
রবিবার সোনালী আঁশের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭১.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১৩.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪১.২০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।
|
১ ঘণ্টায় লেনদেন ১৭২ কোটি টাকার
Date: 12-12-2022
Source: sunbd24.com
Show Detais
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, দর কমেছে ১৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭২ কোটি ৩০ লাখ ১৪ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৯৭পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২টির, দর কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ লাখ ১৩ হাজার টাকা।
|
পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বেড়েছে
Date: 12-12-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৭৭ দফা বাড়ানো হলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে আগামীকাল ১৩ ডিসেম্বর থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
সর্বশেষ ৭৬ দফায় ২৩ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।
প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।
|
এসএমই কোম্পানিগুলো শেয়ার দরে তলানিতে থাকলেও লভ্যাংশে পিছিয়ে নেই
Date: 11-12-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে মূল মার্কেটের কোম্পানিগুলোর সঙ্গে সমানতালে লভ্যাংশ ঘোষণা করেছে ক্ষুদ্র ও মাঝারি আকারের (এসএমই) কোম্পানি। তবে এসব কোম্পানির শেয়ার দর তূলনামূলক তলানিতে রয়েছে। যাতে মূল মার্কেটের থেকে প্রকৃত এসএমই মার্কেটের কোম্পানিগুলো থেকে প্রকৃত লভ্যাংশ প্রাপ্তি হবে বেশি।
ভালো লভ্যাংশের পরেও এসএমইর শেয়ার দর তলানির পেছনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ঘনঘন নিয়ম-নীতি পরিবর্তন কারন হিসেবে রয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য শেয়ারবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় বিনিয়োগ নামিয়ে আনে বিএসইসি। অর্থাৎ ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচ্য হবে। এতে করে এসএমই মার্কেটে ইতিবাচক প্রভাব পড়তেই বিএসইসি তার অবস্থান থেকে আবার সড়ে আসে। যার ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর কোয়ালিফাইড ইনভেস্টরের বিনিয়োগ সীমা ২০ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে।
তবে মূল মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে কোন সীমা নেই। যে কারনে মূল মার্কেট ও এসএমইর মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে উচ্চ-আদালত বিনিয়োগ সীমার শর্ত স্থগিত করেছে। গত ১৬ নভেম্বর বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। আগামী তিন মাসের জন্য সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগে বিএসইসির বেঁধে শর্ত স্থগিত থাকবে। গত ১৩ নভেম্বর থেকে এটি কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। কিন্তু উচ্চ-আদালতের এই নির্দেশনার পরেও ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীরা এসএমইর শেয়ার কিনতে পারছেন না।
দেখা গেছে, এসএমই মার্কেটের ১৫টি কোম্পানির মধ্যে এখন পর্যন্ত ১৩টির ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। যে কোম্পানিগুলো থেকে গড় ৮.৮৮ শতাংশ হারে ২৯ কোটি ১১ লাখ টাকার নগদ লভ্যাংশ ও ৩৯ লাখ টাকার ৬৯ হাজার টাকার ৩ লাখ ৯৬ হাজার ৯০০টি বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে।
এসএমইর কোম্পানিগুলোর এমন লভ্যাংশের পরেও শেয়ার দর তলানিতে। যার পেছনে প্রধান কারন হিসেবে রয়েছে বিনিয়োগ সীমা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার ঘনঘন নিয়ম পরিবর্তন।
অথচ ভালো কিছুর জন্য বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষিতে ২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় এমন স্বল্প মূলধনী কোম্পানির জন্য উভয় স্টক এক্সচেঞ্জে ‘স্মল ক্যাপিটাল প্লাটফর্ম’নামে আলাদা বাজার গঠনের সিদ্ধান্ত নেয় বিএসইসি। এর প্রেক্ষিতে স্বল্প মূলধনের কোম্পনির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিজ) রুলস-২০১৬ প্রনয়ন করে। তবে ২০১৮ সালে এর কিছু বিধির সংশোধন আনার সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর ২০১৯ সালের ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল ক্যাপ মার্কেট (এসএমই) প্লাটফর্ম উদ্বোধন করে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসএমই প্লাটফর্ম উদ্বোধনের আড়াই বছর পর গত বছরের সেপ্টেম্বরে শেয়ারবাজারে এসএমই প্রতিষ্ঠানের লেনদেন শুরু হয়।
প্রাথমিকভাবে ৬টি কোম্পানি নিয়ে শুরু হয় ডিএসইর এসএমই প্লাটফর্মের লেনদেন। এই ছয় কোম্পানি হল- বেঙ্গল বিস্কিুট, ওয়ান্ডারল্যান্ড টয়, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফাইন্যান্সিং মিলস, মাস্টার ফিড এগ্রো, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং হিমাদ্রী লিমিটেড। এরপরে আরও ৯টি কোম্পানির এসএমইতে লেনদেন শুরু হয়েছে।
|
ফরচুনের বোনাস লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি
Date: 11-12-2022
Source: sunbd24.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে।
কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২১ ডিসেম্বর।
|
এমবি ফার্মা সোমবার লেনদেন বন্ধ
Date: 11-12-2022
Source: sunbd24.com
Show Detais
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সোমবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার কোম্পানিটির নগদ লভ্যাংশ দেওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। মঙ্গলবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
|
সোমবার স্পট মার্কেটে যাচ্ছে এমারেল্ড অয়েল
Date: 11-12-2022
Source: sunbd24.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড সোমবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার কোম্পানিটির বিশেষ সাধারণ সভা ( ইজিএম) লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ১২ থেকে ১৪ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
|
বিক্রেতা উধাও ৩ কোম্পানির
Date: 11-12-2022
Source: sharenews24.com
Show Detais
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার দিনের মধ্যভাগে বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টি হলো: ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ এবং ওরিয়ন ইনফিউশন।
ইন্ট্রাকো সিএনজি: আগেরদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ টাকা। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
সোনালী আঁশ: আগেরদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩৪ টাকা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭১ টাকা ৯০ পয়সা। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ৯০ পয়সা বা ৮.৮৩ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
ওরিয়ন ইনফিউশন: আগেরদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০৪ টাকা ৩০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৫৭ টাকা ১০ পয়সা। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৫২ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
|
অর্থনেতিক লক্ষ্য অর্জনে শেয়ারবাজার ছাড়া কোনো গতি নেই: সিএসইর চেয়ারম্যান
Date: 06-12-2022
Source: sharenews24.com
Show Detais
দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংক সঠিক জায়গা নয়। তাই ভবিষ্যৎ অর্থনেতিক লক্ষ্য অর্জনে শেয়ারবাজার ছাড়া কোনো গতি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।
সোমবার (৫ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশের শেয়ারবাজারের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি আরও বলেন, দেশের শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি, ডিএসই, সিএসই ও বাংলাদেশ ব্যাংকসহ সবাই একসঙ্গে কাজ করছি। বর্তমানে আমরা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। অর্থনৈতিক পরিস্থিতি একটি দেশের প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ইআরএফের সভাপতি শারমিন রিনভীর সভাপতিত্ব সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান ইউনুস রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি আজম যে চৌধুরী এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান।
ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরএফ সদস্য ও মোফাজ্জল হক।
|
যে ধাক্কা লাগার কথা ছিলো, তার থেকে কম লেগেছে
Date: 06-12-2022
Source: businesshour24.com
Show Detais
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম বলেন, যুদ্ধের কারনে যে ধাক্কা আমাদের লাগার কথা ছিলো, তার থেকে কম লেগেছে। সরাপৃথিবীতে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা ৮০-৯০ শতাংশ। আমাদের দেশে ঠিক উল্টো। যেখানে ৮০ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী, সেখানে আমাদেরকে প্রটেকশনের ব্যবস্থা নিতেই হবে। সে কারণে আমরা ফ্লোর প্রাইস দিয়ে সাময়িক একটা ব্যবস্থা নিয়েছি। এটা স্থায়ী কোনো ব্যবস্থা না।
সোমবার (০৫ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইআরএফের সভাপতি শারমিন রিনভীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুস রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি আজম যে চৌধুরী এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস এসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতি মো.মনিরুজ্জামান।
অধ্যাপক শিবলী বলেন, আমাদের নিজেদের যদি কমোডিটি এক্সচেঞ্জ হয়ে যায়, তখন আপনারা এখানে বসেই দেখতে পারবেন ঘানায় আজকে চালের দাম কতো বা আমাদের গার্মেন্টস পণ্য কোন দেশ কতো দামে নিতে চায়। আমরা এখানে বসেই সারা পৃথিবীর বাজার এবং নিজেদের বাজার দেখতে পারবো। তখন আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিংয়ের সুযোগ থাকবে না।
বিএসইসির চেয়ারমান বলেন, আমাদের দেশের প্রধান সমস্যা কর্মসংস্থান। ভালো লোককে, ভালো বেতন দিয়ে ভালো কর্ম ঠিক করে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করছিলাম। ঠিক সে সময় এমন একজায়গায় যুদ্ধ বেঁধে গেলো, সারাবিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়লো। পৃথিবীর দ্বিতীয় বৃদ্ধি গ্যাস, জ্বালানি তেল হোল্ড করে এমন দেশ যুদ্ধে গেছে। যেখান থেকে বেসিক ফুডগুলো বিভিন্ন দেশে যায়, সেই দেশ যুদ্ধে জড়িয়ে গেলো। তার সঙ্গে ইউরোপের অন্যান্য দেশে প্রভাব পড়তে শুরু করলো।
তিনি বলেন, জ্বালানির ওপর যখন প্রভাব পড়ে, তখন সারা পৃথিবীর অর্থনীতিতে প্রভাব পড়ে। যুদ্ধ শুরুর পর যে ধাক্কা আসলো তাতে আমাদের সবকিছুতে অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হলো। যেখানে আমাদের বিদ্যুতের সারপ্লাস, সেখানে লোডশেডিংয়ের ধাক্কা আসলো। যে দেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেই দেশে আমাদেরকে সরকারিভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, এতো বড় ঘটনা পৃথিবীতে ঘটে গেছে, যা আমাদের কোনো রকমের বিচার-বিশ্লেষণ, ক্ষমতা বা আমাদের কোনো রকম কিছু করার বাহিরে। এই ধাক্কায় তিনটা প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। চার-পাঁচটা দেশের লিডারশিপ পরিবর্তন হয়ে যাচ্ছে। সে রকম পরিস্থিতিতে আমরা পড়িনি।
সেমিনারে শেয়ারবাজারের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান। তিনি বলেন, আমাদের বাজারে জেনে-বুঝে বিনিয়োগ করা বিনিয়োগকারীর সংখ্যা কম। আমরা মোটামুটিভাবে মানুষের কথা শুনে বিনিয়োগ করি। এটা আমাদের বড় চ্যালেঞ্জ। এছাড়া এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং দক্ষ জনবলের সংখ্যা কম।
তিনি বলেন, আমাদের বাজারে অপর্যাপ্ত পলিসি সাপোর্ট। ব্যাংকের ৬-৯ যে সুদের হার আছে। এর অর্থ হলো আমি ব্যাংক থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবো। কিন্তু বড় কোম্পানিগুলো ব্যাংকের কাছে গেলে ৮ শতাংশ সুদেও ঋণ দেবে। তখন কি তারা পুঁজিবাজারে যাবে। পুঁজিবাজারে আসলে তাকে এর থেকে বেশি হার লভ্যাংশ লভ্যাংশ দিতে হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আমাদের দেশের অর্থনৈতিক সাইজ অনুযায়ী কমোডিটি এক্সচেঞ্জ নেই। খুব তাড়াতাড়ি আমরা ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হবো। আমরা ইতোমধ্যে রুলস করে বিএসইসির কাছে পাঠিয়েছি। বিএসইসি অনুমোদন দিলে আমরা আশা করছি শিগগির কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে পারবো।
|
সোমবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
Date: 06-12-2022
Source: sharenews24.com
Show Detais
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার। আজ কোম্পানিটির ২০ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকার।
আমরা নেটওয়ার্কের ১৮ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এডিএন টেলিকম এবং অগ্নি সিস্টেমস।
|
পদ্মা অয়েলের এজিএমের তারিখ পরিবর্তন
Date: 05-12-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ জানুয়ারির পরিবর্তে ০১ জানুয়ারি ২০২২ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভার অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
|
নাভানা ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন
Date: 05-12-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মা লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মুন্নু অ্যাগ্রোর দীর্ঘ মেয়াদে “এএ” এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির, ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
|
পতনেও বিনিয়োগকারীদের আগ্রহ তিন খাতে
Date: 05-12-2022
Source: sharebiz.net
Show Detais
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সব সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনেও বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল তিন খাতের শেয়ারে। এর ফলে আলোচিত খাতগুলোয় শেয়ারদর সামান্য বেড়েছে। এদিন সামান্য বৃদ্ধির মধ্যে দর বেশি বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারে। এরপর শেয়ারদর বেশি বেড়েছে আর্থিক খাতের শেয়ারে। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের শেয়ার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা খাদ্য খাতের শেয়ারদর বেড়েছে দশমিক ৩০ শতাংশ। এদিন খাতটিতে মোট ২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৩টির শেয়ারের দাম বেড়েছে এবং ৩টির দাম কমেছে। দ্বিতীয় স্থানে থাকা আর্থিক খাতের শেয়ারদর গতকাল বেড়েছে দশমিক ২০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ২টি কোম্পানির শেয়ারের এবং বাকি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল শেয়ারদর বৃদ্ধি দিক থেকে তৃতীয় স্থানে থাকা জ্বালানি খাতের শেয়ারদর দশমিক ১০ শতাংশ বেড়েছে। আলোচিত খাতটিতে গতকাল মোট ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। খাতটিতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৩টির দাম বেড়েছে এবং ৪টির দর কমেছে। এছাড়া গতকাল সিমেন্ট, প্রকৌশল, টেলিকমিউনিকেশন, ব্যাংক, বস্ত্র ও মিউচুয়াল ফান্ড খাতে শেয়ারদর বৃদ্ধির ও কমার কোনো পরিবর্তন হয়নি।
এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ারদর বেশি কমেছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে গতকাল শেয়ারদর কমেছে ৪ দশমিক ৪০ শতাংশ। এরপর বেশি কমেছে ভ্রমণ খাতের কোম্পানির শেয়ারে। এদিন ভ্রমণ খাতে শেয়ার দর কমেছে ২ দশমিক ৬০ শতাংশ। ২ দশমিক ১০ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে ছিল পাট খাত। চতুর্থ স্থানে থাকা সেবা ও আবাসন খাতের শেয়ারদর কমেছে ২ শতাংশ।
অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৮০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে। ৯ দশমিক ৭০ শতাংশ লেনদেন হওয়া জীবন বিমা খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা খাদ্য খাতে ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৪ দশমিক ৫৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৩ দশমিক ৬০ পয়েন্টে এবং দুই হাজার ২০৭ দশমিক ১ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৩১৩ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালের লেনদেন ৪২০ দিন বা এক বছর ৭ মাস ২৯ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগের ডিএসইতে ২০২১ সালের ৫ এপ্রিল কম লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২৩৬ কোটি টাকার। ডিএসইতে গতকাল ৩০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ২২টির বা ৭ দশমিক ৩৩ শতাংশের, শেয়ারদর কমেছে ৬৪টির বা ২১ দশমিক ৩৩ শতাংশের এবং ২১৪টির বা ৭১ দশমিক ৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৬৬ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৩ দশমিক ৯৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টির দর বেড়েছে, কমেছে ৩৫টির আর ৮২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
|
পাঁচ কোম্পানির মুনাফার শতভাগ রেখে দেওয়ার সিদ্ধান্ত
Date: 05-12-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিগুলোকে শাস্তির আওতায় পড়তে হবে। যে কোম্পানিগুলোর ২৭ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের মাঝে ১ টাকাও বিতরন করা হবে না।
কোম্পানিগুলো হচ্ছে- সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস, দেশ গার্মেন্টস, ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং ও বেঙ্গল বিস্কুট। এরমধ্যে বেঙ্গল বিস্কুট এসএমই মার্কেটে তালিকাভুক্ত, বাকিগুলো মূল মার্কেটের।
এছাড়া বিতর্কিত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ লোকসান সত্ত্বেও শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছিল। তবে বর্তমান কমিশন সম্প্রতি তা বাতিল করে দিয়েছে।
২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।
এই বিধান সত্ত্বেও গত ১ জুলাই থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সময়ে ৫ কোম্পানি পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের শুধুমাত্র বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ১ কোটি ৭০ লাখ ৯৭ হাজার ৩৮৯টি বোনাস শেয়ার দেবে। এতে করে কোম্পানিগুলোর ১৭ কোটি ০৯ লাখ ৭৩ হাজার ৮৯০ টাকার পরিশোধিত মূলধন বাড়বে।
বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় কোম্পানিগুলোকে ১৭ কোটি ০৯ লাখ ৭৩ হাজার ৮৯০ টাকার উপরে ১০ শতাংশ হারে ১ কোটি ৭০ লাখ ৯৭ হাজার ৩৮৯ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।
এদিকে বোনাস শেয়ারের ক্ষেত্রে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও কঠোর অবস্থানে। বিএসইসির নির্দেশনা অনুযায়ি, তালিকাভুক্ত কোম্পানিগুলো বিএমআরই (ব্যালেন্সিং, মডার্ণাইজেশন, রিহেবিলিটেশন ও এক্সপানশন), নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ও পূণ:বিনিয়োগের জন্য বোনাস শেয়ার ইস্যু করতে পারবে। এছাড়া বোনাস শেয়ার ইস্যুর আগে বিএসইসির অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।
এছাড়া উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার উচ্চ দরে বেঁচার জন্য প্রান্তিক হিসাবগুলোতে কৃত্রিম মুনাফা দেখানো বে লিজিংয়ের পর্ষদ শুধুমাত্র ৫% বোনাস শেয়ার ঘোষণা করেছিল। কোম্পানিটির ১৩ কোটি ৯৫ লাখ টাকার লোকসান সত্ত্বেও এই বোনাস ঘোষণা করেছিল। যা কমিশন বাতিল করে দিয়েছে।
শুধু বোনাস ঘোষণার বিষয়ে জেএমআই সিরিঞ্জের সচিব মুহাম্মদ তারেক হোসাইন খান বিজনেস আওয়ারকে বলেন, সর্বনিম্ন ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধনের শর্ত পরিপালনের জন্য এ বছর কোম্পানির পর্ষদ পুরোটাই বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। এই শর্ত পরিপালন করতে গিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ি অতিরিক্ত কর দিতে হবে।
একই বিষয়ে সোনালি আঁশের সচিব হাবিবুর রহমান খান বিজনেস আওয়ারকে বলেন, সর্বনিম্ন ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধনের শর্ত পরিপালনের বাধ্যবাধকতা আছে। সে কারনে এ বছর পুরোটাই বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তারপরেও ৩০ কোটি হবে না। এজন্য আমাদের আরও সময় লাগবে। এই শর্ত পরিপালন করতে গিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ি অতিরিক্ত কর দিতে হবে।
|
নভেম্বরে ৪ হাজারের বেশি বিও বেড়েছে
Date: 05-12-2022
Source: arthosuchak.com
Show Detais
মন্দা পুঁজিবাজারেও থেমে নেই বিও হিসাব খোলার প্রবণতা। গত নভেম্বর মাসেও পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগকারী এসেছে। নভেম্বর মাসে পুঁজিবাজারে নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৪ হাজারেরও বেশি।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নভেম্বর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৮ লাখ ৫৮ হাজার ৩১৩টি। আর অক্টোবর মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৫৩ হাজার ৩১৩টিতে দাঁড়ায়। অর্থাৎ নভেম্বর মাসে ৪ হাজার ৯৫৪টি বিও হিসাব বেড়েছে।
নভেম্বর মাসে পুরুষদের বিও ৩ হাজার ৮৩৭টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৭ হাজার ৬৩০টিতে। অক্টোবর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৮৩ হাজার ৭৯৩টিতে।
আর নভেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ হাজার ৪টি বেড়ে চার লাখ ৫৩ হাজার ৩৪৯টিতে দাঁড়িয়েছে। অক্টোবর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৫৩ হাজার ৩৪৯টিতে।
নভেম্বর মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৩৩০টিতে। আর অক্টোবর মাসে কোম্পানি বিও ১১৩টি বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২১৭টিতে।
নভেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১৭ লাখ ৭৯ হাজার ২৮টি বিও হিসাব বেড়েছে। আর অক্টোবর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ৯৯টিতে। অর্থাৎ দেশে অবস্থানকারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯২৯টিতে।
নভেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৮৮টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৫৫টিতে। অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৩ হাজার ৪৩টিতে।
|
সোনার দাম বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ
Date: 04-12-2022
Source: sunbd24.com
Show Detais
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালোমানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম ৮৭ হাজার ২৪৭ টাকা হয়েছে। যা দেশের ইতিহাসের সর্বোচ্চ।
রোববার (৪ ডিসেম্বর) থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে বলে শনিবার (৩ ডিসেম্বর) জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ফলে ২১ দিনের মধ্যে দেশের বাজারে তিন দফা বাড়লো সোনার দাম। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এ ধাতুটি।
এর আগে চলতি বছরের ১১ সেপ্টেম্বর সব থেকে ভালোমানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ৮৪ হাজার ৫৬৪ টাকা। দেশের বাজারে এতদিন এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল।
এখন সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালো সোনার দাম। ভালোমানের সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের সোনার দাম। মান অনুযায়ী প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৪৫০ টাকা থেকে ৩ হাজার ৩৩ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোন অপরিবর্তিত আসেনি।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী— সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৩৮৪ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ৫৯ হাজার ৪৮৬ টাকা করা হয়েছে।
সোনার দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ ও ১৩ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়। তার আগে ২৫ অক্টোবর এবং ২৭, ১৯ ও ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কমানো হয়। তার আগে ১১ সেপ্টেম্বর এবং ২২ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। এর আগে ১৮ আগস্ট সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। তবে ৪ ও ৭ আগস্ট এবং ২৭ ও ২৯ জুলাই সোনার দাম বাড়ানো হয়।
|
বোনাস বিওতে পাঠিয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স
Date: 04-12-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে রিপাবলিক ইন্স্যুরেন্স ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।
|
বেক্সিমকো গ্রীণ সুকুকের মুনাফা ঘোষণা
Date: 04-12-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রীণ সুকুক আল-ইস্তানা বন্ড প্রথম বছরের দ্বিতীয় অর্ধবার্ষিকী ( ২৩,জুন,২০২২ থেকে ২২ ডিসেম্বর,২০২২) সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৫ দশমিক ৮০ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় অর্ধ-বার্ষিকীর জন্য রিটার্ন অনুমোদন করা হয়।
মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।
|
সূচকের উত্থান-পতনে লেনদেন
Date: 04-12-2022
Source: arthosuchak.com
Show Detais
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১০টা ৫৬ মিনিট পরযন্ত ডিএসইতে ৮০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৪৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
|
নাম পরিবর্তন করবে শেপার্ড ইন্ডাস্ট্রিজ
Date: 04-12-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে শেপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি নাম রাখবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে। শেয়ারহোল্ডার এবং বিএসইসির সম্মতি সাপেক্ষে কোম্পানিটি নাম পরিবর্তন করতে পারবে।
কোম্পানিটি জানায়, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন নামের জন্য ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু করেছে। কোম্পানিটি পুরাতন নামের জায়গায় নতুন নামে ডকুমেন্ট, লাইসেন্স এবং অন্যান্য তথ্য স্থান্তর করা হবে।
|
সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে সাড়ে ৩১%
Date: 27-11-2022
Source: prothomalo.com
Show Detais
এক সপ্তাহের ব্যবধানে সাড়ে ৩১ শতাংশ লেনদেন কমে গেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গত সপ্তাহ শেষে ডিএসইর দৈনিক গড় লেনদেন কমে নেমে এসেছে প্রায় ৪১৪ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৬০৪ কোটি টাকা।]
লেনদেনের পাশাপাশি কমেছে সূচকও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ শেষে ৫১ পয়েন্ট কমে নেমে এসেছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতনের কারণেই সূচকও কমেছে। তবে শেয়ারবাজারে এখন ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তরে আটকে যাওয়া কোম্পানির সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে এসব শেয়ারের দাম অপরিবর্তিত থাকছে, যার কোনো প্রভাব সূচকে পড়ছে না। তবে এসব কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় লেনদেনে তার নেতিবাচক প্রভাব পড়ছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে দাম অপরিবর্তিত থাকা কোম্পানির সংখ্যা ছিল ২৭৫টি। আগের সপ্তাহে এ রকম কোম্পানির সংখ্যা ছিল ২৬৫টি। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে নতুন করে আরও ১০টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে নেমে এসেছে। এর বাইরে সপ্তাহ শেষে মূল্যবৃদ্ধির তালিকায় ছিল ২৩ কোম্পানি আর দরপতন হয়েছে ৮০টির। অথচ আগের সপ্তাহে ৪৪টি প্রতিষ্ঠানের দর বেড়েছিল আর কমেছিল ৭৬টির দাম।
|
যে কারণে শেয়ারবাজারে লেনদেন তলানিতে
Date: 27-11-2022
Source: prothomalo.com
Show Detais
শেয়ারবাজারে প্রধান উদ্বেগ এখন ‘লেনদেন’। হঠাৎ করে বাজারের লেনদেন অনেক কমে গেছে। এ কারণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে বিনিয়োগকারী সবার মাঝেই ছড়িয়েছে উদ্বেগ। লেনদেন কমে যাওয়ায় সবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কিন্তু প্রশ্ন এ লেনদেন কমে যাওয়া সত্যিই কি অপ্রত্যাশিত নাকি যৌক্তিক।
এ প্রশ্নের উত্তরে কেউ কেউ হয়তো বলবেন, লেনদেন কমে যাওয়াটা অযৌক্তিক।
আবার আরেকটি অংশ বলবেন, লেনদেন কমে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। লেনদেন বাড়িয়ে শেয়ারবাজারে গতি ফেরাতে এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাতে এক দিন লেনদেন বাড়ে তো আরেক দিন কমে।
বাজারের লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২৩টিই এখন নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইসে নেমে গেছে। তাতে এসব কোম্পানির খুব বেশি শেয়ারের লেনদেন হচ্ছে না। ফলে কোম্পানিগুলোতে আটকে আছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীদের বিনিয়োগের অর্থ।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তখনই শেয়ার কেনেন, যখন তার হাতে কেনার মতো অর্থ থাকে। সাম্প্রতিক সময়ে ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করে অনেকে আটকে গেছে। ফলে তাদের বিনিয়োগ সক্ষমতা অনেক কমে গেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, এসিআই, বাটা শু, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোনসহ ভালো ভালো সব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে নেমেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ভালো মানের ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস–৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির মধ্যে ২৫টিই ফ্লোর প্রাইসে লেনদেন হচ্ছে।
ফলে এসব শেয়ারে বড় অঙ্কের বিনিয়োগ আটকে গেছে। এ ক্ষেত্রে বেশি বিপদে পড়েছেন ঋণগ্রস্ত বিনিয়োগকারীরা। যাঁরা ঋণ নিয়ে ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করেছিলেন, তাঁদের অনেকে এখন এসব শেয়ার বিক্রি করতে পারছেন না। ফলে তাঁদের শেয়ার লেনদেন না করেও গুনতে হচ্ছে ঋণের সুদ।
বাজারের গতি কমে যাওয়ায় এবং বেশির ভাগ শেয়ার সর্বনিম্ন মূল্যস্তরে নেমে আসায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখন ফ্লোর প্রাইস তুলে নেওয়ারও সাহস করছে না। সংস্থাটির শঙ্কা, তাতে বাজার আরও পড়ে যেতে পারে। অন্যদিকে ফ্লোর প্রাইসের কারণে নতুন বিনিয়োগও বাজারে আসছে না। ফলে বাজারে মন্দাভাব দেখা দিয়েছে। লেনদেন নেমেছে তলানিতে।
এ অবস্থায় বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, যদি সব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে নেমে আসে, তখন লেনদেন আরও কমে যেতে পারে। তখন বাজারে একধরনের স্থিতাবস্থা নেমে আসবে।
জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধ্যাপক মোহাম্মদ মুসা বলেন, ভালো ভালো অনেক কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে নেমে আসায় অনেকের বিনিয়োগ আটকে গেছে। আবার নতুন করে যাঁরা বিনিয়োগের চিন্তাভাবনা করছেন, ফ্লোর প্রাইসের কারণে তাঁরাও বিনিয়োগে সাহস করছেন না। শেয়ার কিনে যদি বিক্রি করা না যায়, তাতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ে। যার প্রভাব পড়ে বাজারে।
মোহাম্মদ মুসা বলেন, ‘কৃত্রিমভাবে বাজার ধরে রাখতে গিয়ে দীর্ঘ মেয়াদে লেনদেন কমে গেছে। অতীতেও আমরা দেখেছি কৃত্রিমভাবে শেয়ারের দাম ও বাজার কোনোটিই শেষ পর্যন্ত ধরে রাখা যায় না। বাজারকে বাজারের নিয়মেই চলতে দিতে হয়। তাতে দাম কমে গেলেও কম দাম দেখে অনেক বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগে আগ্রহী হন।’
নাম প্রকাশ না করার শর্তে মার্চেন্ট ব্যাংকের এক শীর্ষ নির্বাহী বলেন, বহুজাতিক কয়েকটি কোম্পানিসহ ভালো মৌলভিত্তির কিছু শেয়ারে দুই মাস ধরে তাদের প্রায় ৩০০ কোটি টাকার বিনিয়োগ আটকে গেছে। এসব কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় লেনদেনও করতে পারছে না। ফলে তাদের প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণও সাম্প্রতিক সময়ে অনেক কমে গেছে।
নিয়ন্ত্রক সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে গতি কমে যাওয়ায় এবং পতনের ধারায় থাকায় এখনই ফ্লোর প্রাইস তুলে নেওয়ার মতো বাস্তবতাও নেই। তাই ফ্লোর প্রাইস না তুলে বাজারে কীভাবে লেনদেন বাড়ানো যায়, সেই পথ খুঁজছে নিয়ন্ত্রক সংস্থা। তারই অংশ হিসেবে সম্প্রতি ব্লক মার্কেটে ফ্লোর প্রাইসের চেয়ে ১০ শতাংশ কম দামে শেয়ার লেনদেনের সুযোগ তৈরি করা হয়েছে। পাশাপাশি বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতেও নানামুখী চেষ্টা চলছে।
|
পুঁজিবাজারে গতি বাড়াতে এবার আরেক নতুন উদ্যোগ
Date: 27-11-2022
Source: sharebusiness24.com
Show Detais
বিশ্ব অর্থনীতির সঙ্গে দেশীয় অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। দেশের পুঁজিবাজারেও লেগেছে সেই ধাক্কা। ফলে, ক্রমেই গতি হারিয়ে ফেলছে এই বাজার। তবে, দেশের অর্থনীতি ও পুঁজিবাজার পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি সক্রিয় আছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কে সচেতন করার মাধ্যমে পুঁজির যোগান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত পুঁজিবাজারে গতি ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন বিএসইসি।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইন অনুসরণ করে প্রণীত বিএসইসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২৩ এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। ওই সিদ্ধান্তের আলোকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের কাছে চিঠি দিয়েছে বিএসইসির এপিএ টিম।
বিএসইসি’র চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর কমিশনের এপিএ টিমের বৈঠক হয়েছে। বৈঠকে পুঁজিবাজার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পুঁজি বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণলয়, বিভাগ ও যেসব সংস্থার কাছে উদ্বৃত্ত তহবিল আছে সেসব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা/প্রতিষ্ঠান যেমন: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই অথোরিটি (ডেসা), ঢাকা ওয়াসা, বিভিন্ন শিক্ষা বোর্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ন্যাশনাল হাউজিং কর্তৃপক্ষ (এনএইচএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ), খুলনা বন্দর কর্তৃপক্ষ (কেপিএ), বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক বা একাধিক সেমিনার/কর্মশালা আয়োজন করার জন্য কমিশনের ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগকে অনুরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগকে বিশেষভাবে অনুরোধ জানানো হালো।
সারা দেশে করোনা পরিস্থিতির মধ্যে ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। তার হাতকে শক্তিশালী করতে সরকার কমিশনার হিসেবে দায়িত্ব দেয় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক মিজানুর রহমান ও সাবেক শিল্প সচিব আব্দুল হালিমকে। তাদের নেতৃত্বে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত পুঁজিবাজারে টানা উত্থান লক্ষ করা গেছে। এ সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৪ হাজার থেকে বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৩০০ পয়েন্টে। লেনদেন ১০০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৩ হাজার কোটি টাকার বেশি। ফলে, বিনিয়োগকারীদের মধ্যে ফেরে আশার আলো। এর পরেই পুঁজিবাজারে দেখা দেয় ছন্দপতন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির টানাপড়েনের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজার গতি হারিয়ে ফেলে। এর পর থেকে এখন পর্যন্ত পুঁজিবাজার ফিরে পায়নি তার ছন্দ।
এ পরিস্থিতি মোকাবিলায় বিএসইসির পক্ষ থেকে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়, যা আগে কোনো কমিশন গ্রহণ করেনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—দীর্ঘদিন বন্ধ থাকা বেশ কয়েকটি কোম্পানিকে উৎপাদনে ফিরিয়ে মূল পুঁজিবাজারে যুক্ত করা, পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে হাওয়া হয়ে যাওয়া কোম্পানিগুলোকে ডি লিস্টিংয়ের আওতায় এনে বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দেওয়া, অলস পড়ে থাকা অদাবিকৃত লভ্যাংশ দিয়ে পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল গঠন করা, মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরিকল্পকারী কোম্পানির প্রাথমিক গ্রণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কোম্পানিগুলোকে বোনাস লভ্যাংশের পরিবর্তে নগদ লভ্যাংশ দিতে বাধ্য করা, পুঁজিবাজারে ধারাবাহিক পতন ঠেকাতে শেয়ারের সর্বনিম্ন দর (ফ্লোর প্রাইস) বেঁধে দেওয়া, ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট বাতিল করে স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্ম (এসএমই) চালু করা এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালুর উদ্যোগ নেওয়া, ব্যাংকের বিনিয়োগসীমার গণনার ক্ষেত্রে শেয়ারের বাজার মূল্যের পরিবর্তে ক্রয়মূল্যে নির্ধারণের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হওয়া, মিউচুয়াল ফান্ডগুলোকে শৃঙ্খলায় আনা, বন্ড মার্কেট উন্নয়নের পাশাপাশি ইসলামী গ্রিন সুকুক ও সরকারি ট্রেজারি বন্ডেরও লেনদেন শুরু করা, প্রোরাটার ভিত্তিতে সবার জন্য আইপিওর শেয়ার নিশ্চিতকরণ এবং পুঁজিবাজারে কারসাজি রোধে জড়িতদের নিয়মিত শাস্তির অওতায় আনা ও বিভিন্ন বিধি-বিধান সংশোধন করা।
নান উদ্যোগের পরও দেশের পুঁজিবাজারে কাঙ্ক্ষিত গতি আসছে না। তবুও কমিশন মনে করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটলেই শিগগিরই দেশের পুঁজিবাজার গতি ফিরে পাবে। তাই পুঁজিবাজারে অর্থের যোগান বাড়াতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে এই নিয়ন্ত্রক সংস্থা।
|
এমবি ফার্মার পর্ষদ সভা আজ
Date: 27-11-2022
Source: orthosongbad.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মাসিটিক্যালস পিএলসির পর্ষদ সভা আজ ২৭ নভেম্বর, রোববার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে ১০ পয়সা আয় করেছিল।
|
এক কার্যদিবসের চেয়েও সাপ্তাহিক লেনদেন কম!
Date: 27-11-2022
Source: sharebiz.net
Show Detais
দেশের পুঁজিবাজারে গত দুই মাসে (অক্টোবর-নভেম্বর) সাত সপ্তাহের মধ্যে মাত্র দুই সপ্তাহে সূচকের উত্থান হয়েছে। বাকি পাঁচ সপ্তাহে পতন হয়েছে সূচকের। সেইসঙ্গে লেনদেনের দিক থেকে গত দুই মাসের সাত সপ্তাহের মধ্যে ছয় সপ্তাহতেই লেনদেন কমেছে। এর বিপরীতে মাত্র এক সপ্তাহ লেনদেন বেড়েছে। এতে সূচক এখনও ছয় হাজারের ঘরে থাকলেও লেনদেন তলানিতে নেমে ৩০০ কোটির ঘরে চলে এসেছে। লেনদেন কমে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র দুই হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর এক কার্যদিবসের লেনদেনের চেয়েও কম। এদিকে সপ্তাহগুলোয় প্রায় ৪০০ কোম্পানির শেয়ার লেনদেনের মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনা করে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে দুই হাজার ৬৭ কোটি ৯৬ লাখ টাকার। এর আগের সপ্তাহে তিন হাজার ২০ কোটি দুই লাখ টাকার লেনদেন হয়েছিল। কিন্তু ডিএসইতে যখন লেনদেন ভালো অবস্থায় ছিল, তখন এক দিনে দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। প্রায় তিন হাজার কোটি টাকার কাছেও লেনদেন হয়েছে। বিগত লেনদেনগুলোর মধ্যে দেখা যায়, চলতি বছরের ২০ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৮৩২ কোটি টাকার বেশি।
এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিএসই’র লেনদেন হাজার কোটি টাকার বেশি হলেও দুই হাজার কোটি টাকার নিচে অবস্থান করে। ফলে লেনদেন প্রায় দুই হাজার কোটি টাকার কাছে গেলেও সেটা পার করে ২৮ আগস্ট। সেদিন চলতি বছরে প্রথমবারের মতো ডিএসইর লেনদেন হয় দুই হাজার ১০৫ কোটি টাকার। এরপর লেনদেন কমতে থাকলেও তা ৪ সেপ্টেম্বর দুই হাজার ২৯৬ কোটি টাকার হয়। পরে আবার লেনদেন ধারাবাহিকভাবে কমতে থাকে। কিন্তু একই মাসের ২০ তারিখ চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয় দুই হাজার ৮৩২ কোটি টাকার বেশি।
সেদিনের পর থেকে ডিএসইর লেনদেন ধারাবাহিকভাবে কমতে থাকে। এতে লেনদেন ধীরে ধীরে হাজার কোটি টাকার ঘরে নেমে আসে। সর্বশেষ ২৪ নভেম্বর ডিএসইর লেনদেন হয় ৩২৩ কোটি টাকার কিছুটা বেশি। ফলে গত সপ্তাহে ডিএসইতে সপ্তাহজুড়ে লেনদেন দাঁড়িয়েছে ডিএসইর এক কার্যদিবসের কমে। অথচ সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ড লেনদেন শুরুর আগে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত-উল-ইসলাম বেশ কয়েকবার বলেছিলেন, এক দিনে লেনদেন হবে কয়েক হাজার কোটি টাকা। কিন্তু ট্রেজারি বন্ড চালুর পরেও লেনদেন বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, গত কয়েক সপ্তাহ ধরে লেনদেন কমছেই।
বিগত সাত সপ্তাহের লেনদেন পর্যালোচনা করে
দেখা যায়, অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএসইর লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমে ৯ দশমিক ৭০ শতাংশ, দ্বিতীয় সপ্তাহে লেনদেন কমে ৮ দশমিক ৪৪ শতাংশ, তৃতীয় সপ্তাহে ৩ দশমিক ৯৭ শতাংশ এবং সর্বশেষ সপ্তাহে লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমে ৩৮ দশমিক ২৩ শতাংশ। এরপর নভেম্বরে প্রথম সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ৫২ দশমিক ৭২ শতাংশ লেনদেন বৃদ্ধি পেলেও পরের সপ্তাহে এসে লেনদেন কমে যায় ৪৮ দশমিক ১৩ শতাংশ। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এসে আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ৩১ দশমিক ৫২ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ফ্লোর প্রাইসের কারণে অনেক শেয়ার অতিমূল্যায়িত হয়ে আছে, যে কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে না। এদিকে বিএসইসি ব্লক মার্কেটে ফ্লোর প্রাইস থেকে ১০ শতাংশ কম দাম পর্যন্ত শেয়ার লেনদেনের সুযোগ দিলেও আগ্রহ বাড়েনি বিনিয়োগকারীদের। কারণ বেশিরভাগ শেয়ার অনেক বেশি দামে কেনা। এছাড়া যেসব শেয়ারের দাম ১০ শতাংশ কমার ফলে তুলনামূলক বেশি লোকসান হবে, সেগুলো বিক্রি করছেন না বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, বেশি লোকসানের ভয়ে শেয়ার ব্লকে কম দামে শেয়ার বিক্রি করে টাকা তুলে নেয়ার সুযোগ থাকলেও একদল বিনিয়োগকারী বিক্রি করছেন না। এছাড়া যেসব শেয়ারে লোকসান কম হচ্ছে, সেসব শেয়ার বিক্রি করে টাকা তুলে নিলেও আবার বিনিয়োগ করছেন না তারা। ফলে দিন দিন লেনদেন কমে যাচ্ছে পুঁজিবাজারে।
|
আজ তিন কোম্পানির লেনদেন বন্ধ
Date: 27-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩কোম্পানি শেয়ার লেনদেন আজ রোববার (২৭ নভেম্বর ২০২২) বন্ধ থাকবে। ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগেুলো হলো: সামিট এলায়েন্স পোর্ট ১৫ শতাংশ ক্যাশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নো ডিভিডেন্ড জুট স্পিনার্স নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
রেকর্ড ডেটের পর আগামী সোমবার ২৮ নভেম্বর ২০২২ কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
|
স্পট মার্কেটে লেনদেন শুরু ১৫ কোম্পানির
Date: 27-11-2022
Source: sharenews24.com
Show Detais
রেকর্ড ডেটের আগে আজ ২৭ নভেম্বর থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেনে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি।
কোম্পানিগুলো হলো- বিডি সার্ভিস, এটলাস বাংলাদেশ, গোল্ডেনসন, মোজাফ্ফর হোসেন স্পিনিং, হামিদ ফেব্রিক্স, ইন্দোবাংলা ফার্মা, বঙ্গজ, ঢাকা ডায়িং, নাভানা ফার্মা, সিনোবাংলা, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, আমান ফিড, তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিং।
স্পট মার্কেটে এসব কোম্পানির লেনদেন চলবে ২৭-২৮ নভেম্বর।
ডিভিডেন্ডের মালিকানা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ নভেম্বর এই ১৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।
|
জানুয়ারিতে ডলার সঙ্কট কেটে যাবে: সালমান এফ রহমান
Date: 27-11-2022
Source: sharenews24.com
Show Detais
আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে দেশে চলমান ডলার সঙ্কট কেটে যাবে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার (২৬ নভেম্বর) সকালে মেহেরপুরে মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সালমান এফ রহমান।
তিনি বলেন, বিশ্বজুড়েই এক ধরনের সঙ্কট সৃষ্টি হয়েছে। সঙ্কট কত গভীরে পৌঁছাবে কেউ বুঝতে পারছে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার কারণে দেশ কোনো ধরনের সঙ্কটে পড়বে না।
সালমান এফ রহমান আরও বলেন, রমজান মাসের আগে যেসব পণ্য আমদানি করতে হবে সেগুলো নিয়েও কোনো সমস্যা হবে না। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেছে। দেশের বাজারে সেই প্রভাব পড়েছে।
বর্তমানে সরকার দেশের ১ কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে নানাভাবে সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মেহেরপুর জেলা কৃষিভিত্তিক এলাকা। এখানে নানা ধরনের ফসল উৎপন্ন হয়। দেশের সব এলাকায় শিল্পপ্রতিষ্ঠান করতে হবে এমন কথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি এলাকা নষ্ট করে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না । এ এলাকায় একই জমিতে ৩ থেকে ৪ বার ফসল উৎপন্ন হয়।
এ সময় সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুরের জেলা প্রশাসক মনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
|
অ্যাপেক্স ওয়েভের পর্ষদ সভা ৩০ নভেম্বর
Date: 24-11-2022
Source: orthosongbad.com
Show Detais
পুঁজিবাজারে এসএমই খাতের কোম্পানি অ্যাপেক্স ওয়েভ লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
|
সূচকের পতনে চলছে লেনদেন
Date: 24-11-2022
Source: sunbd24.com
Show Detais
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, আজ লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছিল। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৭ ও ২১৮১ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে মোট ১১৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৪৮টির। আর অপরির্বতিত রয়েছে ১৭৪টি কোম্পানির শেয়ারের দর।
|
২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
Date: 24-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত সী-পার্ল হোটেলের উদ্যোক্তা পরিচালক আজ ২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, বেঙ্গল ভেকেশন ক্লাব লিমিটেডের পরিচালক যথাক্রমে জনাব মোঃ আমিনুল হক, জনাবা লাকি আখতারি মহল এবং জনাব একরামুল হক যারা সী-পার্ল হোটেলেরও পরিচালক তারা উক্ত ২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন।
তারা গত ২৩ অক্টোবর উক্ত শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।
|
প্রথম ঘণ্টায় লেনদেন ১৮৯ কোটি টাকা
Date: 23-11-2022
Source: arthosuchak.com
Show Detais
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৮৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
|
সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন
Date: 23-11-2022
Source: dailysharebazar.com
Show Detais
আজ ২৩ নভেম্বর, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল সাড়ে ১০ টায় ডিএসইতে ৯৯ কোটি ১৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৩৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০ পয়েন্টে।
ডিএসইতে ১৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৮ টির, কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০ টির।
|
তিন মাসে দাম বেড়ে তিন গুণ, কারসাজির সন্দেহ
Date: 23-11-2022
Source: prothomalo.com
Show Detais
শেয়ারবাজারে বেশ কিছুদিন ধরে চলছে মন্দাভাব। বাজারের এ অবস্থার মধ্যেও মাত্র তিন মাসে তিন গুণের বেশি বেড়েছে কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের মালিকানা প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারের দাম।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির শেয়ার যখন দিনের পর দিন সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে, তখন একটানা বেড়েই চলেছে সি পার্ল রিসোর্টের শেয়ারের দাম। টানা উত্থানের ফলে কোম্পানিটির শেয়ারের দাম তালিকাভুক্তির পর সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ টাকা ৪০ পয়সায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্টে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৫৮ টাকা। গতকাল মঙ্গলবার দিন শেষে তা বেড়ে তিন গুণ হয়ে গেছে। সি পার্ল রিসোর্টের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শুরু হয় মূলত গত সেপ্টেম্বর থেকে।
এরপর কয়েক দিন বাদ দিলে একটানা বেড়েছে কোম্পানিটির শেয়ারের দাম। এ মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন বাজার–সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়লেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তদন্তের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এ কারণে কারসাজিকারীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
অক্টোবর থেকে টানা দাম বাড়তে শুরু করলেও এর পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছিল না। ১২ অক্টোবরে এসে কোম্পানিটি গত জুনে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এর আগেই কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে ১৫০ টাকার কাছাকাছি পৌঁছে যায়।
এরপর ১৩ অক্টোবর এসে কোম্পানিটি গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে কোম্পানিটি জানায়, উল্লিখিত প্রান্তিকে তাদের মুনাফায় বড় ধরনের উল্লম্ফন হয়েছে। তাতে আরেক দফা বাড়তে শুরু করে কোম্পানিটির শেয়ারের দাম।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেনের দিক থেকে শীর্ষ ছয়ে উঠে আসে। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ১২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ বা ৮ টাকা ৩০ পয়সা।
বাজার–সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসির পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হলে কোম্পানিটির শেয়ারের বড় ধরনের কারসাজির প্রমাণ মিলবে। আরও আগে এ উদ্যোগ নেওয়া দরকার ছিল। তাহলে দামের উল্লম্ফন দেখে সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারে খুব বেশি আকৃষ্ট হতেন না।
এদিকে কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের হিসাবে এটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়িয়েছে ৩০০-এর ওপরে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে পিই রেশিও বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ।
বিশেষজ্ঞরা বলেন, যে কোম্পানির পিই রেশিও যত বেশি সেই কোম্পানি বিনিয়োগের জন্য তত বেশি ঝুঁকিপূর্ণ। তাই কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির সঙ্গে সমান্তরালভাবে আয় না বাড়লে ওই শেয়ারে বিনিয়োগের ঝুঁকি বাড়তে থাকে।
|
শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারীদের জন্য মহামূল্যবান পরামর্শ
Date: 23-11-2022
Source: sharebusiness24.com
Show Detais
২০১৯ সালের জানুয়ারিতে মারা গেছেন ইনডেক্স ইনভেস্টিংয়ের জনক জন সি বোগল। তাকে উৎসর্গ করে ২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে এক সম্মেলন। তথাকথিত বাজার বিশ্লেষকদের কেউ এ সম্মেলনের আয়োজন করেননি। তিন দিনব্যাপী ওই বৈঠকের আয়োজক ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এক সেনা কর্মকর্তা। এতে যোগদান করেন ২০০ জন বিনিয়োগকারী, যাদের কেউই বাজার বিশ্লেষক বা পুঁজিবাজার থেকে রাতারাতি ধনী হওয়া বিখ্যাত কেউ নন। ডাক্তার, প্রকৌশলী, ওয়েব ডেভেলপার, গাড়িচালনা প্রশিক্ষকসহ নানা পেশার মানুষ এতে যোগদান করেন। তবে সবার মধ্যে ছিল বিস্তৃত বিনিয়োগের প্রতি দীর্ঘকালীন প্রতিশ্রুতি। মূলত স্বল্পমূল্যের ইনডেক্স মিউচুয়াল ফান্ড ছিল সম্মেলনটির আলোচনার কেন্দ্রে। নতুন বিনিয়োগকারীদের জন্য বেশকিছু পরামর্শও দিয়েছেন অপেক্ষাকৃত অপরিচিত এসব ঝানু বিনিয়োগকারী।
যেসব বিনিয়োগকারী বিনিয়োগের ক্ষেত্রে জন বোগলের বিনিয়োগ কৌশল অনুসরণ করেন তাদের বোগলহেড বলা হয়। বোগলের অনুসারীরা হলেন ঠাণ্ডা মাথার দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী। স্বল্পমেয়াদে পুঁজিবাজার থেকে ধনী হওয়া এদের উদ্দেশ্য নয়। বোগলহেড বিনিয়োগকারীরা সবসময় স্বল্পমূল্যের ইনডেক্স মিউচুয়াল ফান্ড ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগকেই প্রাধান্য দিয়ে থাকেন। দ্রুত কিছু করে ফেলার চেয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই এ বিনিয়োগকারীদের উদ্দেশ্য। লেগে থাকাই তাদের বিনিয়োগ কৌশলের মূল বিশ্বাসের জায়গা।
১৯৭৫ সালে জন বোগল প্রতিষ্ঠা করেন নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান ভ্যানগার্ড। ভ্যানগার্ডকে কেন্দ্র করে পরবর্তী সময়ে গড়ে ওঠে একটি অনলাইন কমিউনিটি, যার নাম ছিল ‘ভ্যানগার্ড ডাইহার্ডস’। এ গ্রুপটির উদ্যোগেই দুই দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে বোগলহেডস কনফারেন্স। জন সি বোগল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মেল লিনডোয়ার বলেন, জন বোগল প্রায় প্রতি বছরই এ সম্মেলনে সাগ্রহে যোগদান করতেন এবং বিনিয়োগ বিষয়ে সবার বক্তব্য মন দিয়ে শুনতেন। এ বছরই প্রথম তাকে ছাড়া অনুষ্ঠিত হলো সম্মেলনটি। আগের সম্মেলনগুলোর সঙ্গে এই সম্মেলনের সবচেয়ে বড় পার্থক্য হলো বোগলের অনুপস্থিতি।
এবারের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নতুন বিনিয়োগকারীদের উদ্দেশে দেয়া অভিজ্ঞ বিনিয়োগকারীদের কিছু পরামর্শ। বোগলের বিনিয়োগ কৌশলের আলোকেই এসব পরামর্শ দিয়েছেন তারা—
কম বয়সে নেমে পড়া : বিনিয়োগের ক্ষেত্রে সবাই নিখুঁত হওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে থাকেন। নতুন বিনিয়োগকারীদের মধ্যে এ প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। বিনিয়োগে নামার আগে তারা নিজেদের ধারণাগুলোকে ভালোভাবে ঝালিয়ে নিয়ে চায়। মুনাফা করার জন্য যে কেউ সবচেয়ে উত্কৃষ্ট পদক্ষেপটি নিতে চাইবে—এটিই স্বাভাবিক। কিন্তু বোগলহেড কনফারেন্সে যোগ দেয়া বিনিয়োগকারীরা বলছেন, খুব বেশি চিন্তা না করে দ্রুত বিনিয়োগে নেমে পড়াই বুদ্ধিমানের কাজ। খুব বেশি অপশন দ্বারা আবিষ্ট হওয়া যাবে না। নিজেকে অবশ্যই ডিসিশন প্যারালাইসিস থেকে রক্ষা করতে হবে। যদিও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত গবেষণার মাধ্যমে পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ, তার পরও ছোট বিনিয়োগে হলেও দ্রুত নেমে পড়াই উত্তম।
বিনিয়োগে নেমে পড়লেই একজন বিনিয়োগকারী দ্রুত মুনাফা করা শুরু করেন। সুদ যেমন চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, তেমনি সঠিক শেয়ারে বিনিয়োগ করলে মুনাফাও চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। চক্রবৃদ্ধি হারে মুনাফা বৃদ্ধির এ প্রক্রিয়াকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন অষ্টম আশ্চর্য হিসেবে অভিহিত করেছিলেন। যত দ্রুত একজন বিনিয়োগকারী আয় করা শুরু করেন, তার আয়ও তত দ্রুত বাড়তে থাকে। এ সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে সম্মেলনে বিনিয়োগকারীরা বলেন, যেসব বিনিয়োগকারী বিশের কোটায় থাকা অবস্থাতেই অল্প অল্প করে বিনিয়োগ করা শুরু করেছেন, তারা বেশি বয়সী বড় বিনিয়োগকারীদের চেয়ে বেশি মুনাফা করতে সক্ষম হয়েছেন।
একটি নির্দিষ্ট শেয়ারকেন্দ্রিক হওয়া থেকে বিরত: যদি কেউ মনে করে থাকেন যে বিনিয়োগ মানে হলো সর্বোত্তম শেয়ারটি বাছাই করে নেয়া, তবে তার ধারণা নিশ্চয়ই ভুল নয়। এটিও বিনিয়োগের একটি ধরন। একটি শেয়ার কেনা অনেকটি বাজি ধরার মতো ব্যাপার। দিনভর বাজারের উত্থান-পতনের সঙ্গে সঙ্গে শেয়ারটির দরও ওঠানামা করবে। কিন্তু বোগলহেড বিনিয়োগকারীরা প্যাসিভলি-ম্যানেজড ইনডেক্স ফান্ডে বিনিয়োগকেই নতুন বিনিয়োগকারীদের জন্য সর্বোত্তম বিনিয়োগ কৌশল মনে করেন। এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট শেয়ারের দর ওঠানামা করলেও একজন বিনিয়োগকারীর খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে না। একটি শেয়ারের দর কমলেও অন্য একটি শেয়ার দিয়ে তা হয়তো পুষিয়ে যায়।
প্যাসিভলি-ম্যানেজড ফান্ডে বিনিয়োগ হলো বোগলের বিনিয়োগ কৌশলের অন্যতম একটি স্তম্ভ। বিভিন্ন গবেষণায়ও এর যথার্থতার প্রমাণ পাওয়া যায়। সিএনবিসির এক প্রতিবেদনে দেখা যায়, অ্যাক্টিভলি-ম্যানেজড ফান্ডগুলোর বেশির ভাগই গত প্রায় এক দশকে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি।
শেয়ার কেনার পর স্থির: বেশির ভাগ বিনিয়োগকারীই সাধারণত তার শেয়ারগুলো কেমন করছে, প্রতিনিয়ত তার খোঁজ করতে থাকেন। বিনিয়োগ করার পরমুহূর্ত থেকেই অনেকে এটি করা শুরু করেন। এতে কি আদতে কোনো লাভ হয়? বোগলহেড বিনিয়োগকারীদের মতে, এতে আসলেই কোনো লাভ নেই। গত বছরের বোগলহেড কনফারেন্সে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি উঠেছে, তা হলো ‘আপনি কি বিনিয়োগের সঙ্গে সঙ্গে শেয়ারদরের ওঠানামা লক্ষ করা শুরু করেন? আপনি জানেন যে আপনি শেয়ারটি অন্তত এক বছর ধরে রাখবেন, তার পরও কি আপনার মধ্যে প্রতিনিয়ত শেয়ারদর দেখার বাতিক কাজ করে?’
বোগলহেড বিনিয়োগকারীরা এ বিষয়ে বলেন, যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনি এক বছরের জন্য বিনিয়োগ করছেন, তাহলে বিনিয়োগ করার পর এ নিয়ে চিন্তা করা ছেড়ে দিন। বাজারকেই আপনার শেয়ারের ভাগ্য নির্ধারণ করতে দিন।
|
ধুঁকতে থাকা ন্যাশনাল ফিড থেকে অন্যত্র অর্থ পাঁচার
Date: 23-11-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্তির ৭ বছরের মধ্যে শেষ ৫ বছর ধরে ব্যবসায় ধুকছে ন্যাশনাল ফিড মিল। আর এই কোম্পানিটি থেকেই অন্য কোম্পানিতে অবৈধভাবে টাকা সড়ানো হয়েছে। এতে প্রতারিত হচ্ছেন বিনিয়োগকারীরা।
কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষকের প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।
ন্যাশনাল ফিড মিল ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এ কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৮ কোটি টাকা সংগ্রহের পরে ২ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১ টাকার উপরে থাকে। এরপরে শুরু হয় পতন। যা ২০১৭-১৮ অর্থবছরে ০.৫৬ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ০.১৫ টাকা, ২০১৯-২০ অর্থবছরে ০.১৭ টাকা, ২০২০-২১ অর্থবছরে ০.১৮ টাকা ও সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে ০.০৮ টাকা ইপিএস হয়েছে। ব্যবসায় এমন দূর্বল কোম্পানিটি থেকে অন্য ২ কোম্পানিতে প্রায় ৪ কোটি টাকা প্রদান করা হয়েছে।
নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক হিসাবের নোট-৯.০১এ অ্যাডভান্স, ডিপোজিট ও প্রিপেমেন্টস হিসাবে ৩ কোটি ৮৮ লাখ টাকা অন্তর্ভূক্ত রয়েছে। যা ব্যবসায়িক কোন স্বার্থ ছাড়াই অন্য কোম্পানি ন্যাশনাল হ্যাচারিতে ৩ কোটি ৫৮ লাখ টাকা ও কর্ণপুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কাছে ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে।
ন্যাশনাল ফিড মিল থেকে কোন ধরনের যাচাই-বাছাই ছাড়া বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে। যা এখন আদায় হচ্ছে না। এ কারনে ২০২০-২১ অর্থবছরে কোম্পানি কর্তৃপক্ষ আদায় হবে না মর্মে ৯ কোটি ৫৬ লাখ টাকা হিসাবের খাতা থেকে বাদ দিয়েছে। যাতে সমপরিমাণ কোম্পানির ক্ষতি হয়েছে। কিন্তু তাদের ২০২১-২২ অর্থবছরেও একইভাবে হিসাব থেকে আরও কিছু বাদ দেওয়া দরকার পড়লেও তা করেনি।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ি, মুনাফার ৫ শতাংশ দিয়ে ওয়ার্কার্স প্রফিট অ্যান্ড পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করতে হয়। তবে ন্যাশনাল ফিডে এর বাহিরে গিয়ে ম্যানেজমেন্ট তাদের মতো করে এই ফান্ডের পরিমাণ নির্ধারন করেছে এবং সঞ্চিতি গঠন করেছে। তবে কোন প্রদান করেনি।
|
সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ
Date: 20-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদারের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ পয়সা।
৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ২৭ পয়সা।
|
জিকিউ বলপেনের প্রথম প্রান্তিক প্রকাশ
Date: 20-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেনের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯১ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩৩ টাকা ৮০ পয়সা।
|
এএফসি এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
Date: 20-11-2022
Source: sunbd24.com
Show Detais
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেকের লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৩৪ পয়সা।
|
গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারে সাড়ে ৪ কোটি টাকা লোকসান
Date: 20-11-2022
Source: prothomalo.com
Show Detais
মাত্র দুই কার্যদিবসে নতুন তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারে সাড়ে ৪ কোটি টাকা লোকসান গুনেছেন সাধারণ বিনিয়োগকারীরা। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির দুই দিনের লেনদেন চিত্র পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। গত বুধবার থেকে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়।
লেনদেন শুরুর পর বুধ ও বৃহস্পতিবার এ দুই দিন কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর শেয়ারের হাতবদল হয় সেকেন্ডারি বাজারে। এ দুই দিনে ডিএসইতে কোম্পানিটির ৪ কোটি ৪৫ লাখ ৬২ হাজারের বেশি শেয়ারের হাতবদল হয়েছে। লেনদেন শুরুর প্রথম দিনেই গত বুধবার কোম্পানিটির শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর নিচে নেমে যায়। ওই দিন সর্বোচ্চ ১০ শতাংশ দাম কমে ব্যাংকটির শেয়ারের হাতবদল হয় ৯ টাকায়। লেনদেনের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও এটির শেয়ার ৯ টাকায় হাতবদল হয়েছে ডিএসইতে।
আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির প্রতিটি শেয়ার কিনেছেন ১০ টাকা অভিহিত মূল্যে। গত দুই দিন শেয়ারবাজারে কোম্পানিটির যেসব শেয়ারের হাতবদল হয়েছে, তার সবই আইপিওতে পাওয়া শেয়ার। কারণ, সেকেন্ডারি বাজারে হাতবদল হওয়া শেয়ারের লেনদেন নিষ্পত্তিতে দুই কার্যদিবস সময় লাগে। সেই হিসাবে গত বুধবার লেনদেন শুরুর প্রথম দিনে ব্যাংকটির যেসব শেয়ারের হাতবদল হয়েছিল, সেসব শেয়ার আজ রোববার থেকে বিক্রয়যোগ্য হবে।
যেহেতু গত বুধ ও বৃহস্পতিবার শুধু আইপিও শেয়ারের হাতবদল হয়েছে, সেহেতু বলা যায়, যাঁরা এ দুই দিনে শেয়ার বিক্রি করেছেন, তাঁরা প্রত্যেকে শেয়ারপ্রতি ১ টাকা করে লোকসান গুনেছেন। যেহেতু এ দুই দিনে ডিএসইতে প্রায় সাড়ে ৪ কোটি শেয়ারের হাতবদল হয়, তাই ব্যাংকটির শেয়ারের লোকসানের পরিমাণও দাঁড়ায় সাড়ে ৪ কোটি টাকা।
আইপিওতে ব্যাংকটি ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি উত্তোলন করে। উত্তোলিত অর্থ এসএমই, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের পেছনে খরচ করবে ব্যাংকটি।
|
দেশ গার্মেন্টসের মুনাফা ৫০ শতাংশ কমেছে
Date: 20-11-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টসের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫০ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.২৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৩ টাকা বা ৫০ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫৬ টাকায়।
|
নয় মাসে ব্র্যাক ব্যাংকের আয় ৩৯২ কোটি টাকা
Date: 20-11-2022
Source: orthosongbad.com
Show Detais
সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ২০২২ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) ব্র্যাক ব্যাংক ৩৮০ কোটি টাকা কর-পরবর্তী আয় করেছে, যা ২০২১ সালের চেয়ে ১২ শতাংশ বেশি। আর এককভাবে ব্যাংকটির আয় হয়েছে ৩৯২ কোটি টাকা।
গত বুধবার (১৬ নভেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিকের আার্থিক ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। স্থানীয় ও বিদেশী বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুজিঁবাজার বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা, ডিএমডি অ্যান্ড সিওও মো: সাব্বির হোসেন, ডিএমডি অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মো: শাহীন ইকবাল সিএফএ, হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আহমেদ রশীদ জয় এবং রিটেইল ব্যাংকিংয়ের হেড অব ডিপোজিটস অ্যান্ড এনএফবি সারাহ আনাম ব্যাংকের আর্থিক ফলাফল, অর্জন, অগ্রগামী অবস্থান ও ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন।
daraz-300x300
ব্র্যাক ব্যাংক জানায়, নয় মাসে আমানতে প্রবৃদ্ধি হয়েছে ৪,৬২১ কোটি টাকা (২০% অ্যানুয়ালাইজড) এবং লোন ও অ্যাডভান্সেস বৃদ্ধি পেয়েছে ৭,৩৮০ কোটি টাকা (৩১% অ্যানুয়ালাইজড)।
খেলাপি ঋণের হার (এনপিএল) দাঁড়িয়েছে ৩ দশমিক ৯ শতাংশে, যা কার্যকরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। কোভিডের কারণে ঋণ পরিশোধ স্থগিতকরণ সত্ত্বেও খেলাপি ঋণের হার বাড়েনি। এছাড়াও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় ব্যাংক ১১৪ শতাংশ এনপিএল কভারেজ বজায় রেখেছে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
২০২১ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় মোট আয় (রেভিনিউ) সামষ্টিকভাবে ১৫ শতাংশ এবং এককভাবে (সলো) ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মানবসম্পদ, প্রযুক্তি এবং অবকাঠামোতে বিনিয়োগের দীর্ঘমেয়াদী কৌশল অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। বছর-বছর ভিত্তিতে মোট পরিচালনা ব্যয় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রধানত নিয়ন্ত্রক সংস্থার ক্ষতিপূরণ ও সামগ্রিক মুদ্রাস্ফীতির কারণে পরিচালনা ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক ১০.৫৭ টাকা থেকে বেড়ে ১.৭৪ টাকায় উন্নীত হয়েছে। ২০২২ সালে অধিক আমানত সংগ্রহ ও অতিরিক্ত তহবিল ঋণ নেওয়ায় এটি হয়েছে।
গত বছরের একই সময়ের তুলনায় সামষ্টিকভাবে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৫৩ পয়সায়, যা ২০২১ সালে ছিল ২ টাকা ৬৭ পয়সা।
গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকের শেয়ার প্রতি নিট অ্যাসেটস মূল্য (এনএভি) ৩৮ টাকা ২১ পয়সা থেকে বেড়ে ৩৯ টাকা ৬৬ পয়সা হয়েছে।
তৃতীয় প্রান্তিকে ব্যাংকের আর্থিক ফলাফল সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন: “অন্যান্য অনেক উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের অর্থনীতিও গত নয় মাস ধরে বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। এই কঠিন সময়েও, আমরা আমাদের ব্যবসায়িক মডেলের দৃঢ়তা যাচাই করতে পেরে আনন্দিত। আমাদের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, গ্রাহক কেন্দ্রিক ডিজিটাল সেবা ও উদ্ভাবনী প্রোডাক্ট লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জনে সাহায্য করেছে।”
তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে ব্যাংকের প্রতিভাবান সহকর্মীদের তাদের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন, পরিচালনা পর্ষদকে তাদের দিকনির্দেশনা প্রদান এবং বাংলাদেশ ব্যাংককে স্বপ্রণোদিত নীতিগত সহায়তা প্রদানের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
|
বেঙ্গল বিস্কুটের তিন বছরের ব্যাংক হিসাব তলব
Date: 20-11-2022
Source: sharebiz.net
Show Detais
দেশের পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করা কোম্পানি বেঙ্গল বিস্কুটস লিমিটেড। কোম্পানিটির তিন পরিচালক এবং এক স্বতন্ত্র পরিচালকের ব্যাংক হিসাব তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেইসঙ্গে উল্লিখিত ব্যাংক হিসাবগুলোর গত তিন বছরের লেনদেনের বিস্তারিত ও সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে বিএসইসি।
বিএসইসির পাঠানো চিটিতে বলা হয়েছে, ‘কোম্পানির বিরুদ্ধে কমিশনের তদন্তের আদেশের বিষয়ে উল্লেখ করে জানানো হয়, বেঙ্গল বিস্কুটস লিমিটেড উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি। তবে সম্প্রতি বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে কিছু বিনিয়োগকারী অভিযোগ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর (১৯৬৯ সালের অধ্যাদেশ নং xvii) ধারা ২১-এর অধীনে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ১৯৯৩-এর (১৯৯৩ সনের ১৫নং ধারা) অধীনে বেঙ্গল বিস্কুটের পুরো বিষয় তদন্ত করা হবে।
এরই পরিপ্রেক্ষিতে সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে চিঠিতে উল্লিখিত ব্যাংক হিসাবগুলোর গত তিন বছরের লেনদেনের বিস্তারিতসহ (ব্যাংক স্টেটমেন্ট) সব ব্যাংক হিসাবের সঙ্গে সম্পর্কিত তথ্য দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়।
চিঠিতে উল্লিখিত ব্যাংক হিসাবগুলো হচ্ছেÑবেঙ্গল বিস্কুটের ব্যাংক হিসাব, কোম্পানির পরিচালক এম এ মাসুদ, ফাইজুল হাসান, মোহাম্মদ নূরুল কালাম এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালক শরীফ তইবুর রহমানের ব্যাংক হিসাব।
এ বিষয়ে জানতে বিএফআইইউ’র প্রধান মো. মাসুদ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের জন্য শেয়ার বিজ থেকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলে তিনি দেখলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো উত্তর দেননি।
এর আগে চলতি বছরের অক্টোবরে বেঙ্গল বিস্কুটের ব্যবসায়িক কার্যক্রমসহ সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। সেই কমিটিকে কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেয়া হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন সদস্য (সিনিয়র ম্যানেজারের চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা)।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেঙ্গল বিস্কুটের সার্বিক বিষয়ের ওপর তদন্ত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করে কমিশন। এরই ধরাবাহিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর (১৯৬৯ সালের অর্ডিন্যান্স নং xvii) ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর (১৯৯৩ সালের ১৫নং আইন) ১৭ক ধারা অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হলো। তদন্ত কর্মকর্তাদের এ আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসতে প্রতিবেদন দাখিল করতে হবে।
প্রসঙ্গত, বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে আনা অনিয়ম ও অভিযোগের বিষয়ে এরই মধ্যে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন। কোম্পানিটির বিরুদ্ধে কমিশনে যেসব অভিযোগ জমা পড়েছে, তার বেশিরভাগই আর্থিক অনিয়মের।
২০১৯ সালের জুলাই থেকে বিদ্যুৎ ও গ্যাস বিলের কাগজপত্র, প্রতি মাসের বিক্রয় প্রতিবেদন এবং ব্যাংকের স্টেটমেন্ট কমিশনে জমা দিতে হবে। আলোচ্য সময় থেকে মাসিক ভ্যালু অ্যাডেড ট্যাক্সের (ভ্যাট) কাগজপত্র, কোথায় মালামাল বিক্রি করা হয়েছে, তার ঠিকানাসহ সংশ্লিষ্ট কাগজপত্র, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানিতে চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের তথ্য, তাদের গত তিন মাসের বেতন-ভাতার সিট কমিশনের জমা দেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া কোম্পানির বর্তমান চিত্র ও ভবিষ্যৎ উন্নতি নিয়ে একটি প্রতিবেদন, পরিচালকদের পর্ষদ সভা-সংক্রান্ত কাগজপত্র, তাদের পর্ষদ সভার পরিচালকদের ভাতা-সংক্রান্ত হিসাব ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও কমিশনে জমা দিতে বলা হয়েছে।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বিএসইসি ওটিসি মার্কেট বিলুপ্ত ঘোষণা করে। ফলে ওটিসি মার্কেটের আওতাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে এসএমই প্ল্যাটফর্ম ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে ওটিসি মার্কেট থেকে বেঙ্গল বিস্কুটকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
বেঙ্গল বিস্কুট ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই মার্কেটে তালিকাভুক্ত। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন সাত কোটি ৯৩ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৭৯ লাখ ৩৮ হাজার।
|
১১ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
Date: 17-11-2022
Source: sunbd24.com
Show Detais
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ৯৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৭৭ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০৫ টাকা ৪৩ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭৭ পয়সা।
ম্যাকসন্স স্পিনিং লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৭১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৭৫ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৬ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩৩ পয়সা।
রংপুর ফাউন্ড্রি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১ পয়সা (লোকসান)।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ১১ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৫ টাকা ৪১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৯৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা।
ইভিন্স টেক্সটাইল লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৩৬ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে যা ছিল ২৫ পয়সা (লোকসান)। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৪১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা।
নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৯১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৭৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৯১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ১৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৫ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ টাকা ৭২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭৪ পয়সা।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ১৮ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৪ টাকা ১১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৪৬ পয়সা।
কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ৬৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৬৭ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১১ টাকা ৪৯ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৭ পয়সা।
বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৯৫ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৯৯ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৬ টাকা ৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৮৭ পয়সা।
এসিআই লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে তিন টাকা ৯৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৪২ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৬০ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮৫ টাকা ৪৫ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৮১ পয়সা (লোকসান)।
|
সূচক বাড়লেও ৫০০ কোটি টাকার নিচে নেমেছে ডিএসইর লেনদেন
Date: 17-11-2022
Source: sunbd24.com
Show Detais
চলতি সপ্তাহের শুরু থেকে টানা তিন কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের পর গতকাল উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমে ৫০০ কোটি টাকার নিচে অবস্থান করছে। এছাড়া গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইতে সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে ছয় হাজার ২৫৩ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ বেড়ে এক হাজার ৩৫৬ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে দুই হাজার ১৯১ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৮ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩৩১টি শেয়ার ১ লাখ ৬ হাজার ৮৭৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত ছিল ২৩৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের ৩৬ কোটি ৪৭ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ২৬ কোটি ৪২ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২১ কোটি ২৫ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ২০ কোটি ৫২ লাখ এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, ই-জেনারেশন লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৭৩ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে ১১ হাজার ৭০ দশমিক ২৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে ১৮ হাজার ৪৭৪ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত ছিল ৭৩টির দর।
|
বিকালে আসছে সাত কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
Date: 17-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির আজ বিকালে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৭টি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক জন্য ডিভিডেন্ড এবং ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর বোর্ড সভার সময় উল্লেখ করা হলো:
কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের বিকেল চারটায়, আইসিবি ফাইন্যান্সের বিকাল তিনটায়, দেশ গার্মেন্টসের বিকাল তিনটায়, সালভো কেমিক্যাল এর বিকাল তিনটায়, জি কিউ বলপেনের বিকাল সাড়ে তিনটায় এবং ফু-ওয়াং সিরামিকের বিকাল সাড়ে তিনটায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
|
বিএসইসির নতুন সিদ্ধান্ত শেয়ারবাজারে তারল্য বাড়াবে
Date: 17-11-2022
Source: sharenews24.com
Show Detais
অর্থনৈতিক নানা উৎকণ্ঠার কারণে দেশের প্রধান অর্থনীতির চালিকা শক্তি শেয়ারবাজারও খারাপ হতে শুরু করে। শেয়ারবাজারের পতন অধিক থেকে অধিকতর হওয়ার আগেই বেঁধে দেওয়া হয়েছে ফ্লোর প্রাইস। এই ফ্লোর প্রাইস বড় ধরণের পতন থেকে শেয়ারবাজারকে রক্ষার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। যা শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি বড় ধরনের স্বস্তি হিসাবে দেখা দিয়েছে। তবে এই ফ্লোর প্রাইসও এক সময়ে এসে বিনিয়োগকারীদের অসন্তষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফ্লোর প্রাইস আরোপের কারণে বিনিয়োগকারীরদের এখন অর্থের প্রয়োজন হলেও, ফ্লোর প্রাইসে শেয়ার আটকে থাকার কারণে শেয়ার বিক্রি করতে পারছেন না। আবার চাইলেও ফ্লোর প্রাইসের শেয়ার বিক্রি করে অন্য কোন শেয়ারে বিনিয়োগ করতে পারছেন না। এতে করে বিনিয়োগকারীরা এই ফ্লোর প্রাইসের শেয়ার নিয়ে এখন রীতিমতো বিরক্তি বোধ করছেন।
এছাড়াও, বৈশ্বিক অর্থনীতি এবং শেয়ারবাজারের খারাপ অবস্থার কথা চিন্তা করে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে সাইড লাইনে অবস্থান করছেন। যেহেতু বেশিরভাগ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে অবস্থান করছে, তাই এখনই কোনো বিনিয়োগকারী নতুন করে বাজারে বিনিয়োগ করছেন না। তারা অপেক্ষা করছেন একটি সুযোগের জন্য।
এদিকে ক্রমাগত ফ্লোর প্রাইসে ফেরা কোম্পানির শেয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যা আর কয়েকদিন চলমান থাকলে লেনদেন প্রায় বন্ধের কাছাকাছি পৌঁছাবে। ঠিক এই সময়েই নতুন করে নির্দেশনা জারি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো বিনিয়োগকারী চাইলে ফ্লোর প্রাইস থেকে ১০ শতাংশ কম দামে শেয়ার বিক্রি করতে পারবেন। তবে এই লেনদেনে ব্লক মার্কেটে করতে হবে। বিএসইসি এই নির্দেশনা জারির পরের দিনই ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। যা শেয়ারবাজারের জন্য একটি ভালো সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ শেয়ারনিউজ২৪.কমকে বলেন, ব্লক মার্কেটে ১০ শতাংশ কমে শেয়ার বিক্রির যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তা শেয়ারবাজারের জন্য খুব একটা ভালো হবে না। তার প্রতিফলন আজ ব্লক মার্কেটের লেনদেন লক্ষ্য করলেই বলা যায়। আজ ব্লক মার্কেটে ভালো ভালো কোম্পানিগুলোর শেয়ার তেমন লেনদেন হয়নি। অর্থাৎ ভালো কোম্পানিগুলোর শেয়ার ১০ শতাংশ কম দরে পাওয়া যাচ্ছে না।
তারল্য বৃদ্ধির বিষয়ে আবু আহমেদ বলেন, বিএসইসির এই সিদ্ধান্তের কারণে বাজারে তারল্য বৃদ্ধির বিষয়টি সন্দিহান।
তবে ব্লক মার্কেটে লেনদেনের সুযোগ করে দেওয়া একটি ভালো উদ্যোগ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
শেয়ারনিউজকে তিনি বলেন, ফ্লোর প্রাইস বেধে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, শেয়ারবাজারকে একটি বড় ধরনের পতন থেকে রক্ষা করা। এতে করে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি সুরক্ষা হয়েছে। কিন্তু অনেকেই প্রয়োজনে নিজের শেয়ার বিক্রি করে অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করতে চাইলেও ফ্লোর প্রাইসে আটকে থাকার কারণে তা সম্ভব হয়নি।
কিন্তু ব্লক মার্কেটে ১০ শতাংশ কম দামে শেয়ার বিক্রি করা সেই বিনিয়োগকারী নিজের প্রয়োজন মেটাতে পারবেন। অথবা অন্য কোনো শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।
সেসব বিনিয়োগকারীদের জন্যও একটি ভালো বিনিয়োগের সুযোগ তৈরী হয়েছে।
অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিএসইসির এই সিদ্ধান্তের কারণে শেয়ারবাজারে নতুন করে তারল্য প্রবেশ করবে। যা শেয়ারবাজারের লেনদেনের গতি বৃদ্ধি করবে। নতুন তারল্যের যোগানে যদি লেনদেনের গতি বৃদ্ধি পায়, তাহলে শেয়ারবাজার থেকে আতঙ্ক দূর হয়ে যাবে।
আর আতঙ্ক দূর হলে বিনিয়োগকারীদের মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যা শেয়ারবাজারের গতি পরিবর্তন করতে পারে। সব মিলিয়ে বিএসইসির এই সিদ্ধান্তকে শেয়ারবাজারের জন্য ভালো উদ্যোগ বলে মনে করেন তিনি।
অন্যদিকে, বিএসইসির ফ্লোর প্রাইসের ১০ শতাংশ কম দামে ব্লক মার্কেটে শেয়ার বিক্রির সিদ্ধান্তের কারণে শেয়ারবাজারে তারল্য বৃদ্ধি পাবে বলে মনে করেন শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক আল আমিনও।
অধ্যাপক আল আমিন ফেসবুকে লিখেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা নতুন যেই নির্দেশনা দিয়েছে, তাতে তারল্য কিছু বাড়বে বলে আমি মনে করি। এখানে ক্রেতা-বিক্রেতার পারস্পরিক সম্মতিতে ব্লক মার্কেটে ফ্লোর প্রাইসের চেয়ে ১০% কম মূল্যে ক্রয়-বিক্রয় হবে,মূল বাজারে ফ্লোর প্রাইস বহাল থাকবে। এখানে ১০% কমে যিনি ক্রয় করছেন তিনি যদি এক বছরও অপেক্ষা করেন,অন্যান্য যেকোন সঞ্চয় স্কিমের চেয়ে এটা কম লাভজনক হবে না। আর যিনি বিক্রয় করছেন,হয়তো তার খুব প্রয়োজন অথবা উনি তার বিনিয়োগ অন্য কোন শেয়ারে করতে পারেন,যেখানে তিনি হয়ত ১০% বেশি মুনাফা পাবেন বলে প্রত্যাশা করছেন। আমাদের দেশের পুঁজিবাজারের দুর্ভাগ্য ফেসবুক ভিত্তিক নানা গুজবে অনেকে বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকেন,এটাকেই কাজে লাগায় নানা প্রতারক চক্র। আপনি কি কখনো শুনেছেন,বড় কোন বিনিয়োগকারী,অথবা এমন কোন নির্ভরযোগ্য ফেসবুক পেইজ আছে,যেটা ফলো করে আপনি অনেক বেশি লাভবান হয়ে গেছেন? অবশ্যই না।কারণ ঐসব ফেসবুক গ্রুপ কারো কারো দালাল হিসাবে কাজ করে,যেসব বিনিয়োগকারী কম বুঝেন তাদের বেশি ক্ষতি হয় ঐসব গুজবে কান দিয়ে। তাই দোষটা কার?যিনি ফেসবুকের গুজব বিশ্বাস করেন,নাকি যিনি গুজব ছড়িয়ে থাকেন?আমি মনে করি যিনি গুজব বিস্বাস করেন,বেশি দোষ তার। ঐসব ফেসবুক গ্রুপের কি দায়,আপনাকে মুনাফা করিয়ে দেয়ার?আপনাকে মুনাফা অন্য কেউ কেন করিয়ে দিবে,কোন স্বার্থ ছাড়া? তাই ঐসব দালাল গ্রুপের খপ্পরে পড়ে, আপনি পুঁজি হারাবেন?নাকি বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে,সময় নিয়ে বিনিয়োগ করবেন,সম্পূর্ন আপনাদের সিদ্ধান্ত। আমরা খুব সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে,অন্যকে দোষারোপ করি,কখনো নিজের অজ্ঞতাকে দোষ দেই না। সবাইকে পুঁজিবাজারে কেন আসতে হবে? যারা বুঝবে শুধু তাদের আসা উচিৎ, না বুঝলে নানা দালাল গ্রুপ আপনাকে যা বুঝাবে আপনি তাই বুঝে নিজ দায়িত্বে নিজেদের ক্ষতি করতেই পারেন,কিন্তু কাউকে এটার জন্য দায়ী করা ঠিক হবে না। কারণ আপনার ঝুকি নেয়ার সক্ষমতার উপর নির্ভর করে,আপনার বিনিয়োগ সিদ্ধান্ত। তাই কোন গুজবে কান না দিয়ে,কোন দালাল চক্রের হাতে না পড়ে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিনিয়োগ করুন আর নিজের পুঁজির নিরাপত্তা দিন।
|
ব্যাংক ও শেয়ারবাজারের অর্থ লোপাট করলো ওটিসির তিন কোম্পানি
Date: 17-11-2022
Source: orthosongbad.com
Show Detais
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একই গ্রুপে তিনটি কোম্পানির মালিকপক্ষের বিরুদ্ধে ব্যাংক ও শেয়ারবাজার থেকে অর্থ লোপাট করার অভিযোগ উঠেছে। এর মধ্যে দুই কোম্পানির সম্পদ নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়াও আরেক কোম্পানির সম্পদও নিলামে বিক্রির জন্য অর্থ ঋণ আদালতে মামলা করেছে রাষ্ট্রায়ত্ত্ব একটি ব্যাংক। এসব কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ শেয়ার রয়েছে। ফলে কোম্পানির কোন সম্পদ বলতে কিছুই নেই। বর্তমানে এসব কোম্পানির শেয়ারহোল্ডাররা নাম মাত্র কাগুজে কোম্পানির শেয়ার ধারণ করছেন। মালিকপক্ষ শেয়ারবাজার থেকে অর্থ নিলেও কয়েক যুগ ধরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি। এছাড়াও বিভিন্ন ব্যাংক থেকেও ঋণ নিয়ে তা পরিশোধ না করায় প্রতিষ্ঠানগুলোর সম্পদ নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। অর্থসংবাদের অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোকে শেয়ারবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে এটিবি ও এসএমই প্লাটফর্মে লেনদেনের জন্য স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে একটি কোম্পানির শেয়ার এটিবিতে লেনদেনের অপেক্ষায় রয়েছে। কোম্পানিগুলো হলো- শ্রীপুর টেক্সটাইল মিলস লিমিটেড, বাংলাদেশ লিফ টোব্যাকো এবং আলফা টোব্যাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদের অনুসন্ধানে জানা গেছে, এসব কোম্পানির অর্থ লোপাট করে মালিকপক্ষ নতুন একাধিক কোম্পানি গঠন করে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। একই গ্রুপের তিনটি কোম্পানির অফিসের ঠিকানা একই ভবনে রয়েছে। সরেজমিনে কোম্পানিগুলোর একাধিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর প্রমাণ মিলেছে। শেয়ারহোল্ডারদের সাথে প্রতারণা করেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে কোম্পানিগুলোর মালিকপক্ষ। অচিরেই এদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা।
১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ইরবা গ্রুপ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান শ্রীপুর টেক্সটাইল মিলস লিমিটেড। সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির ৩৭ দশমিক ১৫ শতাংশ শেয়ার ধারণ করছেন। উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে কোম্পানিটির ৫০ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে। শ্রীপুর টেক্সটাইলের শেয়ার সর্বশেষ ৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছিল।
২০১৪ সালে শ্রীপুর টেক্সটাইল লিমিটেডের কারখানা বিক্রি করে দেয় বাংলাদেশ ডেভলোপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। বিক্রি করে দেওয়া কারখানাটিই কোম্পানিটির একমাত্র সম্পদ ছিল। ফলে শুধুমাত্র কাগজে-কলমেই কোম্পানির অস্তিত্ব রয়েছে, কোন সম্পদ প্রতিষ্ঠানটির নেই।
ইরবা গ্রুপের একজন কর্মকর্তা অর্থসংবাদকে জানিয়েছিলেন, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় অনেক আগেই শ্রীপুর টেক্সটাইলের সম্পদ নিলামে বিক্রি করে দেয় বাংলাদেশ ডেভলোপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।
তিনি জানান, নিলামে কোম্পানিটির সম্পদ কিনে নেয় ডিভাইন টেক্সটাইল। বর্তমানে ডিভাইন টেক্সটাইলের কারখানা গাজীপুরে।
এছাড়াও ইরবা গ্রুপের আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের কারখানাও বিক্রি করে দিয়েছে আইএফআইসি ব্যাংক। এই কোম্পানিরও একমাত্র সম্পদ ছিল নিলামে বিক্রি হওয়া কারখানাটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বাংলাদেশ লিফ টোব্যাকো কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের পরিমাণ ৫৪ দশমিক ৩৭ শতাংশ। বাকি ৪৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ার কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। ১৯৮০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার সর্বশেষ ডিএসইতে ২৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছিল।
চলতি বছরের জুনে কোম্পানির বর্তমান অবস্থা জানতে চেয়ে বাংলাদেশ লিফ টোব্যাকোকে চিঠি দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চিঠিতে কোম্পানির গত পাঁচ বছরের আর্থিক প্রতিবেদন তলব করা হয়েছিল।
জানা গেছে, ২০০৩ সাল থেকে বাংলাদেশ লিফ টোব্যাকোর উৎপাদন বন্ধ রয়েছে। ঋণ পরিশোধ করতে না পারায় ২০১২ সালের আগস্ট মাসে কোম্পানিটির কারখানাসহ সব সম্পত্তি আইএফআইসি ব্যাংক লিমিটেডের কাছে হস্তান্তর করে অর্থঋণ আদালত। পরে প্রতিষ্ঠানটির সব সম্পদ নিলামে বিক্রি করে দেওয়া হয়।
সূত্র জানায়, ইরবা গ্রুপের আরও একটি কোম্পানি আলফা টোব্যাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এই কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৬ সালে।
জানা গেছে, আলফা টোব্যাকোতে সাধারণ বিনিয়োগকারীদের ৫২ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৬০ শতাংশ শেয়ার। এছাড়াও কোম্পানিটিতে ৮ দশমিক ৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং ৩ দশমিক ২০ শতাংশ বিদেশি বিনিয়োগ রয়েছে। কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ ২৮ লাখ ৮০ হাজার।
সূত্র জানায়, আলফা টোব্যাকোর কারখানাও নিলামে বিক্রি করার জন্য অর্থঋণ আদালতে মামলা করেছে সোনালী ব্যাংক লিমিটেড।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরবা গ্রুপের একজন কর্মকর্তা অর্থসংবাদকে জানান, সোনালী ব্যাংক থেকে আলফা টোব্যাকো সর্বমোট ২৫ কোটি টাকা ঋণ নিয়েছে। পরিশোধ করেছে ৯০ কোটি টাকা। তবে সোনালী ব্যাংক ১৫০ কোটি টাকার দাবি করে কোম্পানির একমাত্র সম্পদ কারখানাটি নিলামে বিক্রির জন্য অর্থঋণ আদালতে মামলা করেছে।
আলফা টোব্যাকোর ৫৫তম বার্ষিক প্রতিবেদনের একটি কপি অর্থসংবাদের হাতে এসেছে। ২০২১-২১ অর্থবছরের ওই প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৮১ পয়সা লোকসান হয়েছে। এর আগের বছর (২০১৯-২০২০) অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ২ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আলফা টোব্যাকোর লোকসান কমেছে ০২ পয়সা।
এছাড়াও, ৩০ জুন, ২০২১ তারিখ পর্যন্ত কোম্পানিটির ব্যাংক লোনের পরিমাণ ছিল ৩৫ কোটি ৫ লাখ টাকা। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে কোম্পানিটির মোট ৭ কোটি ২৯ লাখ ১৫ হাজার ২৪৮ টাকার সম্পদ ছিল, বিপরীতে দায় ছিল ১০৬ কোটি ৭৯ লাখ ৪ হাজার ৮৬২ টাকা।
জানা গেছে, আলফা টোব্যাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহমেদ ইউছুফ। মো. ইকবাল সাঈদ এবং মাহতাব উদ্দিন আহমেদ কোম্পানিটির পরিচালক হিসেবে রয়েছেন।
তিন কোম্পানির সার্বিক বিষয়ে জানার জন্য আলফা টোব্যাকোর কোম্পানি সচিব নাসিমা খাতুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে এসএমএস পাঠানোর পর দুইদিন পার হলেও কোন উত্তর মেলেনি।
এ বিষয়ে জানতে চাইলে শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, নিয়ম অনুযায়ী, যারা ঋণ দিয়েছে তারা কোম্পানিটির সম্পদ আগে পাবে। ঋণদাতারা নেওয়ার পর কিছু থাকলে তারপর বিনিয়োগকারীরা পাবে, এটাই নিয়ম।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য আমরা এ ধরণের কোম্পানিকে আইপিওতে আসতে দিয়েছি। এগুলো দেখার কেউ নেই। মাঝখানে আমরা সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছি।
অধ্যাপক আবু আহমেদ মনে করেন, আমাদের দেশের অনেক উদ্যোক্তা ধাপ্পাবাজ, ব্যর্থ। এজন্যই প্রতারণার ঘটনা ঘটছে। তিনি বলেন, কিছু কোম্পানি আইপিওতে আসার সময় পত্রিকায় লেখালেখি হয়েছে, তারপরও তাঁরা ম্যানেজ করে শেয়ারবাজারে আসছে। প্রতারণারও একটা সীমা আসছে। রেগুলেটর (নিয়ন্ত্রক সংস্থা) যদি গার্ড (নিরাপত্তা) না দিতে পারে, তাহলে কে দিবে?
|
বৃহস্পতিবার বন্ধ থাকবে ৩৪ কোম্পানির লেনদেন
Date: 16-11-2022
Source: businesshour24.com
Show Detais
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪ কোম্পানি শেয়ার লেনদেনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।
কোম্পানিগেুলো হলো : জাহিনটেক্স, ভিএফএস থ্রেড ডাইং, সোনালী পেপার, সী পার্ল, সায়হাম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, রংপুর ফাউন্ড্রি, ন্যাশনাল টি, ন্যাশনাল পলিমার, এমএল ডাইং, এমজেএলবিডি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, জেনারেশন নেক্সট ফ্যাশন, জিকিউ বলপেন, ফাইন ফুডস, ফার কেমিক্যাল, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ইভিন্স টেক্সটাইল, ডেসকো, ড্যাফোডিল কম্পিউটার, বিকন ফার্মা, বিডিকম, বাটা সু, আর্গন ডেনিমস, আনলিমা ইয়ার্ন, এএমসিএল (প্রাণ), অগ্নি সিস্টেমস, এএফসি এ্রগ্রো, অ্যাডভেন্ট ফার্মা, একটিভ ফাইন, এসিআই ফর্মূলেশন, এসিআই এবং আমান কটন,
জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি ৩৪টির শেয়ার লেনদেন ১৭ নভেম্বর বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর ২০ নভেম্বর (রবিবার) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
|
বিকালে আসছে ৮৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
Date: 14-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮৪ প্রতিষ্ঠান সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড এবং ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য আজ (১৪ নভেম্বর) বোর্ড সভার করবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর নাম ও বোর্ড সভার সময় উল্লেখ করা হলো:
আরামিট লিমিটেডের বিকেল চারটায়, আরামিট সিমেন্টের বিকাল ৪ টায়, এল. আর. গ্লোবাল মিউচুয়াল ফান্ডের বিকাল তিনটায়, লুবরেফের বিকাল ৪:০০ টায়, আরডি ফুডের বেলা আড়াইটায়, জেনারেশন নেক্সট এর বিকাল ৩ টায়, ন্যাশনাল ফিড মিলের বিকেল সোয়া চারটায়, আমান কটনের বিকাল সাড়ে চারটায়, আমান ফিডের বিকাল চারটায়, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর বিকাল তিনটায়, প্যাসিফিক ডেনিমসের বিকাল সাড়ে তিনটায়, ফরজুন সুজের বিকাল ৪ টায়, ড্যাফোডিল কম্পিউটারস এর বিকাল সাড়ে তিনটায়, ডেল্টা স্পিনারসের বিকাল তিনটায়, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের বিকাল সাড়ে চারটায়, খুলনা পাওয়ার লিমিটেডের বেলা দুইটাই বিডি কম অনলাইন এর বেলা আড়াইটায়, অলিম্পিক এক্সেসরিজ এর বিকাল ৩ টায়, এডভেন্ট ফার্মার বিকাল তিনটায়, আনোয়ার গ্যালভানাইজিং এর বিকাল তিনটায়, সাফকো স্পিনিং এর বিকাল সাড়ে চারটায়, অরিয়ন ইনফিউশন এর বিকাল সাড়ে তিনটায়, ওরিয়ন ফার্মার বিকাল তিনটায়, তসরিফা ইন্ডাস্ট্রিজের বিকাল পাঁচটায়, বিএফএস থ্রেড এর বিকাল সাড়ে তিনটায়, একমি পেস্টিসাইডের বিকাল সাড়ে তিনটায়, সিমটেক্সের বিকাল সাড়ে চারটায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিকাল তিনটায়, ড্রাগন সোয়েটারের বিকাল তিনটায়, গোল্ডেন সনের বিকেল সাড়ে চারটায়, পেনিনসুলা হোটেলের বিকাল সাড়ে তিনটায়, শাহজীবাজার পাওয়ারের সন্ধ্যা ছয়টায়, হাওয়েল টেক্সটাইল এর বিকাল সাড়ে চারটায়, ওয়াটা কেমিক্যাল এর বিকেল চারটায়, সিলভা ফার্মার বিকাল সাড়ে তিনটায়, ডেসকোর বিকাল তিনটায়, মোজাফফর হোসেন স্পিনিং এর বিকাল সাড়ে তিনটায়, বিডি থাই অ্যালুমিনিয়ামের বিকাল ৪ টায়, সামিট পাওয়ারের বিকাল তিনটায়, সিভিও পেট্রোকেমিকলের বিকাল সাড়ে তিনটায়, মেঘনা সিমেন্টের বিকাল পৌনে তিনটায়, নাভানা সিএনজি বিকাল ৪ঃ০০ টায়, আফতাব অটোমোবাইলসের বিকাল তিনটায়, ইউনাইটেড পাওয়ার এর বিকাল ৪ টায়, দেশবন্ধু পলিমারের বিকাল তিনটায়, এপেক্স ট্যানারি বিকাল তিনটায়, আলহাজ টেক্সটাইলের বিকাল সাড়ে তিনটায়, ফার্মার এইডের বিকাল তিনটায়, বিকন ফার্মার বিকাল তিনটায়, সায়হাম কটনের বিকাল ৪ টায়, দেশ গার্মেন্টসের বিকেল সাড়ে তিনটায়, জিবিবি পাওয়ার এর বিকাল তিনটায়, রানার অটোমোবাইলসের বেলা আড়াইটায়, তমিজ উদ্দিন টেক্সটাইলের বিকাল সাড়ে তিনটায়, গোল্ডেন হারভেস্টের সন্ধ্যা ছয়টায়, ফাইন ফুডসের বেলা ২:৩৫ টায়, সাভার রিফ্যাক্টরিজের বিকাল তিনটায়, ইফাদ অটোস এর বিকাল সাড়ে তিনটায়, ফার কেমিক্যাল এর বিকাল সাড়ে তিনটায়, এম এল ডাইং এর বিকাল সাড়ে তিনটায়, ডরিন পাওয়ারের বিকাল সাড়ে তিনটায়, বসুন্ধরা পেপারের বিকাল ৪:০০ টায়, মনোস্পুল পেপারের বিকাল তিনটায়, পেপার প্রসেসিং এর বিকাল ৪:০০ টায়, আইটি কনসালটেন্টসের বিকাল তিনটায়, স্কয়ার টেক্সটাইলের বিকেল চারটায়, স্কয়ার ফার্মার বিকাল তিনটায়, কাশেম ইন্ডাস্ট্রিজের বেলা আড়াইটায়, কেডিএস এক্সেসরিজের বিকাল ৪ টায়, প্রাইম টেক্সটাইলের বিকাল তিনটায়, মতিন স্পিনিং এর বিকাল ৪ টায়, এস কে ট্রিমসের বিকাল ৪ টায়, কুইনসাউথ টেক্সটাইলের বিকাল ৪:০০ টায়, বিডি অটোকারের বিকাল ৪ টায়, ইস্টার্ন হাউজিং এর বিকাল সাড়ে তিনটায়, ইউনিক হোটেলের বিকাল ৪ঃ০০ টায়, কনফিডেন্স সিমেন্টের বিকেল তিনটায়, মুন্নু এগ্রো মেশিনারিজের বিকাল তিনটায়, মুন্নু সিরামিক এর বিকাল সোয়া চারটায়, লাভেলো আইসক্রিমের বেলা আড়াইটায়, স্কয়ার নীটের বিকাল তিনটায়, এবং জাহিন টেক্সটাইলের বিকাল চারটায়,
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরামিট লিমিটেড ও আরামিট সিমেন্ট ডিভিডেন্ডের পাশাপাশি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এল. আর. গ্লোবাল মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড ঘোষণা করবে।
|
মঙ্গলবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস
Date: 14-11-2022
Source: sharebazarnews.com
Show Detais
আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। নতুন নিয়মে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়।
স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।
বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট থেকে অফিসের সেই সূচিতে পরিবর্তন আনে সরকার। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। বর্তমানে ব্যাংক লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
শীত মৌসুমকে সামনে রেখে গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শীতকালে সকাল ৮টায় অফিসে আসতে অসুবিধা হবে।
তিনি বলেন, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত তারা নেবেন। এছাড়া স্কুল কলেজের সময়সূচির বিষয়ে উনাদের (শিক্ষা মন্ত্রণালয়) কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও চলবে নতুন সূচিতে
১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেনের নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত ওই সূচি অনুযায়ী মঙ্গলবার থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনও চলবে নতুন সূচিতে। মঙ্গলবার থেকে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
গত ১৩ নভেম্বর বীমা খাতের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত ও ব্যাংক সময়ের সঙ্গে সঙ্গতি রেখে আইডিআরএ এবং সব বিমা কোম্পানির অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলো।
|
এসএমই মার্কেট সবার জন্য উন্মুক্ত নয় কেন, জানতে চায় হাইকোর্ট
Date: 14-11-2022
Source: orthosongbad.com
Show Detais
শেয়ারবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই) প্লাটফর্মে সব বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত নয় কেন, জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মুল বাজারে ফ্লোর প্রাইস থাকলেও এসএমইতে তা কেন নেই, বিএসইসিকে এ বিষয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছে হাইকোর্ট।এসএমইতে বিনিয়োগসীমা আগামী তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এবিষয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে আদেশ দিয়েছে হাইকোর্ট।
এদিকে রোববার (১৩ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এসএমই প্লাটফর্মে বিনিয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগসীমা বাধ্যতামূলক করে দেয় বিএসইসি। সবার জন্য এসএমইতে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করা ছাড়াও ফ্লোর প্রাইস আরোপের বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। হাইকোর্ট বেঞ্চে দায়ের করা রিট নম্বর: ১৩৭৪৯। রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসানের পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মোস্তফা কামাল। রিটে অর্থসংবাদে প্রকাশিত ‘এসএমইতে দরপতন, পুঁজি হারানোর শঙ্কায় বিনিয়োগকারীরা’ শিরোনামের সংবাদটি উপস্থাপন করা হয়েছে।
জানা গেছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর দুই স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ওটিসি মার্কেট বাতিল করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওইদিন কমিশন সভায় ২৯ কোম্পানিকে তালিকাচ্যুত করে ৪১টি কোম্পানিকে এসএমই ও এটিবিতে (অলটারনেটিভ ট্রেডিং বোর্ড) স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু হয়। সেদিন প্রথমিকভাবে ছয়টি কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্মে লেনদেন চালু করা হয়। বর্তমানে এসএমইতে তালিকাভুক্ত কোম্পানি ১৫টি। এর মধ্যে ১৩ প্রতিষ্ঠানের শেয়ার নিয়মিত লেনদেন হচ্ছে।
চলতি বছরের ২২ সেপ্টেম্বর সর্বশেষ এসএমই প্লাটফর্মের বিনিয়োগের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশে বলা হয়, এসএমইতে লেনদেনে যোগ্য বিনিয়োগকারী হতে শেয়ারবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।
সুত্র মতে, এসএমইতে বিনিয়োগসীমা দিয়ে ব্যবসায় বাঁধাগ্রস্থ করে সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে লেনদেনের শুরুর দিকে এসএমই প্লাটফর্মের শেয়ারগুলোর দরবৃদ্ধি পেলেও পরবর্তীতে বেশিরভাগ শেয়ারের দাম অর্ধেকের নিচে নেমে আসে। এ নিয়ে গত ২ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে অর্থসংবাদ। ‘এসএমইতে দরপতন, পুঁজি হারানোর শঙ্কায় বিনিয়োগকারীরা’ শিরোনামে ওই সংবাদে এসএমই প্লাটফর্মের বিনিয়োগকারীদের আতঙ্কের বিষয়টি তুলে ধরা হয়।
|
একমি ল্যাবরেটরীজের প্রথম প্রান্তিক প্রকাশ
Date: 14-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরীজ লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০৫ টাকা ৪৩ পয়সা।
|
দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন অর্থমন্ত্রী
Date: 14-11-2022
Source: sharenews24.com
Show Detais
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের রেয়াতযোগ্য আইডিএ তহবিল থেকে সহায়তা চেয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে রেবিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি বিশ্ব ব্যাংকের সহায়তা চান।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস-প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ও ভুটানের নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর আবদুললায়ে সেক তিন দিনের সফরে ১৩ নভেম্বর ঢাকায় আসেন।
এদিকে অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন।
অর্থমন্ত্রী বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে বর্ণনা করে বলেন, ১৯৭২ সাল থেকে আমরা বিশ্বব্যাংক থেকে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান পেয়েছি। যার মধ্যে $২৬.৬ বিলিয়ন মওকুফ করা হয়েছে। আমরা এখন পর্যন্ত $৬.৩৬ বিলিয়ন সুদ এবং মূল পরিশোধ করেছি। বিশ্বব্যাংক ২০২৩-২০২৭ অর্থবছরের জন্য কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক তৈরি করছে।
মোস্তফা কামাল ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প পরিকল্পনা এবং ডেল্টা প্ল্যান এবং অন্যান্য সরকারি মহাপরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা ও নীতির সাথে কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।
ঢাকা শহরের চারপাশের নদ-নদীর পরিবেশ পুনরুদ্ধার ও নৌচলাচল নিশ্চিত করতে এবং ঢাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের অনুরোধে ঢাকার সৌন্দর্যায়ন নামে একটি প্রযুক্তিগত সহায়তা প্রকল্পে কাজ করার জন্য অর্থমন্ত্রী বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান। এছাড়া বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও তারা আলোচনা করেন।
অর্থমন্ত্রী বলেন, আমরা ২০১৯ থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ১ বিলিয়ন বাজেট সহায়তা পেয়েছি। চলতি অর্থবছরে আরও ৫০ কোটি বাজেট সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবং পরবর্তী ২ অর্থবছরে, আমরা বাজেট সমর্থনে আরও $৫০০ মিলিয়ন পাওয়ার আশা করছি।
দ্বিপাক্ষিক বৈঠকে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং আঞ্চলিক পরিচালক গুয়াংজে চেন এবং ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দুনডন চেন উপস্থিত ছিলেন।
|
১৫ নভেম্বর থেকে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
Date: 14-11-2022
Source: sunbd24.com
Show Detais
আগামী ১৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এ সময়ে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে এ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এ তিন প্ল্যাটফর্মের কার্যক্রম সূচি পরিবর্তন করা হয়েছে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।
বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে।
এসব চেক বিকেল ৪টার মধ্যে নিষ্পত্তি হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।
আরটিজিএস-এর লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে, কাস্টমস শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএস-এর মাধ্যমে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
|
বেঙ্গল উইন্ডসোরের প্রথম প্রান্তিক প্রকাশ
Date: 13-11-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৭ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৫১ পয়সা।
|
শাইন পুকুরের মুনাফা ৪০০ শতাংশ বেড়েছে
Date: 13-11-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত শাইন পুকুর সিরামিকের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪০০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.০২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা বা ৪০০ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৬৯ টাকায়।
|
মুনাফা বেড়েছে সিনোবাংলার
Date: 13-11-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনোবাংলার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৪ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.২৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৪ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.২০ টাকায়।
|
শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ লভ্যাংশ দেবে মেঘনা পেট্রোলিয়াম
Date: 13-11-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৯.২৫ টাকা। ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৪.১৫ টাকা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।
|
মুনাফা বেড়েছে কেঅ্যান্ডকিউয়ের
Date: 13-11-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত কেঅ্যান্ডকিউয়ের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৭ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.১২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ১৭ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩.৯৬ টাকায়।
|
আমান ফিডের পর্ষদ সভা ১৪ নভেম্বর
Date: 13-11-2022
Source: orthosongbad.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হবে।
|
লেনদেনে শীর্ষে থাকা প্রযুক্তি খাতের চাহিদা বেশি
Date: 13-11-2022
Source: sharebiz.net
Show Detais
বেশিরভাগ কার্যদিবসে পতন হওয়ায় গত সপ্তাহে সূচকের পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। তবে লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দশমিক ৯ শতাংশ কমেছে, লেনদেন ৬ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এছাড়া গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল।
গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশের বেশি হয়েছে প্রযুক্তি খাতে। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। সেই সঙ্গে আলোচ্য খাত লেনদেনের শীর্ষ অবস্থানের মাধ্যমে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে রয়েছে। এতে খাতটিতে শেয়ারদরের সবচেয়ে বেশি উত্থান হয়েছে। শেয়ারদর বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ছিল কাগজ ও মুদ্রণ এবং সিমেন্ট খাতের শেয়ার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা প্রযুক্তি খাতে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ২০ শতাংশ বা ১০০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এতে খাতটিতে গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৮০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা কাগজ ও মুদ্রণ খাতে গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৪০ শতাংশ। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৬০ শতাংশ বা ৫০০ কোটি টাকার লেনদেন হয়েছে। ১ শতাংশ শেয়ারদর বেড়ে গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল সিমেন্ট খাত। খাতটিতে গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১ দশমিক ৬০ শতাংশ বা ৯৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
অন্যদিকে গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ভ্রমণ ও অবকাশ খাতে। খাতটিতে গত সপ্তাহে ৭ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর কমেছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিমা খাতের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৮০ শতাংশ। ২ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর কমে তৃতীয় স্থানে ছিল পাট খাত।
লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ১৬ দশমিক ৬০ শতাংশ বা সাড়ে ৯৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এর বিপরীতে খাতটিতে ১ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর কমেছে। ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ১০ শতাংশ বা সাড়ে ৭০৪ কোটি টাকার লেনদেন হয়ে তৃতীয় স্থানে ছিল বিবিধ খাত। খাতটিতে গত সপ্তাহে ১ দশমিক ৫০ শতাংশ শেয়ারদরের পতন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৮২২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ১৮৩ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৪৯ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকার বা ৬ দশমিক ৩৯ শতাংশ লেনদেন বেড়েছে।
বেশিরভাগ কার্যদিবসে পতন হওয়ায় গত সপ্তাহে সূচকের পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। তবে লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দশমিক ৯ শতাংশ কমেছে, লেনদেন ৬ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এছাড়া গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল।
গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশের বেশি হয়েছে প্রযুক্তি খাতে। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। সেই সঙ্গে আলোচ্য খাত লেনদেনের শীর্ষ অবস্থানের মাধ্যমে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে রয়েছে। এতে খাতটিতে শেয়ারদরের সবচেয়ে বেশি উত্থান হয়েছে। শেয়ারদর বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ছিল কাগজ ও মুদ্রণ এবং সিমেন্ট খাতের শেয়ার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা প্রযুক্তি খাতে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ২০ শতাংশ বা ১০০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এতে খাতটিতে গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৮০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা কাগজ ও মুদ্রণ খাতে গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৪০ শতাংশ। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৬০ শতাংশ বা ৫০০ কোটি টাকার লেনদেন হয়েছে। ১ শতাংশ শেয়ারদর বেড়ে গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল সিমেন্ট খাত। খাতটিতে গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১ দশমিক ৬০ শতাংশ বা ৯৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
অন্যদিকে গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ভ্রমণ ও অবকাশ খাতে। খাতটিতে গত সপ্তাহে ৭ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর কমেছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিমা খাতের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৮০ শতাংশ। ২ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর কমে তৃতীয় স্থানে ছিল পাট খাত।
লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ১৬ দশমিক ৬০ শতাংশ বা সাড়ে ৯৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এর বিপরীতে খাতটিতে ১ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর কমেছে। ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ১০ শতাংশ বা সাড়ে ৭০৪ কোটি টাকার লেনদেন হয়ে তৃতীয় স্থানে ছিল বিবিধ খাত। খাতটিতে গত সপ্তাহে ১ দশমিক ৫০ শতাংশ শেয়ারদরের পতন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৮২২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ১৮৩ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৪৯ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকার বা ৬ দশমিক ৩৯ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৬ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৭ দশমিক ২ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে ২ হাজার ২৩৫ পয়েন্টে নেমেছে। অন্যদিকে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ দশমিক ৭ পয়েন্ট বা ১ দশমিক ১৫ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১২৯টির। ২২৩টির দাম ছিল অপরিবর্তিত।
|
ফার্মা এইডসের বড় লভ্যাংশ ঘোষণা
Date: 10-11-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১.১৪ টাকা। ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮.৮৩ টাকা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৮ ডিসেম্বর।
|
নগদ লভ্যাংশ দেবে পাওয়ারগ্রীড
Date: 10-11-2022
Source: orthosongbad.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পাওয়ারগ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বুধবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ৫০ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।
আগামী ২১ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
|
লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
Date: 10-11-2022
Source: sharebazarnews.com
Show Detais
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১২৪ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকার।
৬২ কোটি ৯৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নাভানা ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং, আইটি কনসালট্যান্টস, ইন্ট্রাকো সিএনজি, লুব রেফ ও মতিন স্পিনিং লিমিটেড।
|
৩৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
Date: 10-11-2022
Source: sharebazarnews.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩ কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : ওরিয়ন ফার্মা, তশরিফা, ভিএফএস থ্রেড ডাইং, একমি পেস্টিসাইডস, সিমটেক্স, অলিম্পিক, ড্রাগন সোয়েটার, গোল্ডেন সন, পেনিনসুলা চিটাগং, শাহজিবাজার পাওয়ার, হা-ওয়েল টেক্সটাইল, সামিট এলায়েন্স পোর্ট, আনলিমা ইয়ার্ন, ওয়াটা কেমিক্যাল, সিলভা ফার্মা, ডেসকো, মোজাফফর হোসাইন স্পিনিং, বিডি থাই, সামিট পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, মেঘনা সিমেন্ট, নাভানা সিএনজি, আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড পাওয়ার, দেশবন্ধু পলিমার, এপেক্স ট্যানারি, সেন্ট্রাল ফার্মা, আলহাজ্ব টেক্সটাইল, ফার্মা এইডস, বিকন ফার্মা, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল এবং দেশ গার্মেন্টস।
কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ১৪ নভেম্বর বিকাল ৩টায়, তশরিফার ১৪ নভেম্বর বিকাল ৫টায়,ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, একমি পেস্টিসাইডসের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, সিমটেক্সের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়, অলিম্পিকের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, ড্রাগন সোয়েটারের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, গোল্ডেন সনের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়, পেনিনসুলা চিটাগংয়ের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, শাহজিবাজার পাওয়ারের ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায়, হা-ওয়েল টেক্সটাইলের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়, সামিট এলায়েন্স পোর্টের ১৫ নভেম্বর দুপুর ২.৩৫টায়, আনলিমা ইয়ার্নের ১৩ নভেম্বর বিকাল ৪টায়, ওয়াটা কেমিক্যালের ১৪ নভেম্বর বিকাল ৪টায়, সিলভা ফার্মার ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, ডেসকোর ১৪ নভেম্বর বিকাল ৩টায়, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ১৪ নভেম্বর বিকার সাড়ে ৩টায়, বিডি থাইয়ের ১৪ নভেম্বর বিকাল ৪টায়, সামিট পাওয়ারের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, সিভিও পেট্রোকেমিক্যালের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, মেঘনা সিমেন্টের ১৪ নভেম্বর বিকাল পৌনে ৩টায়, নাভানা সিএনজির ১৪ নভেম্বর বিকাল ৪টায়, আফতাব অটোমোবাইলসের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, ইউনাইটেড পাওয়ারের ১৪ নভেম্বর বিকাল ৪টায়, দেশবন্ধু পলিমারের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, এপেক্স ট্যানারির ১৪ নভেম্বর বিকাল ৩টায়, সেন্ট্রাল ফার্মার ১৫ নভেম্বর বিকাল ৩টায়, আলহাজ্ব টেক্সটাইলের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, ফার্মা এইডসের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, বিকন ফার্মার ১৪ নভেম্বর বিকাল ৩টায়, সায়হাম কটনের ১৪ নভেম্বর বিকাল ৪টায়, সায়হাম টেক্সটাইলের ১৪ নভেম্বর বিকাল ৩টায় এবং দেশ গার্মেন্টসের বোর্ড সভা ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০২২ (জুলাই-সেপ্টেম্বর) সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
|
বাংলাদেশকে ৪৫০ কোটি ডলারের ঋণ দিতে সম্মত আইএমএফ
Date: 09-11-2022
Source: prothomalo.com
Show Detais
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ।
সচিবালয়ে আজ বুধবার সফররত আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদার ও অর্থসচিব ফাতেমা ইয়াসমিন।
আইএমএফের দলটি গত ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত প্রায় ৩০টি বৈঠক করেছে। বেশির ভাগ বৈঠক ছিল আর্থিক খাতের সঙ্গে সম্পর্কিত মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে। আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ দলটির নেতৃত্ব দিচ্ছেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে আইএমএফের ঋণ পেতে যাচ্ছি। অনেকের অনুমান ছিল, আমরা আইএমএফের ঋণ পাব না কিংবা তারা কঠিন শর্ত দেবে। তেমন কিছুই হয়নি। তবে তারা শর্ত দিয়েছে। রাজস্ব আয় বৃদ্ধির জন্য আইএমএফের কিছু পরামর্শ আছে। আমরাও সেভাবে কাজ করছি।
অর্থমন্ত্রী জানান, আইএমএফ তিন মাসের মধ্যে এই ঋণের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে। সাত কিস্তিতে এই ঋণ দেবে তারা। প্রথম কিস্তির ঋণ মিলবে আগামী ফেব্রুয়ারিতে। আর সর্বশেষ কিস্তির ঋণ পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে। আইএমএফের ঋণের সুদহার হবে বাজারদর অনুযায়ী। তাতে গড় সুদহার হবে ২ দশমিক ২ শতাংশ।
|
পদোন্নতি বাতিল: ডিএসইর এইচআর পলিসি নিয়ে সভা তলব এসইসির
Date: 09-11-2022
Source: sharebazarnews.com
Show Detais
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাদের কাজে উৎসাহ বাড়াতে একযোগে ৯৫ জনকে পদোন্নতি দিয়েছিলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া। এর জের ধরে বাধ্য হয়ে পদত্যাগ করেছিলেন তিনি। এবার তার দেওয়া পদোন্নতির তালিকা থেকে ১৮ কর্মকর্তার নাম বাতিল করেছে ডিএসইর পরিচালনা পর্ষদ, যা গত রোববার (৬ অক্টোবর) কার্যকর হয়েছে। এ পরিস্থিতিতে ডিএসইর মানবসম্পদ নীতি (এইচআর পলিসি) সংক্রান্ত সভা ডেকেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৮ নভেম্বর) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
এইচআর নীতি সংক্রান্ত সভার বিষয়ে বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কমিশন প্রাঙ্গণে ঢাকা স্টক এক্সচেঞ্জের এইচআর নীতি সংক্রান্ত সভায় নিজ নিজ প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এ সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০১৩ এর রেগুলেশন ৬.৬ অনুযায়ী, পরিচালনা পর্ষদ এমডির সব সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে না। যদি এমন কোনো হস্তক্ষেপ করে, তাহলে তা নীতিমালা পরিপন্থী বলে বিবেচিত হবে। এছাড়া, রেগুলেশন ৮.৯ অনুযায়ী, পরিচালকরা কোনোভাবেই এক্সচেঞ্জের ম্যানেজমেন্টের কার্যক্রমের বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না। তবে, এমডির কোনো সিদ্ধান্ত ভুল বা ডিএসইর জন্য ক্ষতিকর হলে পরিচালনা পর্ষদ বিএসইসিকে তদন্ত করার জন্য অনুরোধ করতে পারে। অভ্যন্তরীণ অডিট দল দিয়ে তদন্ত করারও সুযোগ আছে।
এর পরিপ্রেক্ষিতে ডিএসইর অনেক কর্মকর্তার অভিযোগ, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নীতিমালা লঙ্ঘন করে পদোন্নতি বাতিল করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ১৮ কর্মকর্তার পদোন্নতি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে অন্য ৮ কর্মকর্তাকে ‘ডাবল প্রমোশন’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিএসইর কর্মকর্তাদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
যাদের পদোন্নতি কেড়ে নেওয়া হয়েছে: উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) থেকে মহাব্যবস্থাপক (জিএম) হওয়া তিনজন। জ্যেষ্ঠ ব্যবস্থাপক (এসএম) থেকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হওয়া সাতজন। ব্যবস্থাপক থেকে জ্যেষ্ঠ ব্যবস্থাপক হওয়া পাঁচজন। জ্যেষ্ঠ এক্সিকিউটিভ থেকে উপ-ব্যবস্থাপক হওয়া তিনজন। মহাব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি বাতিল করা কর্মকর্তারা হলেন—মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, সাইদ মাহমুদ যোবায়ের ও সৈয়দ আল-আমিন রহমান। সহকারী মহাব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি বাতিল করা কর্মকর্তারা হলেন—মো. বজলুর রহমান, কামরুন নাহার, মোহাম্মদ হারুন-অর-রশিদ পাঠান, মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ মাহফুজুর রহমান, সৈয়দ ফয়সাল আব্দুল্লাহ ও মোহাম্মদ নাসির উদ্দিন রেজা। জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি বাতিল করা কর্মকর্তারা হলেন—ফারহানা শরিফা, সাদাত মারুফ হাসনায়েন, মামুন-উর-রশিদ, শরিফ গিয়াস উদ্দিন আলম ও মো. মশিউর রহমান চৌধুরী। উপ-ব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি বাতিল করা করা কর্মকর্তারা হলেন—মো. আব্দুল লতিফ মিয়া, মো. সফিকুল আলম ও মো. দেলোয়ার হোসেন।
চলতি বছরের গত ২৩ আগস্ট তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগের পরের দিন ২৪ আগস্ট বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানকে এ বিষয়ে আলোচনার জন্য ডেকেছিলেন। ২৫ আগস্টের মধ্যে তারেক আমিনের পদত্যাগ এবং তার দ্বারা ডিএসইর কর্মচারীদের পদোন্নতির বিষয়ে ডিএসইকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। ওই দিন বিএসইসির কাছে তারেক আমিন ভূঁইয়াকে স্বপদে পুনর্বহাল এবং পদত্যাগের সঠিক কারণ তদন্তের দাবি জানায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। পরবর্তীতে তারিক আমিন ভূঁইয়া এক চিঠিতে বিএসইসিকে জানান, ডিমিউচ্যুয়ালাইজেশন নীতিমালা মেনেই তিনি কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছিলেন। নীতিমালা মেনে কাজের সুযোগ পেলে তিনি আবার ফিরতে চান। তবে, ২৫ আগস্ট অনেকটা তড়িঘড়ি করে তার পদত্যাগপত্র গ্রহণ করে ডিএসইর পরিচালনা পর্ষদ।
|
অ্যাটলাস বাংলাদেশ লভ্যাংশ দেবে না
Date: 09-11-2022
Source: orthosongbad.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারকে কোনো লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ০৯ পয়সা লোকসান হয়েছিল।
আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।
|
শমরিতা হাসপাতালের প্রথম প্রান্তিক প্রকাশ
Date: 09-11-2022
Source: sunbd24.com
Show Detais
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ০৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫১ টাকা ৪৭ পয়সা।
|
শমরিতা হাসপাতালের লভ্যাংশ ঘোষণা
Date: 09-11-2022
Source: sunbd24.com
Show Detais
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৩ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৩২ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর ।
|
ফ্লোর প্রাইসের গুজবে ফের আতঙ্ক পুঁজিবাজারে
Date: 09-11-2022
Source: orthosongbad.com
Show Detais
ফ্লোর প্রাইস তুলে দেওয়ার গুজবে পুঁজিবাজারে ফের সূচকের দরপতন হয়েছে। আর এ গুজব আতঙ্কে আজ (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট।
দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে এমন গুজবে বিনিয়োগকারীরা কম দামে তাদের শেয়ার বিক্রি করে দেওয়ায় এমনটা হয়েছে।
এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম অর্থসংবাদকে বলেন ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, বাজারে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে বলে একটি চক্র গুজব ছড়িয়েছে, তারা বাজারে আতঙ্ক ছড়িয়ে ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।
|
ডিএসইতে ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচিতে লেনদেন
Date: 08-11-2022
Source: sharebazarnews.com
Show Detais
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময়সূচির পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেনদেনের নতুন সময়সূচি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। প্রি-ওপেনিং সেশন ৫ মিনিট ১০টা ২৫ মিনিট থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ও পোস্ট ক্লোজিং সেশন ১০ মিনিট বা ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ।
ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে আসায় বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
|
আগ্রহের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
Date: 07-11-2022
Source: businesshour24.com
Show Detais
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬২টির বা ১৬.৯৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, জেনেক্সের ৯.৯৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৯৪ শতাংশ, সিনোবাংলার ৯.৯২ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৭.৮৭ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭.২৬ শতাংশ, লাফার্জহোলসিমের ৬.২১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.২৬ শতাংশ এবং ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর ৪.৯৯ শতাংশ বেড়েছে।
|
আনোয়ার গ্যালভানাইজিংয়ের ডিভিডেন্ড জটিলতা, আতঙ্কে বিনিয়োগকারীরা
Date: 07-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ১০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ২০ শতাংশ ক্যাশ এবং ৮০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
৮০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করায় আনোয়ার গ্যালভেনাইজিংয়ের বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু এখন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শেয়ারবাজার কর্তৃপক্ষ বলছে, কোম্পানিটি আইন মেনে ডিভিডেন্ড ঘোষণা করেনি। এর ফলে নিয়মের বাইরে যে পরিমাণ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে তার বিপরীতে তাদের ১০ শতাংশ হারে কর দিতে হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যে তাদের পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করতে বলেছে বিএসইসি।
বোনাস ডিভিডেন্ডের বিপরীতে ১০ শতাংশ করা প্রদান এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরিশোধিত মূলধন বৃদ্ধি করার বিষয়ে এখন কোম্পানিটি বলছে, তারা বেশি ডিভিডেন্ড দিতে পারবে না। যেহেতু তাদের মুনাফার টাকা বাজার মূলধন বৃদ্ধিতে এবং কর দিতে চলে যাবে।
নিয়ম অনুযায়ী, ক্যাশ ও বোনাসের ডিভিডেন্ড সমান হতে হবে। কিন্তু ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের বিপরীতে ৮০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। এতে আইনের ব্যত্যয় হয়েছে।
এই অবস্থায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ১০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণায় তাদের মধ্যে যে স্বস্তি দেখা গিয়েছিল, এখন সেই স্বস্তি হতাশায় পরিণত হয়েছে। বিশেষ করে যারা চড় দামে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করেছেন, তাদের মধ্যে এথন আতংক ভর করেছে। কারণ এখন এই কোম্পানির শেয়ার দর কমে যেতে পারে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২১-২০২২ অর্থবছরে আনোয়ার গ্যালভানাইজিংয়ের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৭২৪ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৫৪ পয়সা। ২০২১ সালে ইপিএস ছিল ৩ টাকা ৯২ পয়সা।
বর্তমানে কোম্পানির শেয়ার সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৬০০টি। ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার ফলে বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ২০০ টাকা। এরপরও বিগত অর্থবছরে কোম্পানিটির মুনাফার অর্থ অবশিষ্ট থাকে প্রায় ১৬ কোটি টাকা। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ করতে গিয়ে বিনিয়োগকারীদের বেশি মুনাফা দিতে পারছে না কোম্পানিটি। ফলে বড় অংকের মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন বিনিয়োগকারীরা।
আয়কর অধ্যাদেশে নতুন ধারা অনুযায়ী, অর্থ আইন, ২০১৯ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশে নতুন ধারা (১৬ নম্বর) সংযোজন করা হয়েছে। এ ধারা অনুযায়ী, শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানিকে স্টক ডিভিডেন্ডের কমপক্ষে সমপরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে। যদি স্টক ডিভিডেন্ড দেওয়ার পরিমাণ ক্যাশ ডিভিডেন্ডের চেয়ে বেশি হয় তাহলে যে পরিমাণ স্টক ডেভিডেন্ড দেওয়া হবে বা হয়েছে তার পুরোটার ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে। এই কর কোম্পানিকে সংশ্লিষ্ট কর বছরের আয়কর রিটার্ন দাখিলের আগে পরিশোধ করতে হবে। এটি অন্য কোনো করের সঙ্গে সমন্বয় করা যাবে না।
এই বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, নিয়ম অনুযায়ী ক্যাশ ও বোনাসের ডিভিডেন্ড সমান হতে হবে। কিন্তু ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের বিপরীতে ৮০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড দিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। এতে আইনের ব্যত্যয় হয়েছে।
তিনি বলেন, কোম্পানি আইন অনুসারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন এজিএমে পাস হলে এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য কমিশনে আবেদন করবে। কোম্পানি যদি যৌক্তিক কারণ দেখাতে পারে তবে বিএসইসি প্রস্তাব বিবেচনা করবে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে বোনাস ডিভিডেন্ডের বিষয়টি কমিশন বাতিল করতে পারে।
|
ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ
Date: 07-11-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ রোববার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টা্কা ৫২ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৯ টাকা ২৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১৮ টাকা ০৬ পয়সা (পুনঃমূল্যায়ন পরবর্তী)।
|
ফার্মা খাতে ডিভিডেন্ড বেড়েছে ৬টির, কমেছে ৯টির, অপরিবর্তিত ৫টির
Date: 07-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের ৩৩টি কোম্পানির মধ্যে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য এই পর্যন্ত ২৩টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৬টি কোম্পানির ডিভিডেন্ড বেড়েছে, কমেছে ৯টির। আর ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ৫টির। আবার নতুন করে তালিভুক্ত হয়ে এই বছরই প্রথম ডিভিডেন্ড ঘোষণা করেছে দুটি কোম্পানি। আর একটি কোম্পানি ‘নো ডিভিডেন্ড ‘ ঘোষণা করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড ঘোষণা করা ২৩টি কোম্পানির মধ্যে ২১টি জুন ক্লোজিং অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাকি দুটি কোম্পানির মধ্যে রেকিট বেনকিজার ডিসেম্বর ক্লোজিং এবং ম্যারিকো বাংলাদেশ মার্চ ক্লোজিং ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়া ছয় কোম্পানির মধ্যে রয়েছে রেকিট বেনকিজার, একমি ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, ইবনে সিনা, জেএমআই সিরিঞ্জ এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
রেকিট বেনকিজার: কোম্পানিটির পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১৬৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১৪০০ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ২৫০ শতাংশ বেড়েছে।
এক্মি ল্যাবরেটরিজ: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ২৫ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ৫ শতাংশ বেড়েছে।
বিকন ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১৫ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ১ শতাংশ বেড়েছে।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ৪৭ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ১৩ শতাংশ বেড়েছে।
জেএমআই সিরিঞ্জ: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ৩০ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ৫ শতাংশ বেড়েছে।
ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়া ছয় কোম্পানির মধ্যে রয়েছে রেকিট বেনকিজার, একমি ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, ইবনে সিনা, জেএমআই সিরিঞ্জ এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
রেকিট বেনকিজার: কোম্পানিটির পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১৬৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১৪০০ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ২৫০ শতাংশ বেড়েছে।
এক্মি ল্যাবরেটরিজ: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ২৫ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ৫ শতাংশ বেড়েছে।
বিকন ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১৫ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ১ শতাংশ বেড়েছে।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ৪৭ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ১৩ শতাংশ বেড়েছে।
জেএমআই সিরিঞ্জ: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ৩০ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ৫ শতাংশ বেড়েছে।
কটিভ ফাইন: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ০.৫০ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ০.২৫ শতাংশ কমেছে।
অ্যাডভেন্ট ফার্মা: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ২ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ২ শতাংশ কমেছে।
ফার ক্যামিক্যাল: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ১ শতাংশ কমেছে।
ম্যারিকো বাংলাদেশ: কোম্পানিটির পর্ষদ ৩১ মার্চ ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৮০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ৯০০ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ১০০ শতাংশ কমেছে।
রেনেটা: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১৪০ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১৪৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ৮ শতাংশ কমেছে।
সিলকো ফার্মাসিটিক্যালস: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১০ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ৫ শতাংশ কমেছে।
সিলভা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর একই সময়ে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ৫ শতাংশ ক্যাশ। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড ২ শতাংশ কমেছে।
এখনও বোর্ড মিটিং না হওয়া ১০টি কোম্পানির মধ্যে রয়েছে এম্বি ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো সিনথেটিক্স, গ্লোবাল হেভি কেমিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইমাম বাটন, কেয়া কসমেটিক্স, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, স্যালভো ক্যামিকেল লিমিটেড। এছাড়াও ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
|
চার কোম্পানির শেয়ার কারসাজি, ৭ কোটি ১৫ লাখ টাকা জরিমানা
Date: 06-11-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ন্যাশনাল ফিড মিলের শেয়ার কারসাজির দায়ে প্যারামাউন্ট টেক্সটাইলের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও)সহ চারজনকে ৫ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে।
এছাড়া, জাহিন স্পিনিং মিলস, শ্যামপুর সুগার মিলস এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারে কারসাজির প্রমাণ পাওয়ায় পৃথকভাবে চার বিনিয়োগকারীকে ১ কোটি ৯৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে অভিযুক্তদের শেয়ার কারসাজিতে প্রমাণ পাওয়ায় বিএসইসি এই জরিমানা করেছে। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।
ন্যাশনাল ফিড মিলের শেয়ার নিয়ে কারসাজি
২০২১ সালের ১১ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ন্যাশনাল ফিড মিলের শেয়ার কারসাজি করে অস্বাভাবিকভাবে দাম বাড়ানোর প্রমাণ পেয়েছে ডিএসই। তদন্তের সময়ে প্রতিটি শেয়ারের দাম ১৫ টাকা ৬০ পয়সা টাকা থেকে ৩৬ টাকা ৫০ পয়সায় বা ১৩৩ শতাংশ উঠানো হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুসারে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং এর সহযোগীরা ৬টি বিও অ্যাকাউন্টের মাধ্যমে সিরিজ লেনদেন করে ন্যাশনাল ফিড মিলের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে।
তদন্তে দেখা যায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং মোহাম্মদ জাহিদুল আবেদীনের প্রত্যেকেরই দুটি করে বিও অ্যাকাউন্ট রয়েছে এবং প্যারামাউন্ট টেক্সটাইল প্রভিডেন্ট ফান্ড এবং প্যারামাউন্ট টেক্সটাইল প্রত্যেকের একটি করে বিও অ্যাকাউন্ট রয়েছে।
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে প্যারামাউন্ট টেক্সটাইলের সিএফও মোহাম্মদ জাহিদুল আবেদিনকে ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, ন্যাশনাল ফিড মিলের শেয়ার কারসাজির অভিযোগে এজি মাহমুদকে তিন কোটি টাকা, এসএম মোতাহারুল জামানকে ১৭ লাখ টাকা ও সাইফ উল্লাহকে ৮৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং এর সহযোগীরা ন্যাশনাল ফিড মিলের শেয়ার কারসাজির মাধ্যমে ৪ কোটি ২০ লাখ কোটি টাকা রিয়েলাইজড গেইন করেছেন এবং ৩ কোটি ৬৯ লাখ টাকা আন-রিয়েলাইজড গেইন করেছেন।
মোহাম্মদ জাহিদুল আবেদীন কমিশনের শুনানিতে বলেছেন, ন্যাশনাল ফিড মিলসের শেয়ার ক্রয়-বিক্রয়ের কারণে শেয়ারটির দাম প্রভাবিত হবে তা তিনি বুঝতে পারেননি। তিনি বলেন, “আমি যদি আমি জানতাম যে এভাবে শেয়া্র কিনলে দাম প্রভাবিত করবে, তাহলে আমি শেয়ারটি কিনতাম না। আমি লজ্জিত এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।”
এদিকে, এজি মাহমুদ, সাইফ উল্লাহ এবং তাদের সহযোগীরা সিরিজ লেনদেনের মাধ্যমে ন্যাশনাল ফিড মিলের শেয়ার দামে প্রভাবিত করেছেন। তারা শেয়ারটির দাম বাড়িয়ে ১৫ কোটি ৬৯ লাখ টাকা রিয়েলাইজড গেইন করেছেন এবং আন-রিয়েলাইজড গেইন করেছেন ২ কোটি ৪৯ লাখ টাকা।
জাহিন স্পিনিংয়ের শেয়ারেও কারসাজি
জাহিন স্পিনিং মিলসের শেয়ারেও কারসাজিকর প্রমাণ পেয়েছে ডিএসই। ডিএসইর প্রতিবেদনের ভিত্তিতে সাইফ উল্লাহকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।
প্রতিবেদনের দেখা যায়, ২০১৯ সালের ২৫ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারটির দাম কারসাজি করে বাড়ানো হয়েছে। এই শেয়ার কারসাজিতে সাইফ উল্লাহর রিয়েলাইজড গেইন হয়েছে ১ কোটি টাকা।
অপর এক তদন্তে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজিতে জসিম উদ্দিন নামে এক বিনিয়োগকারীকে ১ কোটি টাকা জরিমানা করেছে কমিশন।
রাষ্ট্রায়ত্ত শ্যামপুর সুগার মিলের শেয়ার কারসাজির প্রমাণ পেয়ে বিনিয়োগকারী শারমিন আক্তার লাভলীকে ২ লাখ টাকা ও নাসির উদ্দিনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
|
ঊর্ধ্বমুখি প্রবণতায় বিশ্ব শেয়ারবাজার
Date: 06-11-2022
Source: sharenews24.com
Show Detais
যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়া অঞ্চলের বেশির ভাগ শেয়ারবাজারের লেনদেন সপ্তাহের শেষদিন শুক্রবার ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে। এসব বাজারের সূচকে যোগ হয়েছে নতুন পয়েন্ট।
তবে বিশ্ব শেয়ারবাজার ঊর্ধ্বমুখি প্রবণতায় থাকলেও মধ্যপ্রাচ্যের প্রধান শেয়ারবাজারগুলো ছিল নিম্নমুখী প্রবণতায়। শুক্রবার বাহরাইন, কুয়েত, সৌদি আরব, কাতার, জর্ডান, লেবানন ও মরক্কোর শেয়ারবাজার পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে পয়েন্ট যোগ হয়েছে সংযুক্ত আরব আমিরাত ওমানের শেয়ারবাজারে।
সপ্তাহের শেষদিন যুক্তরাষ্ট্রের ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ১ দশমিক ২৬ শতাংশ বা ৪০২ পয়েন্ট বেড়েছে। একই সময়ে দেশটির এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৩৬ শতাংশ বা ৫১ পয়েন্ট ও নাসডাক সূচক ১ দশমিক ২৮ শতাংশ বা ১৩২ পয়েন্ট বেড়েছে।
এই অঞ্চলের আর্জেন্টিনা, পেরু, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, চিলি, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার শেয়ারবাজারও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইতিবাচক প্রবণতায় ফিরেছে। এসব বাজারের সূচকেও নতুন পয়েন্ট যোগ হয়েছে।
এদিন ইউরোপের অন্যতম শেয়ারবাজার যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক গত শুক্রবার ২ শতাংশ বেড়েছে। এ সময়ে জার্মানির ব্লুচিপ সূচক ডিএএক্স ২ দশমিক ৫১ শতাংশ ও ফ্রান্সের সিএসি ৪০ সূচক ২ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
এছাড়া পোল্যান্ড, তুরস্ক, গ্রিস, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, হাঙ্গেরি, স্পেন, নেদারল্যান্ডস, ইতালি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, অস্ট্রিয়া, সুইডেন, সাইপ্রাস ও আয়ারল্যান্ডের শেয়ারবাজার এ সময়ে ঊর্ধ্বমুখী ছিল। অন্যদিকে পয়েন্ট হারিয়েছে ডেনমার্কের শেয়ারবাজার।
সপ্তাহের শেষদিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাশাপাশি এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারেও ঊর্ধ্বমুখি প্রবণতা লক্ষ্য করা গেছে। এশিয়ার অন্যতম প্রধান শেয়ারবাজার জাপানের নিক্কেই ২২৫ সূচক এদিন ১ দশমিক ৬৮ শতাংশ বা ৪৬৪ পয়েন্ট হারিয়েছে।
এদিন ভিয়েতনামের হ্যাং সেং সূচক ৫ দশমিক ৩৬ শতাংশ, চীনের সাংহাই সূচক ২ দশমিক ৪৩ শতাংশ ও ভারতের বিএসই সেনসেক্স সূচক দশমিক ১৯ শতাংশ বেড়েছে।
এছাড়া হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইনের শেয়ারবাজার ছিল ঊর্ধ্বমুখী। অন্যদিকে এ সময়ে পয়েন্ট হারিয়েছে পাকিস্তান ও শ্রীলংকার শেয়ারবাজার।
|
হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
Date: 06-11-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৪৯ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৬০ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।
|
বহুজাতিকের শেয়ারের বেহাল দশা!
Date: 06-11-2022
Source: sharenews24.com
Show Detais
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে গত সপ্তাহে তিনটি কোম্পানির শেয়ারদর বাড়লেও বাকি আটটি কোম্পানিরই শেয়ারদর ফ্লোর প্রাইসে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, শেয়ার দর বৃদ্ধি পাওয়া তিন কোম্পানির মধ্যে রয়েছে বাটাসু, লাফার্জহোলসিম এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড। এছাড়াও ফ্লোর প্রাইসে অবস্থান করা আট কোম্পানির মধ্যে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, সিঙ্গার বিডি, আরএকে সিরামিক, গ্রামীণফোন, লিনডে বিডি, রেকিট বেনকিজার, ম্যারিকো এবং বার্জার পেইন্টস লিমিটেড।
ডিএসইর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ পাদুকা কোম্পানি বাটা সুর শেয়ারদর ৩০ অক্টোবর ছিল ৯৩০ টাকায়, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৯৬৭ টাকা ৭০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৪ দশমিক ০৫ শতাংশ বা ৩৭ টাকা ৭০ পয়সা।
সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩০ অক্টোবর সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ার দর ছিল ৬৫ টাকা ৪০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৬৬ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৫১ শতাংশ বা ৬০ পয়সা।
|
মন্দায়ও ইতিবাচক মুনাফায় বেক্সিমকোর তিন কোম্পানি
Date: 06-11-2022
Source: sharenews24.com
Show Detais
সারা বিশ্বের অর্থনীতিতে চলছে দারুণ মন্দাভাব। অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর মুনাফায় ভর করে চলেছে নেতিবাচক প্রবণতা। অর্থনৈতিক নেতিবাচক এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বড় বড় কয়েকটি কোম্পানি ব্যবসায় ইতিবাচক প্রবণতা বজায় রেখে চলেছে। এরমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি-বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস অন্যতম।
সদ্য সমাপ্ত ৩০ জুন, ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় কোম্পানি তিনটি সম্পর্কে এমন তথ্য পাওয়া গেছে।
প্রবৃদ্ধির দিক থেকে কোম্পানি তিনটির মধ্যে বেক্সিমকো লিমিটেড অনেক এগিয়ে রয়েছে। তবে বেক্সিমকো ফার্মা ততোটা এগুতে না পারলেও ভবিষ্যতে কোম্পানিটির আশার বড় বার্তা রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিগুলোর মুনাফা, ক্যাশ ফ্লো ও সম্পদ মূল্যে ইতিবাচক প্রবণতা থাকলে গত কয়েকদিন যাবত কোম্পাগুলোর শেয়ার দরে বেশ নেতিবাচক প্রবণতা রয়েছে। কোম্পানি তিনটির মধ্যে বেক্সিমকো লিমিটেড ১৬০ টাকা থেকে কম বর্তমানে ফ্লোর প্রাইস ১১৫ টাকা ৬০ পয়সার কাছাকাছি লেনদেন হচ্ছে। বেক্সিমকো ফার্মা ২৫০ টাকা থেকে কমে ১৬৩ টাকার ঘরে লেনদেন হচ্ছে। শাইনপুকুর সিরামিকসও ৫৮ টাকা থেকে কমে ফ্লোর প্রাইস ৪৩ টাকার কেনাবেচা হচ্ছে।
বেক্সিমকো লিমিটেড
৩০ জুন, ২০২২ অর্থবছরে বেক্সিমকো লিমিটেড ১ হাজার ২২৫ কোটি টাকা মুনাফা করেছে। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। আগের অর্থবছরে কোম্পানির মুনাফা ছিল ৬৬০ কোটি টাকা।
এতে দেখা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩২ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ৭ টাকা ৫৩ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা আগের বছর ছিল ৩৫ শতাংশ। এই বিষয়ে কোম্পানির কর্তৃপক্ষ বলছে, কোম্পানিটির রিজার্ভের ভিত্তি শক্তিশালী করার জন্য এবছর বড় মুনাফার পরও ডিভিডেন্ড কম দেওয়া হয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ০৩ পয়সা (নেগেটিভ)। অর্থাৎ আগের বছর ক্যাশ ফ্লো নেগেটিভ থাকলেও এবছর তা পজিটিভ হয়েছে।
৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯১ টাকা ১৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৭৮ টাকা ২৮ পয়সা। আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ১২ টাকা ৯১ পয়সা। সম্পদের প্রবৃদ্ধি হয়েছে ১৬.৪৯ শতাংশ।
অর্থাৎ সমাপ্ত অর্থবছরে বেক্সিমকো লিমিটেডের মুনাফা, ক্যাশ ফ্লো ও সম্পদ মূল্যে বড় উল্লম্ফন হয়েছে
বেক্সিমকো ফার্মা
বাংলাদেশের নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারক হিসেবে বেক্সিমকো ফার্মা প্রথমবারের মতো কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত মৌখিক ওষুধ ‘মালনুপিরাভির’ উৎপাদনের অনুমোদন পেয়েছে চলতি বছরের জানুয়ারিতে।
এছাড়াও, ২০২১ সালের এপ্রিলে কোম্পানিটি ৪০০ কোটি টাকার বেশি অর্থ দিয়ে বহুজাতিক কোম্পানি সানোফি বাংলাদেশের ৫৪.৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে।
সানোফি বাংলাদেশ লিমিটেড যা পরবর্তীতে সিনোভিয়া ফার্মা পিএলসি নামকরণ করা হয়। কোম্পানিটি গত ১ এপ্রিল উৎপাদনে যায়।
যে কারণে সদ্য সমাপ্ত অর্থবছরে বেক্সিমকো ফার্মার আয়ে খুব একটা প্রভাব পড়েনি। তারপরও কোম্পানিটির মুনাফা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। সিনোভিয়া ফার্মা এবছর উৎপাদনে আসায় আগামী অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা আশার আলো দেখছেন।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির মুনাফা হয়েছে ৫১৬ কোটি ১৩ লাখ টাকা। যা আগের বছর ছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা।
এতে দেখা যায়, সমাপ্ত অর্থবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। যা আগের বছর ছিল ১১ টাকা ০৯ পয়সা।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট ওষুধ রপ্তানির ২২ শতাংশই রফতানি করছে বেক্সিমকো ফার্মা।
কোম্পানিটি এবছর বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরও লভ্যাংশ ছিল ৩৫ শতাংশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১১ টাকা ৬৯ পয়সা। যা আগের বছর ছিল ১৩ টাকা ৫০ পয়সা। কোম্পানিটির ক্যাশ ফ্লো কমলেও এই ক্যাশ ফ্লো তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।
৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯১ টাকা ০১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮৩ টাকা ০১ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্য বেড়েছে ৮ টাকা বা ৯.৬৩ শতাংশ।
শাইনপুকুর সিরামিকস
সমাপ্ত অর্থবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। যা আগের বছর ছিল ৩২ পয়সা।
কোম্পানিটি এবছর বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও একই পরিমাণ ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা। যা আগের বছর ছিল ১০ পয়সা। ক্যাশ ফ্লো বেড়েছে ৯০ পয়সা।
৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩০ টাকা ৬৩ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্য বেড়েছে ৯০ পয়সা বা ২.৯৩ শতাংশ।
|
শেয়ারদর বৃদ্ধিতে নাভানা ফার্মার দাপট
Date: 06-11-2022
Source: sharebusiness24.com
Show Detais
গত সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এই ঊর্ধ্বমুখী বাজারে সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে নতুন তালিকাভুক্ত নাভানা ফার্মা। গত সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এই প্রতিষ্ঠানটির শেয়ার।
গেল সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই নাভানা ফার্মার শেয়ার দাম বেড়েছে। এমনকি এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১১৪ দশমিক ৪৮ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৫৮ টাকা ৫০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১০৯ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫১ টাকা ১০ পয়সা।
এক সপ্তাহে শেয়ারের এত বেশি দাম বাড়ার কারণ হলো, লভ্যাংশ ঘোষণার কারণে গত সপ্তাহের প্রথম কার্যদিবস কোম্পানিটির শেয়ার দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার ছিল না। এতে সপ্তাহের প্রথম কার্যদিবসেই ৫১ টাকা ১০ পয়সা থেকে বেড়ে কোম্পানিটির শেয়ার দাম ৯১ টাকা হয়ে যায়। দ্বিতীয় কার্যদিবসে শেয়ার দাম কিছুটা কমলেও পরের তিন কার্যদিবসে আবার বাড়ে। এতেই এক সপ্তাহে একশ শতাংশের বেশি বেড়ে গেছে দাম।
এমন দাম বাড়া কোম্পানিটির শেয়ার গত ১৮ অক্টোবর থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই ওষুধ কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করেছে। সারাদেশে মানবদেহের ৪৮৬টি ও ভেটেরিনারি ৪৮টি পণ্য বাজারজাত করা এ কোম্পানিটির সেফেলোস্পেরিন ইউনিটের সংস্কার, উৎপাদন ভবন নিমার্ণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং বিল্ডিং নিমার্ণের জন্য শেয়ারবাজার থেকে এ টাকা সংগ্রহ করেছে।
নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিজস্ব জমিতে ওষুধ উৎপাদনের ব্যবস্থা নিশ্চিত করে ১৯৮৬ সালে। ১৯৮৮ সালে সাধারণ উৎপাদন ইউনিট চালু করে কোম্পানিটি। ২০০৩ সালে ভেটেরিনারি প্রোডাকশন ইউনিট শুরু হয়। ২০০৯ সালে সেফালোস্পোরিন ইউনিট শুরু করা হয়, যা একটি উচ্চমানের সেফালোস্পেরিন সুবিধা নিশ্চিত করে এবং ২০১২ সালে শুরু করা হয় এসভপিও ইউনিট। আর ২০১৩ সালে পেনিসিলিন ইউনিটের নতুন সুবিধা শুরু করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪ হাজারের বেশি জনবল রয়েছে।
শেয়ারবাজারে লেনদেন শুরুর ৮ কার্যদিবসের মাথায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বছরটিতে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আর ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪১ পয়সা।
এদিকে শেয়ার দাম বাড়ার পাশাপাশি গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার মোটা অঙ্কে লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১২ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা।
গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৮ দশমিক ৪৩ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে এডিএন টেলিকম। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৪ দশমিক ৫৫ শতাংশ।
এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা আমরা নেটওয়ার্কের ২২ দশমিক ৫৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২১ দশমিক ৭৩ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ২১ দশমিক ৬৬ শতাংশ, আমরা টেকনোলজিসের ২১ দশমিক ৪১ শতাংশ, ইস্টার্ন কেবলসের ২০ দশমিক ১৬ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ১৮ দশমিক ৪৩ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ২০ শতাংশ দাম বেড়েছে।
|
শেয়ার কিনেছেন শীর্ষ ৭ কোম্পানির বিনিয়োগকারীরা
Date: 06-11-2022
Source: sharenews24.com
Show Detais
বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, বসুন্ধরা পেপার, ইন্ট্রাকো সিএনজি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সী-পার্ল হোটেল এবং আনোয়ার গ্যালভানাইজিং।
শীর্ষ দশ কোম্পানির মধ্যে ৭ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, বসুন্ধরা পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সী-পার্ল হোটেল।
বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিগুলোর লেনদেন যেমন বেড়েছে, শেয়ারদরও বেড়েছে। চলতি সপ্তাহে যদি বিনিয়োগকারীদের আগ্রহ থাকে তাহলে কোম্পানিগুলোর দর ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে। আর যদি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলে অথবা অন্য কোম্পানির দিকে নজর বেশি দেয় তাহলে দরে সংশোধন হতে পারে।
তবে অভিজ্ঞ বিনিয়োগকারীরা কোনো শেয়ার কেনার আগে কোম্পানির মৌলভিত্তি বিবেচনা করে শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৯ লাখ ৭ হাজার ৯৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৮ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৭২ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১২১ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৬ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৪.৫৩ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৯০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১২ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০৯ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫৮ টাকা ৫০ পয়সা বা ১১৪.৪৮ শতাংশ।
লেনদেনের চতুর্থ স্থান দখল করেছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭২ লাখ ৬২ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১০ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৫ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৬ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ টাকা ৩০ পয়সা বা ৮.৮৯ শতাংশ।
লেনদেনের পঞ্চম স্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২০ লাখ ৮৭ হাজার ৯৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১০ কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭১ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৭ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৫ টাকা ৬০ পয়সা বা ২১.৭৩ শতাংশ।
লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬ লাখ ৪১ হাজার ২১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৩ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭১ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৮৩ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০৬ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২৩ টাকা ৬০ পয়সা বা ২৮.৪৩ শতাংশ।
লেনদেন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৯৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩০ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪৫ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৫ টাকা ২০ পয়সা বা ১১.৬৩ শতাংশ।
তালিকার নবম স্থানে রয়েছে সী-পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৭ লাখ ৫ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৮ কোটি ৮২ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৯০ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৬৯ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৮৪ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা বা ৯.০৫ শতাংশ।
আনোয়ার গ্যালভানাইজিং লেনদেন তালিকার দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪ লাখ ৮৮ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৪ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫২৬ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৬৩ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৬৩ টাকা ৫০ পয়সা বা ১২.০৬ শতাংশ।
|
ডিএসইতে লেনদেন বেড়েছে ৫২.৭২%
Date: 06-11-2022
Source: arthosuchak.com
Show Detais
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫২.৭২ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৮৮৯ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকার বা ৫২.৭২ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩২ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে ৬ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ২ হাজার ২৫২ পয়েন্টে নেমেছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৩৯ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৪৬টির। আর ২২২টির দাম ছিল অপরিবর্তিত।
এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১৯৯ টাকা বা দশমিক ৬৩ শতাংশ।
গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকায়।
|
সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে ফিরেছে ৫ হাজার কোটি টাকা
Date: 05-11-2022
Source: sharenews24.com
Show Detais
বিদায়ী সপ্তাহ (৩০ অক্টোবর-০৩ নভেম্বর) দেশের শেয়ারবাজারে সামান্য উত্থানে হয়েছে। উত্থানের ফলে সপ্তাহটিতে প্রায় ৫ হাজার কোটি টাকার বাজার মূলধন ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে উভয় বাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
প্রধান শেয়ারবাজার ডিএসইর বাজার মূলধন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুর আগে ছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৫৪৯ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনশেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ৭৪৮ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১৯৯ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৬৭ পয়েন্ট বা শুন্য দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১০ দশমিক ৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট বা শুন্য দশমিক ১০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৮২ পয়েন্ট বা শুন্য দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০১ দশমিক ১০ পয়েন্টে এবং দুই হাজার ২৫২ দশমিক ৯৯ পয়েন্টে।
গেল সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৮৯১ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে এক হাজার ৮৮৯ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৯৩৫ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২১টির বা ৩১ দশমিক ১১ শতাংশের, কমেছে ৪৬টির বা ১১ দশমিক ৮২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২২টির বা ৫৭ দশমিক ০৭ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৯২১ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৪৯৩ টাকার। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ১৭ লাখ ৭৩ হাজার ৪২৮ টাকা।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ দশমিক ৫৭ পয়েন্ট বা শুন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৪৫ দশমিক ১১ পয়েন্টে।
সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯৯ দশমিক ৩৭ পয়েন্ট বা শুন্য দশমিক ৮৮ শতাংশ, ডিএসই-৩০ সূচক ৫৪ দশমিক ৫৬ পয়েন্ট বা শুন্য দশমিক ৪০ শতাংশ এবং সিএসআই সূচক ৯ দশমিক ৮৬ পয়েন্ট বা শুন্য দশমিক ৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৩৫৪ দশমিক ৭০ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৬ দশমিক ২২ পয়েন্টে এবং এক হাজার ২১৬ দশমিক ১৯ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক শুন্য দশমিক ১৫ পয়েন্ট বা শুন্য দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৩ দশমিক ৬৫ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টির বা ৩৬ দশমিক ০২ শতাংশ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ৩৮টির বা ১১ দশমিক ৮০ শতাংশের কমেছে এবং ১৬৮টির বা ৫২ দশমিক ১৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
|
চার কোম্পানির শেয়ার কারসাজি, ৭ কোটি ১৫ লাখ টাকা জরিমানা
Date: 04-11-2022
Source: sharenews24.com
Show Detais
অপর এক তদন্তে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজিতে জসিম উদ্দিন নামে এক বিনিয়োগকারীকে ১ কোটি টাকা জরিমানা করেছে কমিশন।
রাষ্ট্রায়ত্ত শ্যামপুর সুগার মিলের শেয়ার কারসাজির প্রমাণ পেয়ে বিনিয়োগকারী শারমিন আক্তার লাভলীকে ২ লাখ টাকা ও নাসির উদ্দিনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
|
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে ফিরেছে ৫ হাজার কোটি টাকা
Date: 06-11-2022
Source: businesshour24.com
Show Detais
বিদায়ী সপ্তাহ (৩০ অক্টোবর থেকে ০৩ নভেম্বর) দেশের শেয়ারবাজারে সামান্য উত্থানে হয়েছে। সপ্তাহটিতে শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে শেয়ারবাজারে প্রায় ৫ হাজার কোটি টাকা বাজার মূলধন ফিরেছে।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৫৪৯ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ৭৪৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১৯৯ টাকা বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৮৯১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে এক হাজার ৮৮৯ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৯৩৫ টাকা বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬৭ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১০.৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১.৩৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১২.৮২ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০১.১০ পয়েন্টে এবং দুই হাজার ২৫২.৯৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১টির বা ৩১.১১ শতাংশের, কমেছে ৪৬টির বা ১১.৮২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২২টির বা ৫৭.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৯২১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৪৯৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৬৪ কোটি ১৭ লাখ ৭৩ হাজার ৪২৮ টাকা বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫.৫৭ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৪৫.১১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯৯.৩৭ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ, ডিএসই-৩০ সূচক ৫৪.৫৬ পয়েন্ট বা ০.৪০ শতাংশ এবং সিএসআই সূচক ৯.৮৬ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৩৫৪.৭০ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৬.২২ পয়েন্টে এবং এক হাজার ২১৬.১৯ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ০.১৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৩.৬৫ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৬টির বা ৩৬.০২ শতাংশের দর বেড়েছে, ৩৮টির বা ১১.৮০ শতাংশের কমেছে এবং ১৬৮টির বা ৫২.১৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
|
লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত বিডি থাইয়ের
Date: 03-11-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাইয়ের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৩৩ টাকায়।
লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
|
এসএমইতে মাস্টার ফিডের চমক
Date: 03-11-2022
Source: orthosongbad.com
Show Detais
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে বুধবার (২ নভেম্বর) মোট ১৩ কোম্পানির ৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনে চমক দেখিয়েছে মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, বুধবার মাস্টার ফিড অ্যাগ্রোটেকের ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর এসএমই প্লাটফর্মের সব কোম্পানির ৩৯ শতাংশ।
এসএমইতে লেনদেনে চমক দেখানো কোম্পানিটির শেয়ারদর আজ ২০ পয়সা বা ১ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেন হয়েছে ৯ লাখ ৭৩ হাজার ৬৪৭টি শেয়ার।
|
অ্যাসোসিয়েটেড অক্সিজেন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
Date: 03-11-2022
Source: arthosuchak.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডকে নিয়ে মঙ্গলবার (১ নভেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করে বিজনেজ নিউজ পোর্টাল অর্থসংবাদ। “বিনিয়োগকারীর শেয়ার গায়েব করে দিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন” শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে কোম্পানিটি।
অর্থসংবাদের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী অভিযুক্ত ব্যাক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে তাঁদের প্রতিবাদ বার্তাটি পাঠকের জন্য তুলে ধরা হলো।
বুধবার (২ নভেম্বর) অর্থসংবাদের সম্পাদক বরাবর পাঠানো প্রতিবাদ বার্তায় অ্যাসোসিয়েটেড অক্সিজেনের কোম্পানি সচিব লিখেন, আপনার অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল www.orthosongbad.com এ বিগত ০১-১১-২০২২ ইং তারিখে “বিনিয়োগকারীর শেয়ার গায়েব করে দিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন” শিরোনামে প্রকাশিত সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিম্নে আপনার উপস্থাপিত বিষয়ের ব্যাখ্যা প্রদান করা হলো:
২ নভেম্বর ২০২২ বুধবার এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর সাথে একটি বৈঠক প্রসঙ্গে:
২ নভেম্বর ২০২২ বুধবার এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার মূল বিষয়বস্তু হচ্ছে আইপিও ফান্ডের যথাযথ ব্যবহার প্রসঙ্গে। এখানে আপনার উল্লেখিত সংবাদে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে।
জনাব মোহাম্মদ হারুন কামালের শেয়ারের মালিকানা প্রসঙ্গে:
জনাব মোহাম্মদ হারুন কামাল ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড-এর মধ্যে শেয়ার সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি মামলা (যার নম্বর ১১০৮০/২০২১) বিচারাধীন। উক্ত বিচারাধীন বিষয়ে আদালতের সিদ্ধান্ত। ইতোমধ্যেই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেমন- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি পার্টিসিপেন্ট লিমিটেড-কে অবহিত করেছি। এমতাবস্থায় মহামান্য হাইকোর্ট ডিভিশনে বিচারাধীন একটি বিষয়ে আপনার পত্রিকায় ভুল তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদটি সাধারণ বিনিয়োগকারী ও সংবাদ পাঠকগণকে বিভ্রান্ত করতে পারে এবং তদুপরি কোম্পানির ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করতে পারে। অন্যদিকে ইহা আদালতের সিদ্ধান্তকে বিভ্রান্ত করতে পারে। আমরা ভুল তথ্যের ভিত্তিতে আপনার পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য আপনাকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
আপনার বহুল প্রচারিত ও পত্রিকায় প্রকাশিত ভুল সংবাদের বিপরীতে আমাদের তথ্যাদি ও যথাযথ প্রমাণপত্র অত্র পত্রের সাথে প্রেরণ করা হলো। আশাকরি আপনি আপনার বহুল প্রচারিত ও প্রকাশিত পত্রিকায় আমাদের বক্তব্যটুকু প্রকাশ করে বাধিত করবেন।
প্রতিবাদের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো একটি চিঠির কপিও পাঠানো হয়েছে। ওই চিঠির কপি সিডিবিএল, ডিএসই এবং সিএসইতে পাঠিয়েছে কোম্পানিটি। গত ৩১ অক্টোবরের ওই চিঠিতে হাইকোর্টে রিট পিটিশনের বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন।
প্রতিবেদকের বক্তব্য:
ভুল কোন তথ্য দেওয়ার উদ্দেশ্যে অর্থসংবাদ সংবাদটি প্রকাশ করেনি। সংবাদটি প্রকাশ করার আগেই বিভ্রান্ত এড়াতে কোম্পানি সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কল রিসিভ না করায় অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের বক্তব্য নেওয়া সম্ভব নেওয়া হয়নি, যা প্রকাশিত প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব কল রিসিভ করলে প্রতিবেদনেই তাদের বক্তব্য জানানো সম্ভব হতো।
অন্যদিকে যেহেতু ২ নভেম্বর ২০২২ বুধবার এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবাদে দাবী করা হয়েছে।একই সঙ্গে হারুন কামালের শেয়ারের বিষয়টি আদালতে বিচারাধীন বলে দাবী করা হয়েছে কোম্পানিটির প্রতিবাদে। তাই কোনভাবেই অর্থসংবাদ এ প্রকাশিত সংবাদটি অসত্য নয়।
|
লেনদেন বেড়েছে ৬২%
Date: 03-11-2022
Source: bonikbarta.net
Show Detais
গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ডিএসইতে এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। মূলত চেক নগদায়ন-সংক্রান্ত বিএসইসির নির্দেশনা গতকাল পুঁজিবাজারে ইতিবাচক ভূমিক পালন করেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, চেক নগদায়ন নিয়ে আগের সিদ্ধান্তে পরিবর্তন এনে মঙ্গলবার নির্দেশনা জারি করেছে বিএসইসি। কিছু শর্ত সাপেক্ষে চেকে শেয়ার কেনার সুযোগ দিয়ে সংস্থাটির জারি করা এ নির্দেশনা গতকাল পুঁজিবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রকাশিত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে গতকাল বাছাইকৃত কিছু শেয়ারে বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা। মূলত এদিন সকাল থেকেই বিক্রির তুলনায় ক্রয় আদেশ বেশি দেখা গিয়েছে। এসব কারণে গতকাল সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ৯টায় লেনদেন শুরুর পর থেকেই পয়েন্ট যোগ হতে থাকে ডিএসইএক্স সূচকে। মাঝে সূচকটি কিছুটা কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিন শেষে এর আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২৩৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৯০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের।
ডিএসইতে গতকাল প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৯০৩ কোটি টাকা। সে হিসাবে গতকাল আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৫৫৯ কোটি টাকা বা ৬১ দশমিক ৯০ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল ২১৬টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। এদিন এক্সচেঞ্জটির তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ৬ দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ১ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল ভ্রমণ ও অবকাশ খাত।
|
অলটেক্সের এজিএমের তারিখ পরিবর্তন
Date: 03-11-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৬ ডিসেম্বরের পরিবর্তে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
|
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
Date: 02-11-2022
Source: sharenews24.com
Show Detais
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পাওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে। যা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।
অভিহিত মূল্য ১০ টাকায় ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ৬০ টাকা উত্তোলন করবে। আইডিআরএ’র নির্দেশনা মোতাবেক উত্তোলিত অর্থ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।
৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। এদিকে, পুনঃমূল্যায়নসহ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সায় এবং পুনঃমূল্যায়ন বাদে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৮ পয়সায়।
কোম্পানিটির আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ এবং নিরীক্ষক হিসেবে কাজ করছে ইসলামী আফতাব অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
|
বৃটিশ আমেরিকান দেবে ৫৪০ কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
Date: 02-11-2022
Source: businesshour24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ চলতি বছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২২) ব্যবসায় শেয়ারহোল্ডারদের ৫৪০ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এমন একটি কোম্পানি শেয়ার ফ্লোর প্রাইস (দর পতনের বেধেঁ দেওয়া সর্বনিম্ন সীমা) ৫১৮.৭০ টাকায় আটকে আছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ি, বিএটিবিসি থেকে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১০০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১০ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে চলতি বছরের ৯ মাসের ব্যবসায় মোট ৫৪০ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।
এ কোম্পানিটির ৯ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি ২৪.৫২ টাকা হিসেবে ১ হাজার ৩২৪ কোটি ৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৫৪০ কোটি টাকার বা ৪১% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। তবে এটাই চূড়ান্ত লভ্যাংশ না। কোম্পানিটি থেকে নিয়মিতভাবেই অন্তর্বর্তীকালীনের পরে চূড়ান্ত আরেকটি লভ্যাংশ ঘোষনা করা হয়ে থাকে।
এই কোম্পানিটির পর্ষদ ২০২১ সালের ১২ মাসের ব্যবসায় ১ হাজার ৪৯৬ কোটি ৮৫ লাখ টাকার নিট মুনাফার বিপরীতে ২৭৫% বা শেয়ারপ্রতি ২৭.৫০ টাকা হারে মোট ১ হাজার ৪৮৫ কোটি টাকার নগদ লভ্যাংশ দিয়েছিল। এরমধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশের হার ছিল ১২৫%।
উল্লেখ্য, ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিএটিবিসির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪০ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৭.০৯ শতাংশ।
|
রূপালী ব্যাংকের বোনাস বিওতে
Date: 02-11-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ,২০২১ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে রূপালী ব্যাংক ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
|
দেড় ঘণ্টায় ৫ কোম্পানি হল্টেড
Date: 02-11-2022
Source: arthosuchak.com
Show Detais
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৫ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ডিজিআইসি, লুবরেফ বিডি, এশিয়া ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১১টা ০৪ মিনিট পর্যন্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১৩ লাখ ৪৯ হাজার ৯৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে এশিয়া ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬৭ হাজার ৯৫৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
|
চেক জমা দিয়েই মিলবে শেয়ার কেনার সুযোগ
Date: 02-11-2022
Source: prothomalo.com
Show Detais
ব্রোকারেজ হাউসে চেক জমা দিয়েই শেয়ার কেনার সুযোগ পাবেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন থেকে চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট জমা দিয়ে দিনে দিনেই শেয়ার কেনার সুযোগ পাবেন। নতুন এ নির্দেশনার ফলে কয়েক দিন ধরে শেয়ারবাজারের বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মধ্যে দেখা দেওয়া উৎকণ্ঠার অবসান হলো।
গত ১১ অক্টোবর বিএসইসির এক আদেশের পরিপ্রেক্ষিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে সব কটি ব্রোকারেজ হাউসে একটি নির্দেশনা পাঠানো হয়। সেখানে চেক নগদায়ন না হওয়া পর্যন্ত শেয়ার কেনার সুবিধা বাতিল করা হয়। এর নেতিবাচক প্রভাব দেখা যায় শেয়ারবাজারে।
বিনিয়োগকারীসহ ব্রোকারেজ হাউসের পক্ষ থেকে এ নির্দেশনা বাতিলের জন্য বিএসইসির ওপর চাপ তৈরি করা হয়। একদিকে শেয়ারবাজারের পতন, অন্যদিকে বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসের চাপ দুইয়ে মিলে শেষ পর্যন্ত চেক জমা দিয়ে শেয়ার কেনার আগের সুবিধাটি পুনর্বহালের সিদ্ধান্ত নেয় বিএসইসি। তবে এ জন্য নতুন করে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ব্রোকারেজ হাউসগুলোকেই এসব শর্ত পরিপালন করতে হবে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, বিনিয়োগকারীরা ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন চলাকালীন চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট জমা দিয়ে ওই দিনই শেয়ার কেনার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে ওই দিনই বিনিয়োগকারীর দেওয়া চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট ব্যাংকে জমা দিতে হবে। যদি কোনো কারণে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন সময়ের পর কেউ চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট জমা দেন, তাহলে পরবর্তী কার্যদিবসে তা ব্যাংকে জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংককে।
যদি কোনো বিনিয়োগকারীর চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হয়, সে ক্ষেত্রে যে পরিমাণ অর্থের ঘাটতি হবে, তা সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংককে সমন্বিত গ্রাহক হিসাবে জমা দিতে হবে। অর্থাৎ কোনো বিনিয়োগকারীর চেক প্রত্যাখ্যাত হলে তার প্রাথমিক দায় বর্তাবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের ওপর। এ দুটি শর্ত পরিপালনে কোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইপিও, পুনঃ আইপিও কোটা সুবিধা হারাবে।
চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হওয়ার ক্ষেত্রে ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংককে যেমন দায়বদ্ধ করা হয়েছে, তেমনি সংশ্লিষ্ট বিনিয়োগকারীর জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে।
যে বিনিয়োগকারীর চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হবে, ওই বিনিয়োগকারী পরবর্তী এক বছর চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। প্রতি মাসে নিয়ন্ত্রক সংস্থা চেক প্রত্যাখ্যাত হওয়ার তথ্য সংগ্রহ করবে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে।
সেখানে যেসব বিনিয়োগকারীর চেক প্রত্যাখ্যাত হওয়ার তথ্য পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে অন্যান্য সিকিউরিটিজ আইনে ব্যবস্থা গ্রহণেরও সুযোগ থাকবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
বিএসইসি জানিয়েছে, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সব ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে বিনিয়োগকারীদের চেক, পে-অর্ডার ও ডিমান্ড ড্রাফট প্রত্যাখ্যাত হওয়াসংক্রান্ত তথ্য নিয়ন্ত্রক সংস্থায় জমা দিতে হবে। তবে শেয়ার কেনাবেচার অর্থ জমার ক্ষেত্রে চেকের বদলে আরটিজিএস, বিএফটিএনসহ ব্যাংক খাতে প্রচলিত অন্যান্য লেনদেনব্যবস্থা ব্যবহারে বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করার পরামর্শ দিয়েছে বিএসইসি।
|
উত্থানে ফিরেছে শেয়ারবাজার
Date: 01-11-2022
Source: businesshour24.com
Show Detais
পরপর দুই কার্যদিবস পতনের পর মঙ্গলবার (০১ নভেম্বর) উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৫৫ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৫২.৮৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.২৬ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.০৬ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৯.৭০ পয়েন্টে এবং দুই হাজার ২৩৫.৭৭ পয়েন্টে।
ডিএসইতে আজ ৯০২ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৩ কোটি ৫৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৬৯ কোটি ২৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির বা ৩২.৩১ শতাংশের, শেয়ার দর কমেছে ১১টির বা ৩.০৬ শতাংশের এবং ২৩২টির বা ৬৪.৬২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫.৪৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৮.২৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দর বেড়েছে, কমেছে ১২টির আর ১৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
|
মঙ্গলবার ব্লক মার্কেটে ৩ কোম্পানির বিশাল লেনদেন
Date: 01-11-2022
Source: sharenews24.com
Show Detais
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৪ কোটি ১৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে৩ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ৫ কোম্পানির লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার।
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্সের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৭ কোটি ৯০ লাখ ৭৪ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সী-পারল হোটেলের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১১ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকার।
এছাড়া, ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা বেক্সিমকো লিমিটেডের ২ কোটি ৮৯ লাখ ৮২ হাজার টাকার, আমরা টেকনোলজির ২ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ২ কোটি ২৪ লাখ ৭১ হাজার টাকার, লুবরেফের ১ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার টাকার, বিডি ফাইনান্সের ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১ কোটি ৫০ লাখ ২৯ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্স এর ১ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার, নাভানা ফার্মার ১ কোটি ১ লাখ ৭১ হাজার টাকার, ফাইন ফুডসের ৮৫ হাজার টাকার, তিতাস গ্যাসের ৭৯ লাখ ৩৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৬৮ লাখ ৩৯ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ২৯ লাখ ৬৯ হাজার টাকার, শাহ্জি বাজার পাওয়ারের ২৬ লাখ এক হাজার টাকার, ফার্মা এইডের ২৪ লাখ ৫৩ হাজার টাকার, কপারটেকের ১৯ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৯ লাখ ৫ হাজার টাকার, ফরচুন সুজের ১৮ লাখ ২৪ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৭ লাখ চৌষট্টি হাজার টাকার, সাইহাম টেক্সটাইলের ১৪ লাখ ৩ হাজার টাকার, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১৩ লাখ ৮০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৩ লাখ ২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ১২ লাখ ১০ হাজার টাকার, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১১ লাখ ২৫ হাজার টাকার, শাশা ডেনিমের ৮ লাখ ৯৭ হাজার টাকার, ফুয়ান সিরামিকের ৮ লাখ ৩৫ হাজার টাকার, জিএসপি ফাইনান্স এর ৭ লাখ ৭৩ হাজার টাকার, গোল্ডেনসনের ৭ লাখ ৫৫ হাজার টাকার, পাইনিয়ার ইন্সুরেন্সের ৬ লাখ ৬৪ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬ লাখ ৪২ হাজার টাকার, ঢাকা ডাইং এর ৬ লাখ ৪১ হাজার টাকার, নাভানা সিএনজির ৬ লাখ ১২ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিং এর ৫ লাখ ৯৯ হাজার টাকার, ইস্টার্ন হাউসিংয়ের ৫ লাখ ৯৪ হাজার টাকার, টান্ডার্ড ইন্সুরেন্সের ৫ লাখ ৭৮ হাজার টাকার, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৫৬ হাজার টাকার, হাক্কানী বাল্বের ৫ লাখ ৩৭ হাজার টাকার, বসুন্ধরা পেপারের পাঁচ লাখ ২৮ হাজার টাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ দুই হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
|
দর পতনের শীর্ষে সিনোবাংলা
Date: 01-11-2022
Source: sunbd24.com
Show Detais
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৬২ বারে ১৪ লাখ ৬ হাজার ৯৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২০ বারে ৯৭ হাজার ৩৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬০ শতাংশ কমেছে। ফান্ডটি ২৯ বারে ৫৩ হাজার ৪৪২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইন্ট্রাকোর ১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ০.৯২ শতাংশ, পূবালী ব্যাংকের ০.৭২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ০.৬৭ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ০.৫২ শতাংশ, প্রাইম ব্যাংকের ০.৫১ শতাংশ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর ০.৪১ শতাংশ কমেছে।
|
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
Date: 01-11-2022
Source: sharenews24.com
Show Detais
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দর বেড়েছে, ১১টির দর কমেছে, ১৩২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে সিনোবাংলার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার সিনোবাংলার ক্লোজিং দর ছিল ৮৪ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ১.৭৭ শতাংশ। এর মাধ্যমে সিনোবাংলার ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে হাওয়েল টেক্সটাইলের ১.৭৪ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১.৪৪ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ০.৯২ শতাংশ, পূবালী ব্যাংকের ০.৭২ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ০.৬৭ শতাংশ, শাহজালাল ইসলামি ব্যাংকের ০.৫২ শতাংশ, প্রাইম ব্যাংকের ০.৫১ শতাংশ এবং আল-আরাফা ইসলামি ব্যাংকের ০.৪১ শতাংশ দর কমেছে।
|
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
Date: 01-11-2022
Source: sharenews24.com
Show Detais
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দর বেড়েছে, ১১টির দর কমেছে, ১৩২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আমরা টেকনোলজির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার আমরা টেকনোলজির ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আমরা টেকনোলজির ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৯.৯৬ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৯৬ শতাংশ, নাভানা ফার্মার ৯.৯৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৯.৯১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৯১ শতাংশ, লুবরেফের ৯.৮৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৮০ শতাংশ, বিডিকমের ৯.৭৯ শতাংশ এবং ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৬৬ শতাংশ দর বেড়েছে।
|
মঙ্গলবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
Date: 01-11-2022
Source: sharenews24.com
Show Detais
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। আজ কোম্পানিটির ৪৬ কোটি ৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকার।
ওরিয়ন ফার্মার ৩৭ কোটি ২৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, এডিএন টেলিকম, সী-পার্ল হোটেল, ইন্ট্রাকো সিএনজি, আমরা টেকের এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
|
লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
Date: 01-11-2022
Source: sunbd24.com
Show Detais
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৬ কোটি ৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার।
৩৭ কোটি ২৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, এডিএন টেলিকম, সী-পার্ল হোটেল, ইন্ট্রাকো সিএনজি, আমরা টেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
|
আমরা টেকনোলজির পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা
Date: 01-11-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৫ নভেম্বর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
|
সূচকের সাথে লেনদেনেও উত্থান পুঁজিবাজারে
Date: 01-11-2022
Source: arthosuchak.com
Show Detais
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৯০২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১৩৩ কোটি ৫৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৬৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৯ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৩ পয়েন্টে। সিএসইতে ৪০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
|
প্রাইম ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন
Date: 01-11-2022
Source: sunbd24.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আজম জে. চৌধুরী ২১ লাখ ৫ হাজার ২৫৭ টি শেয়ার ক্রয় করেছেন। এর আগে ২০ অক্টোবর তিনি শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।
|
উচ্চ প্রিমিয়ামের পাঁচ কোম্পানির মুনাফায় ধস
Date: 01-11-2022
Source: sharenews24.com
Show Detais
২০২১ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে উচ্চ প্রিমিয়াম নিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল পাঁচ কোম্পানি। ইতোমধ্যে কোম্পানি ৫টি ৩০ জুন, ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য মুনাফা ও ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, ইনডেক্স এগ্রো, মীর আখতার হোসেন, লুব-রেফ (বাংলাদেশ) ও এনার্জিপ্যাক পাওয়ার লিমিটেড।
কোম্পানিগুলোর সবগুলোরই মুনাফা আগের অর্থবছরের তুলনায় কমেছে। সবচেয়ে বেশি কমেছে এনার্জিপ্যাক পাওয়ারের ও লুব-রেফের।
এদিকে, মুনাফা কমলেও মীর আখতার হোসেন, লুব-রেফ ও এনার্জিপ্যাক পাওয়ারের ডিভিডেন্ড আগের বছরের সমপরিমাণ রয়েছে। তবে কমেছে বারাকা পতেঙ্গা পাওয়ার ও ইনডেক্স এগ্রোর ডিভিডেন্ড।
বারাকা পতেঙ্গা পাওয়ার: কোম্পানিটির শেয়ারের কাট-অফ প্রাইস ছিল ৩২ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার পেয়েছে ২৯ টাকায়। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৬০ পয়সা। এবছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যারআগের বছর ছিল সাড়ে ১২ শতাংশ ক্যাশ।
ইনডেক্স এগ্রো: কোম্পানিটির শেয়ারের কাট-অফ প্রাইস ছিল ৬০ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছে ৫০ টাকায়। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ০৯ পয়সা। যা আগের বছর ছিল ৫ টাকা ৬৩ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফায় বড় পতন না হলেও ডিভিডেন্ডে ধস নেমেছে। এবছর কোম্পানিটি মাত্র ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা আগের বছর ছিল ২৫ শতাংশ ক্যাশ।
মীর আখতার হোসেন: কোম্পানিটির শেয়ারের কাট-অফ প্রাইস ছিল ৬০ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছে ৫৪ টাকায়। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৮০ পয়সা। তবে মুনাফা কমলেও এবছর কোম্পানিটি আগের বছরের সমপরিমাণ সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
লুব-রেফ (বাংলাদেশ): কোম্পানিটির শেয়ারের কাট-অফ প্রাইস ছিল ৩০ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছে ২৭ টাকায়। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৪১ পয়সা। তবে মুনাফা কমলেও এবছর কোম্পানিটি আগের বছরের সমপরিমাণ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এনার্জিপ্যাক পাওয়ার: কোম্পানিটির শেয়ারের কাট-অফ প্রাইস ছিল ৩৫ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছে ৩১ টাকায়। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে মাত্র ৩৮ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ৩০ পয়সা। এক বছরের মধ্যে কোম্পানিটির মুনাফায় ধস নেমেছে। তবে মুনাফায় ধস নামলেও ডিভিডেন্ড পরিবর্তন করেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটি এবছরও আগের বছরের সমপরিমাণ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
|
বিএসইসি-আইএমএফ এর মধ্যে রুটিন সভা, ফ্লোর নিয়ে এজেন্ডা নেই
Date: 01-11-2022
Source: sharebazarnews.com
Show Detais
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রতিনিধি দল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক বা সভা করবে। যা তারা যতবার আসে, ততবারই করে। এবারও আগের ন্যায় রুটিন সভা করবে। এতে শেয়ারবাজারের ফ্লোর প্রাইস (দর পতনের সর্বনিম্ন সীমা) নিয়ে কোন এজেন্ডা নেই।
শেয়ারবাজারে অনাকাঙ্খিত মন্দাবস্থায় বিএসইসি গত ২৮ জুলাই ফ্লোর প্রাইস নির্ধারণ করে দিয়েছে। যা ৩১ জুলাই থেকে কার্যকর হয়ে বর্তমানেও বলবৎ রয়েছে। যাতে করে অনেক বিনিয়োগকারী লোকসানের হাত থেকে রক্ষা পেয়েছে। একইসঙ্গে প্রায় ২ শতাধিক কোম্পানিতে ফ্লোর প্রাইসের কারনে ক্রেতা নেই। এতে করে অনেকে প্রয়োজন সত্ত্বেও বিক্রি করতে পারছেন না।
এ অবস্থায় মাঝেমধ্যেই দু-একজন বাজার সংশ্লিষ্ট ফ্লোর প্রাইস তুলে দেওয়ার দাবি জানান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। যা তুলে বাজারে বড় পতন হবে বলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। এ কারনে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ফ্লোর প্রাইস তুলে দেওয়া নিয়ে কোন ধরনের চিন্তা-ভাবনা করছে না।
এরইমধ্যে আগামি ৭ নভেম্বর বিএসইসির সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় আইএমএফ প্রতিনিধি দল বিএসইসিকে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার বিষয়ে আলোচনা করবে বলে গুজব ছড়ানো হয়েছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আইএমএফ প্রতিনিধি দল মূলত বাংলাদেশের ফাইন্যান্সিয়াল বিভিন্ন ইস্যুতে মূল্যায়ন করতে এসেছে। আর তারা যখন বাংলাদেশে আসে, তখন বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসি ইত্যাদি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। এবারও তারা করবে। এটা রুটিন বা নিয়মিত মিটিং। এখানে শেয়ারবাজারের ফ্লোর প্রাইস নিয়ে কোন এজেন্ডা নেই। তেব কেউ কেউ না জেনেই আইএমএফ ফ্লোর তুলে দেওয়ার দাবি জানাবে বলে গুজব তুলেছে।
একই বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, আইএমএফ প্রতিনিধি দল বিএসইসির সঙ্গে ফ্লোর প্রাইস নিয়ে আলোচনা করবে, এমন কোন এজেন্ডার খবর আমরা পাইনি। অথচ এ জাতীয় খবর গণমাধ্যমে ছড়ানো হয়েছে। যা শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
|
এক নজরে ১৯ কোম্পানির ইপিএস
Date: 31-10-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের১৯ কোম্পানি জুলাই-সেপ্টেম্বর, ২০২২ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (৩০ অক্টোবর) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভায় ইপিএসের তথ্য প্রকাশ করা হয়।
ফনিক্স ইন্স্যুরেন্স: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৭ পয়সা। তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ০৬ পয়সা।
রিপাবলিক ইন্স্যুরেন্স: জুলাই-সেপ্টম্বর’২২ কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭০ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ১ টাকা ৯০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা।
ইসলামি ইন্স্যুরেন্স: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৯ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৭১ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৩ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৮ পয়সা।
এডিএন টেলিকম: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৩ পয়সা।
রূপালী ব্যাংক লিমিটেড: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ০৩ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস আয় হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৭ টাকা ৫৭ পয়সা।
মাইডাস ফাইন্যান্স: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪৩ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ০৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ২৩ পয়সা।
ক্রিস্টাল ইন্সুরেন্স: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৫ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ২ টাকা ০১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ৭১ পয়সা।
ইসলামী ব্যাংক: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৯ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ২ টাকা ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬৭ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪২ টাকা ২৮ পয়সা।
ইউনিয়ন ব্যাংক: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা।
ব্যাংক এশিয়া: জুলাই-সেপ্টম্বর’২২) প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬১ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ২ টাকা ৬৮ পয়সা। যা আগের বছরে ছিল ২ টাকা ৩৬ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৪ টাকা ৫১ পয়সা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২২ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ০৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫১ টাকা ৫৮ পয়সা।
লংকাবাংলা ফাইন্যান্স: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৮ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৯৬ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৭ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৬৭ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৯ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৪ টাকা ৪৮ পয়সা।
ইসলামিক ফাইন্যান্স: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস ০৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৮৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৩৩ পয়সা।
ব্র্যাক ব্যাংক: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৫ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ৬৭ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৯ টাকা ৬৬ পয়সা।
সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড: (জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১০ পয়সা। যা আগের একই সময়ে ছিল ৩২ পয়সা। আলোচ্য সময়ে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ১২ পয়সা।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩৭ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৫৩ পয়সা।
ট্রাস্ট ব্যাংক: জুলাই-সেপ্টম্বর’২২ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬২ পয়সা। তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) ইপিএস হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৬৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৫ টাকা ৪৪ পয়সা।
|
এক নজরে ১১ কোম্পানির ডিভিডেন্ড
Date: 31-10-2022
Source: sharenews24.com
Show Detais
আজ রোববার (৩০ অক্টোবর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১১ কোম্পানি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:
খুলনা পাওয়ার ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য। উদ্যোক্তা পরিচালকদের জন্য ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়া হবে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৭ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ডডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।
আরডি ফুড: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ১৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর ২০২২।
একমি পেস্টিসাইড: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ১২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২২।
লুবরেফ: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৪১ পয়সা ।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২২।
এস্কয়ার নিট: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ২০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ০৪ পয়সা।
আগামী ২৫ জানুয়ারি ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ডডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ নভেম্বর।
আলিফ ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১ টাকা ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪৫ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ডডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
আলিফ ম্যানুফ্যাকচারিং: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৫৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৪ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
ড্যাফোডিল কম্পিউটার্স: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭০ পয়সা।
আগামী ২২ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ডডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
জিপিএইচ ইস্পাত: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫.৫০ শতাংশ ক্যাশ এবং ৫.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৩ টাকা ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ১৮ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।
উসমানিয়া গ্লাস: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ৬ টাকা ৬৬ পয়সা ।
আগামী ৩০ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
দেশ গার্মেন্টস: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশবোনাসডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪০ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৪৫ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।
|
তৃতীয় প্রান্তিকে আয় কমেছে ইসলামী ইন্স্যুরেন্সের
Date: 31-10-2022
Source: sharebazarnews.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্তইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। তৃতীয় প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে
রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
সূত্রে মতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭১ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৩ পয়সা।
|
অবশেষে চেক নগদায়নের শর্ত থেকে সরে আসছে বিএসইসি
Date: 31-10-2022
Source: sharebazarnews.com
Show Detais
চেক নগদায়নের ইস্যুতে দেশের শেয়ারবাজারে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় চেক নগদায়ন ছাড়াই শেয়ার কেনার সুযোগ রাখছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে জালিয়াতি করলে শাস্তির বিধানও রাখবে নিয়ন্ত্রক সংস্থা।
রোববার (৩০ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম।
তিনি বলেন, চেক নগদায়ন ইস্যুতে একটা সমাধান দিয়েছি। দুই একদিনের মধ্যেই এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, নতুন আইনে এমন ব্যবস্থা করা হবে, যেন কেউ জালিয়াতি করতে না পারে। আর কেউ জালিয়াতি করলে তার দায়ভারও তাকেই নিতে হবে।
এদিকে সম্প্রতি চেক নগদায়ন না হওয়া পর্যন্ত শেয়ার ক্রয় থেকে বিরত থাকার জন্য সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ব্রোকারেজ হাউজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিতেই প্রধান শেয়ারবাজার থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এমন নির্দেশনার কারণে দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
|
ডিভিডেন্ড ঘোষণায় কমতে পারে ফ্লোর প্রাইসের শেয়ার
Date: 30-10-2022
Source: sharenews24.com
Show Detais
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্লোর প্রাইসে মোট ২৩২টি কোম্পানির শেয়ার অবস্থান করছে। কোম্পানিগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড ব্যতীত বেশিরভাগই ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে। দীর্ঘদিন এই কোম্পানিগুলোর শেয়ার ফ্লোরে আটকে আছে। এখন ডিভিডেন্ড ঘোষণার কারণে কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা হয়তো বেড়ে যাবে। ফলে কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
দীর্ঘদিন শেয়ার নিয়ে ফ্লোরে বসে থাকা কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা এখন হয়তো কিছুটা মুনাফা করার সুযোগ পাবে। কারণ আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসেই বেশিরভাগ কোম্পানির ডিভিডেন্ড সংক্রন্ত রেকর্ড তারিখ। এই তারিখ পযর্ন্ত যেসব বিনিয়োগকারীদের কাছে শেয়ারগুলো থাকবে, সেসব বিনিয়োগকারীরা ডিভিডেন্ড ভোগ করতে পারবে।
আর যেসব বিনিয়োগকারীর কাছে সেসব শেয়ার নেই, সেসব বিনিয়োগকারীরা যদি ডিভিডেন্ড নিতে চায়, তাহলে তারা রেকর্ড ডেটের আগে শেয়ার কেনার চেষ্টা করবে। এতে করে নতুন করে শেয়ারগুলোর চাহিদা তৈরি হতে পারে। ফলে কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইস থেকে মুক্তি পাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা
এ বিষয়ে কাউছার নামে এক বিনিয়োগকারী শেয়ারনিউজকে বলেন, দীর্ঘদিন একটি শেয়ার নিয়ে আমি ফ্লোর প্রাইসে বসে আছি। এই শেয়ারে বসে থেকে আমার অনেক লোকসান হয়েছে। এখন কোম্পানিটি যে ডিভিডেন্ড দিয়েছে, সে ডিভিডেন্ড দিয়ে এখন কিছুটা লোকসান কমবে।
এছাড়াও ডিভিডেন্ডের প্রত্যাশায় এখন কোম্পানিটির শেয়ারের চাহিদা বাড়লে, বাজারে শেয়ারদর বৃদ্ধি পাবে।। এতে করে এই কোম্পানির ডিভিডেন্ড এবং মার্কেট প্রাইস থেকে কিছুটা লোকসান কমানো সম্ভব হবে।
সর্বশেষ সপ্তাহজুড়ে ২০৫টি কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে ছিলো। এর সাথে সপ্তাহজুড়ে আরও ২৭টি কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে ফিরেছে। এতে করে মোট ফ্লোর প্রাইসে অবস্থান করা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২৩২টিতে।
|
বাড়ানো হলো লেনদেনের সময়
Date: 30-10-2022
Source: sharenews24.com
Show Detais
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরুতেই বিপর্যয়ে পড়েছিল। প্রায় দেড় ঘন্টা পর সকাল ১১.০০ টায় লেনদেন শুরু হয়। লেনদেন চলবে ২.৩৫ টা পর্যন্ত। এর মধ্যে ২.৩০ মিনিট থেকে ২.৩৫ টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডিএসইতে তালিকাভুক্ত প্রায় ৭০ টি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে, আজ সেগুলোর সার্কিট ব্রেকার নেই। কিন্তু ভুল করে সব প্রতিষ্ঠানের সার্কিট উঠিয়ে দেয়া হয়েছিল। নির্দিষ্ট ওই ৭০ কোম্পানি যারা ডিভিডেন্ড ঘোষণা করেছে সেই প্রতিষ্ঠানগুলোর সার্কিট ব্রেকার তুলে অপর প্রতিষ্ঠানগুলোতে সার্কিট আগে মতো করে দিয়ে সকাল ১১ টায় লেনদেন চালু হয়।
অর্থাৎ আজ সকাল ১১.০০ টায় লেনদেন শুরু হয়ে একটানা লেনদেন চলবে ২.৩৫ টা পর্যন্ত।
|
আজ বিকালে আসছে ৬১ কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড
Date: 30-10-2022
Source: sharenews24.com
Show Detais
তালিকাভুক্ত ৬১ প্রতিষ্ঠানের আজ রোববার (৩০ অক্টোবর ২০২২) বোর্ড সভা রয়েছে। সভায় কোম্পানিগুলো বিভিন্ন প্রান্তিকের ইপিএস ও ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে। কোম্পানিগুলোর সভার সময় হলো: কেবি সিডের (এসএমই) বিকাল ৪ টায়, সালভো কেমিক্যালের বিকাল ৩ টায়, সিএপিএম আইবিবিএল মিচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০ টায়, সিএপিএম বিডিবিএল মিচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০ টায়, ইয়াকিন পলিমারের বিকাল ৪ টায়, বিডি পেইন্টসের বিকাল ৩ টায়, ড্যাফোডিল কম্পিউটারের বিকাল ৩.৩০ টায়, কেএফএলের বিকাল ৪ টায়, লুবরেফের বিকাল ৩ টায়, আরডি ফুডের বিকাল ৩ টায়, একমি পেস্টিসাইডের বিকাল ৩.৩০ টায়, ড্রাগন সোয়েটারের বিকাল ৩ টায়,
তুংহাই টেক্সটাইলের বিকাল ৩.৩০ টায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বিকাল ৩৩০ টায়, আলিফ ইন্ডাস্ট্রিজের বিকাল ৩ টায়, অলটেক্সের বিকাল ৩ টায়, উসমানিয়া গ্লাসের বিকাল ৫ টায়, জিপিএইচ ইস্পাতের বিকাল ৫ টায়, সেনাকল্যাণ ইন্সুরেন্সর বেলা ২ টায়, খুলনা পাওয়ারের বিকাল ৩.৩০ টায়, দেশ গার্মেন্টসের বিকাল ৩ টায়, এস্কোয়ার নিটের বিকাল ৩ টায় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৯ কোম্পানি প্রান্তিক প্রকাশ করবে। কোম্পানিগুলোর সভার সময় হলো: ইসলামি ফাইন্যান্সের বিকাল ৩ টায়, প্রাইম ইন্সুরেন্সের বিকাল ২.৩০ টায়, ইস্টার্ন ইন্সুরেন্সের বিকাল ৩.৩০ টায়, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ডের বিকাল ২.১৫ টায়, এসইএমএলএফবিএলএল গ্রোথ ফান্ডের বেলা ২.২৫ টায়, রিপাবলিক ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, ইসলামি ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, ব্র্যাক ব্যাংকের বিকাল ৪ টায়, মাইড্যাস ফাইন্যান্সের বিকাল ৩ টায়, পূরবী জেনারেল ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, ফনিক্স ইন্সুরেন্সের বিকাল ৪ টায়, ব্যাংক এশিয়ার বিকাল ৪ টায়, ইউনিয়ন ব্যাংকের বিকাল বিকাল ৪ টায়, এডিএন টেলিকমের বিকাল ৩ টায়, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইএফআইএল-১ম মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইসিবি-৩য় এনআরবি মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, প্রাইম ফার্স্ট আইসিবিএ মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইসিবি এপ্লয়িজমিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, এনসিসি ব্যাংকের বিকাল ৩ টায়, এক্সপ্রেস ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, আইএফআইসি ব্যাংকের সন্ধ্যা ৭ টায়, লংকাবাংলা ফাইন্যান্সের বিকাল ৩ টায়, বিজিআসির বিকাল ৩ টায়, মার্কেন্টাইল ব্যাংকের বিকাল ৩.৩০ টায়, ট্রাস্ট ব্যাংকের বেলা ২.১৫ টায়, কর্ণফুলি ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, স্টান্ডার্ড ব্যাংকের বেলা ২.১৫ টায়, ইসলামি ব্যাংকের বেলা ২.৩০ টায়, ক্রীস্টাল ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, রূপালী ব্যাংকের বেলা ২.১৫ টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিকাল ৩ টায়, ইউনিয়ন ইন্সুরেন্সের বিকাল ২.৩০ টায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের বিকাল ৩ টায়, মেঘনা কনডেন্সড মিল্কের বিকাল ২.৩৫ টায় ইপিএস প্রকাশ করবে।
|
ডিভিডেন্ড ঘোষণায় কমতে পারে ফ্লোর প্রাইসের শেয়ার
Date: 30-10-2022
Source: sharenews24.com
Show Detais
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্লোর প্রাইসে মোট ২৩২টি কোম্পানির শেয়ার অবস্থান করছে। কোম্পানিগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড ব্যতীত বেশিরভাগই ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে। দীর্ঘদিন এই কোম্পানিগুলোর শেয়ার ফ্লোরে আটকে আছে। এখন ডিভিডেন্ড ঘোষণার কারণে কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা হয়তো বেড়ে যাবে। ফলে কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
দীর্ঘদিন শেয়ার নিয়ে ফ্লোরে বসে থাকা কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা এখন হয়তো কিছুটা মুনাফা করার সুযোগ পাবে। কারণ আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসেই বেশিরভাগ কোম্পানির ডিভিডেন্ড সংক্রন্ত রেকর্ড তারিখ। এই তারিখ পযর্ন্ত যেসব বিনিয়োগকারীদের কাছে শেয়ারগুলো থাকবে, সেসব বিনিয়োগকারীরা ডিভিডেন্ড ভোগ করতে পারবে।
আর যেসব বিনিয়োগকারীর কাছে সেসব শেয়ার নেই, সেসব বিনিয়োগকারীরা যদি ডিভিডেন্ড নিতে চায়, তাহলে তারা রেকর্ড ডেটের আগে শেয়ার কেনার চেষ্টা করবে। এতে করে নতুন করে শেয়ারগুলোর চাহিদা তৈরি হতে পারে। ফলে কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইস থেকে মুক্তি পাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কাউছার নামে এক বিনিয়োগকারী শেয়ারনিউজকে বলেন, দীর্ঘদিন একটি শেয়ার নিয়ে আমি ফ্লোর প্রাইসে বসে আছি। এই শেয়ারে বসে থেকে আমার অনেক লোকসান হয়েছে। এখন কোম্পানিটি যে ডিভিডেন্ড দিয়েছে, সে ডিভিডেন্ড দিয়ে এখন কিছুটা লোকসান কমবে।
এছাড়াও ডিভিডেন্ডের প্রত্যাশায় এখন কোম্পানিটির শেয়ারের চাহিদা বাড়লে, বাজারে শেয়ারদর বৃদ্ধি পাবে।। এতে করে এই কোম্পানির ডিভিডেন্ড এবং মার্কেট প্রাইস থেকে কিছুটা লোকসান কমানো সম্ভব হবে।
সর্বশেষ সপ্তাহজুড়ে ২০৫টি কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে ছিলো। এর সাথে সপ্তাহজুড়ে আরও ২৭টি কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে ফিরেছে। এতে করে মোট ফ্লোর প্রাইসে অবস্থান করা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২৩২টিতে।
|
মেঘনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
Date: 30-10-2022
Source: sharebazarnews.com
Show Detais
নিজস্ব প্রতিবেদক :পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৯ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ২৯ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯৩।
|
ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে সমস্যা, লেনদেন শুরু হয়নি ।
Date: 30-10-2022
Source: sharebazarnews.com
Show Detais
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। যাতে নির্ধারিত সময় সকাল ৯টা ৩০ মিনিটে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ।
এর আগে গত ২৪ অক্টোবর একই সমস্যা দেখা দিয়েছিল। ওইদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এরপরে আবারও লেনদেন শুরু হয় দুপুর ২টা ১০ মিনিটে। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত। ওইদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছিল।
আজকের লেনদেন শুরু না হওয়ার বিষয়ে পিএফআই সিকিউরিটিজের এক ট্রেডার বলেন, সকাল থেকেই সফটওয়্যারে কোন আদেশ দিতে পারছি না। সেটা ক্রয় কিংবা বিক্রয় ঊভয় ক্ষেত্রেই। শুধু আমাদের হাউজেই এ সমস্যা কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকটি হাউজে যোগাযোগ করেছি। কিন্তু সবাই এই সমস্যার মধ্যে আছে।
এ বিষয়ে ডিএসইর এক কর্মকর্তা বলেন, আমাদের সফটওয়্যারের সিষ্টেমে সমস্যা দেখা দিয়েছে। যে কারনে লেনদেন শুরু হয়নি। তবে এখনো সমস্যা চিহ্নিত করতে পারি নাই।
যে কারনে কখন লেনদেন শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান ডিএসইর ওই কর্মকর্তা। তবে দ্রুত লেনদেন শুরু করার জন্য আইটি টিম কাজ করছে বলে জানান তিনি।
|
শেয়ার বেচবে লাফার্জহোলসিমের পরিচালক ।
Date: 26-10-2022
Source: arthosuchak.com
Show Detais
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিমের কর্পোরেট পরিচালক সিনহা ফ্যাশনস লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিচালক কোম্পানির সাড়ে ৭ লাখ শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সিনহা ফ্যাশনের কাছে কোম্পানির মোট ২ কোটি ৯৭ লাখ শেয়ার আছে। এর মধ্যে থেকে ৭ লাখ ৫০ হাজার শেয়ার বেচবে এই পরিচালক।
উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে সিনহা ফ্যাশন।
|
শেয়ার কেনা সম্পন্ন ।
Date: 30-10-2022
Source: sharenews24.com
Show Detais
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক আজ ৮৬ হাজার ৭৩১টি শেয়ার কেনা সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জনাব মোহাম্মদ হানিফ ১৯ সেপ্টেম্বর উক্ত শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন
|